মাসুক শাহ’র মাজার

মাসুক শাহ’র মাজার আস্সালামু আলাইকুম মাসুক শাহ্’র মাজারে আপনাকে স্বাগতম।
এই মাজার সেই মাজার না এই মাজার ভক্তআসেকান নিয়ে আনন্দ ফূর্তি করার মাজার।

নিউ সান্ডা পোজ!🙂🤥
18/08/2025

নিউ সান্ডা পোজ!🙂🤥

হিটম্যাও......
17/08/2025

হিটম্যাও......

16/08/2025

বিড়াল কত উপকারি দেখুন 🐍 🐈 fight

আমি আগেও বলেছি বহুবার। আবারও সংক্ষিপ্ত করে বলছি, বাংলাদেশের রাজনীতি, যুদ্ধ, ইতিহাস সবকিছু মিলিয়েই মুলত দুইটা প্লেয়ার এখা...
15/08/2025

আমি আগেও বলেছি বহুবার। আবারও সংক্ষিপ্ত করে বলছি, বাংলাদেশের রাজনীতি, যুদ্ধ, ইতিহাস সবকিছু মিলিয়েই মুলত দুইটা প্লেয়ার এখানে। একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে পাকিস্তান।

আওয়ামিলীগ ভারতের প্রক্সি দেয় আর জামায়াত দেয় পাকিস্তানের প্রক্সি। আর বিএনপি হচ্ছে এখানে বার্গার অথবা সেন্ডুইজের কাবাব। দুই পক্ষের সাথেই লেগে আছে। একবার এর সাথে ঘঁষা খায় আরেকবার ওর সাথে ঘঁষা খায়। এভাবেই চলবে।

আজকে যা যা চারিদিকে দেখছেন, তা একাত্তর যুদ্ধের ই প্রতিফলন। একদল জিতেছিল আরেকদল পরাজিত হয়েছিল। পরাজিত দল আবার কাউন্টার এটাক দিয়ে ক্ষমতা দখলে নিল। সুতরাং রাজত্ব এখন তাদের।

আপনি সারাদিন যতই চিল্লান জামায়াতের হাতে ক্ষমতার মানে হচ্ছে মুজিববাদের কবর রচিত হওয়া। আমি আজকে বলে রাখলাম, আগামী ৫ বছরের মধ্যেই মুজিবের কবর আর গোপালগঞ্জ থাকবে না। শুধু নির্বাচনটার জন্য সবাই অপেক্ষা করছে।

এই দেশের জন্ম মুলত ভারত আর পাকিস্তানের সংঘাত থেকে। সুতরাং এই দুই পন্থার লোক সারাজীবন এখানে কামড়া কামড়ি করে যাবে। আপনারা যারা কোন পন্থার ই না তারা মুলত সুশীল। এবং দেখে যাওয়া আর চিল্লাচিল্লি করে যাওয়া ছাড়া আপনাদের আর কিছু করার নেই। যদি সামর্থ্য থাকে দেশ ছেড়ে চলে যাওয়াই আপনাদের জন্য ভালো। এটা মুলত কোন দেশ নয়। এটা ভারত পাকিস্তানের একটা ব্যাটবলের ফিল্ড।

14/08/2025

এই কারনেই হয়ত আল্লাহ পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট কাজে আখ্যায়িত করেছেন ডিভোর্স ।
তবে এই সমাজে ডিভোর্সের মুল কারণ মেয়ের মা।

বিনুধনের দেশ বাংলাদেশ 🥴🥹
14/08/2025

বিনুধনের দেশ বাংলাদেশ 🥴🥹

Excretion  VPN অন করার মত 🥴
14/08/2025

Excretion VPN অন করার মত 🥴

😭এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কান্নাকাটি করতে আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো।কে জানতো হাসিখুশি ভাব...
13/08/2025

😭এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কান্নাকাটি করতে আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো।কে জানতো হাসিখুশি ভাবে না খুলে কা*ন্না করে করে খুলতে হবে।আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।আমিন 🤣😭
😭ওনি বিদেশ থেকে আসচে, আসার পরে তাদের গাড়ি খালে প*ড়ে যায় আর ওনার পরিবারের সবাই মারা যায় ৭ জন মা*রা গেচে,এই গুলো তাদের জন্য বিদেশ থেকে এনেছিলো 😭😭🤣🤣
আল্লাহ ঘুম থেকে ওঠে ভিডিও টা দেখলাম কলিজা টা কেপে ওঠছে হে আল্লাহ আপনি এই ভাই টা কে ধৈর্য দরার😭 তৌফিক দান করুন আমিন 😭😭🤲🤲🙏🙏 Chef Forhad life's VLOG @ #প্রবাসীদের_খবর #বাংলাদেশ #ওমান_খবর

প্রতিকূল পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেই। আপনার সন্তানকে ঐ পরিবেশে রাখুন যে পরিবেশে মানুষ আছে।
13/08/2025

প্রতিকূল পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেই।
আপনার সন্তানকে ঐ পরিবেশে রাখুন যে পরিবেশে মানুষ আছে।

আচ্চা এই খবর কেউ প্রচার করছে না কেনো ?নাকি বাসুরের নাম মুখে নেওয়া মানা।
13/08/2025

আচ্চা এই খবর কেউ প্রচার করছে না কেনো ?
নাকি বাসুরের নাম মুখে নেওয়া মানা।

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অ 'স 'হা 'য় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে...
13/08/2025

ট্রেনে আসার সময় এক লোককে দেখলাম জনে জনে জিজ্ঞেস করছে, জুতা কালি করাবেন? পায়ের দিকে অ 'স 'হা 'য় চোখে তাকিয়ে খুঁজছেন, কাকে বলা যায়, কাকে প্রস্তাব দেওয়া যায়।

কখনো কাস্টমার মিলছে, তখন শুরু হয় দামাদামি।
বাইরে যেখানে বেশি দাম নেয়, ট্রেনের ভেতরে সবাই চান কমে করাতে।

শেষে বিশ টাকায় ঠিক হলো দাম। লোকটার মুখে ফুটে উঠলো এক টুকরো হাসি। আনন্দে বসে পড়লেন জুতা হাতে।

যাত্রী আর হকাররা যাতায়াতের সময় অনিচ্ছায় লা /থি মে 'রে যাচ্ছেন শরীরে। তিনি যেন নিজেকে ছোট করে ফেলছেন, গুটিয়ে নিচ্ছেন শরীর।

কেউ কেউ ধ 'ম 'ক দিয়ে বলছেন, দূরে গিয়ে বসেন। ধ 'ম 'ক খেয়েও লোকটা সাহেবের দিকে তাকিয়ে হাসছেন।

আমার অদ্ভুত লাগে, ধ 'ম 'ক খেয়েও মানুষ কীভাবে হাসতে পারে! জুতা কালি শেষ করে দুই হাতে এগিয়ে দিলেন মালিকের দিকে।

মনে হলো, মালিক সন্তুষ্ট নন। বললেন, আরেকটু কালি দেন। লোকটা বিনা প্রশ্নে আরও যত্ন করে কালি করে দিলেন।

তারপর বিশ টাকার নোট হাতে নিয়ে খুশি মনে এগিয়ে গেলেন। সম্ভবত অন্য কোনো ধ 'ম 'কে 'র দিকে। আমার চোখ ভরে উঠলো। পরিবারের জন্য মানুষ কত ক /ষ্ট /ই না করে!
মানুষ কখন মানুষ হবে 🥹

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় ...
13/08/2025

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় মিয়াও মিয়াও ভাত খাউ। আমি জেগে থাকলে সে ঘুমায়, আমি ঘুমাইলে সে ডিজে বাহারুলের মত সুরেলা কণ্ঠে গান গায়।

পাশের বাসার বিলাইয়ের সাথে ফ্লার্টিং করে। গতকাল সেই বিলাইয়ের গার্ডিয়ান এসে কয় "আপনার বিলাইরে বাইন্ধা রাখবেন। আমার বিলাইরে প্রেগন্যান্ট করে ফেলছে, যেমন মালিক তেমন বিলাই।" হতভম্ব হয়ে বললাম আমি আবার কারে প্রেগন্যান্ট করলাম, কি মুশকিল। বেডি চোখ গরম করে চলে গেছে।

কতবড় কুতাবাসা ভাবেন ডিপ্রেশন থেকে তুলার বদলে চরিত্রে শীল মেরে দিছে।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when মাসুক শাহ’র মাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category