Kamruzzaman Kamrul fan's

Kamruzzaman Kamrul fan's আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন

বই থেকে শিক্ষা  নিতে গেলে ঘুম পায়আর জীবন থেকে  শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়!! 🌸This is reality
14/10/2024

বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়
আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়!! 🌸
This is reality

05/10/2024

যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে.“আল্লাহ্ তার ইচ্ছা অপূর্ণ রাখেনা.!♦🖤 _ হযরত ওমর (রা:)_🖤
17/09/2024

যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে.
“আল্লাহ্ তার ইচ্ছা অপূর্ণ রাখেনা.!♦
🖤 _ হযরত ওমর (রা:)_🖤

নামাজের গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা। নামাজের প্রত্যেক রাকাতে দুইটি করে সিজদা দিতে হয়। সিজদা নামাজের একটি স্বাভাবিক প্রক্র...
10/09/2024

নামাজের গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা। নামাজের প্রত্যেক রাকাতে দুইটি করে সিজদা দিতে হয়। সিজদা নামাজের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে পালন করা হলেও এর বিশেষ ফজিলত রয়েছে এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়।

সিজদার ফজিলত সম্পর্কে এক হাদিসে মাদান ইবনে আবু তালহা আল ইয়ামিরী বলেন, আমি রাসূল সা.-এর আজাদকৃত গোলাম সাওবান রা.-এর সঙ্গে সাক্ষাত করলাম। আমি বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে বেহেশতে প্রবেশ করাবেন।

আমি জানতে চাওয়ার পর তিনি চুপ থাকলেন। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম। তিনি এবারও নিরব থাকলেন। তৃতীয়বার আমি তাকে জিজ্ঞেস করার পর তিনি বললেন, তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে। কারণ, তুমি যখনই আল্লাহর জন্য সিজদা করবে, আল্লাহ তার বিনিময়ে তোমার মর্যাদা একধাপ বৃদ্ধি করে দেবেন এবং তোমার একটি গুনাহ মাফ করে দেবেন।
(সহিহ মুসলিম, হাদিস : ৯৮৬)

05/09/2024
‘নিশ্চয়ই কখন কেয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টিবর্ষণ করেন। তিনি জানেন জরায়ুতে কী আছে। অথচ কেউই জানে ...
01/09/2024

‘নিশ্চয়ই কখন কেয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টিবর্ষণ করেন। তিনি জানেন জরায়ুতে কী আছে। অথচ কেউই জানে না আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।’ (সূরা লোকমান, আয়াত ৩৪)

28/08/2024

"৫৫,০০০ মুক্তিযোদ্ধার জন্ম ১৯৭১ সালের পর। "৬০,০০০ এমপিওভুক্ত শিক্ষক জাল সনদধারী। "আরও শুনতে চান? কী কী হয়েছে দেশটাতে? সবই শুনবেন।

এখন মনে হয কিছু একটা হবে
28/08/2024

এখন মনে হয কিছু একটা হবে

27/08/2024

আমি চিন্তা করছি ৮৪ বছর বয়সে ২৬ মিনিটের বক্তব্য কোনো স্ক্রিপ্ট ছাড়া!?
যোগ্যতা সম্পূর্ণ লোক
রেসপেক্ট।

Address

Bangladesh
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Kamruzzaman Kamrul fan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share