Aman Football News

Aman Football News Welcome to Aman Football News

ফুটবলে আমি ৩ টি পয়েন্ট এখানে উল্লেখ করলাম৷ বাদ পড়বে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি৷ বর্তমান সময়ে সেরা ফুটবলারকে এটা...
17/07/2025

ফুটবলে আমি ৩ টি পয়েন্ট এখানে উল্লেখ করলাম৷ বাদ পড়বে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি৷
বর্তমান সময়ে সেরা ফুটবলারকে এটাকিং ফরোয়ার্ড লাইনআপে৷ এমবাপ্পে, হল্যান্ড৷ ইত্যাদি ইত্যাদি৷
এমবাপ্পে, হল্যান্ড,এদের থেকে আপনি নিয়মিত গোল পাবেন৷ এদের কাজ গোল করা৷
কিন্তু ফুটবলের ২ নায়ক, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি শুধু গোল না, পুরো গেইম মেইক করবে৷ এই ২ জন হলো চতুর্ভুজ৷ যদিও ক্রিস্টিয়ানো রোনালদো এখন শুধু স্টাইকার মেইক করে৷ কিন্তু লিডার দলীয়৷ লিওনেল মেসি এখনও ২ দিকেই প্লে করে৷
এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে সরিয়ে নিন৷
এই ২ জনকে বাদ দিয়ে ফুটবলের শেষ নবাব নেইমারকে ইন করুন৷ নেইমার পুরো ফুটবলকে কাভার করে৷ একদম মিড থেকে স্টাইকার৷ নেইমারের পজিশন ফরোয়ার্ড হলেও, তিনি সব পজিশনে অভ্যস্ত৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও সেই জায়গা খেলে আসছে পুরো গেইম মেইক৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির থেকেও কিছু কিছু জায়গা এগিয়ে ছিল নেইমার জুনিয়র৷ এখনও সেই জায়গা গুলো নেইমার কাভার করে৷ কিন্তু সমস্যা হলো পড়তে হয় ইনজুরি৷ ওই যে বললাম নেইমারের স্টাইলটাই জিঙ্কি৷ এই জিঙ্কি খেলতে হলে ইনজুরি হতেই হবে অবধারিত৷
এবার হিসাব মিলান, নেইমার জুনিয়রকে কেনো ফুটবলের শেষ নবাব বলি৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর ওয়ার্ল্ডে পূর্ন কমপ্লিট প্যাকেজ নিয়ে শুধু জন্ম নিয়েছে নেইমার জুনিয়র৷ বলতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির থেকেও বেশ কিছু জায়গা পরিপূর্ণ ছিল৷

তবে নেইমার যদি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সময়ে না আসতো৷ একটু দূরত্ব নিয়ে আসতো৷ তাহলে আরো ভালো হতো৷
নেইমার ম্যাজিশিয়ান, নেইমার শিল্পী, নেইমার জুনিয়র ফুটবলের শেষ নবাব❤️🇧🇷☘️৷

নেইমার যে স্টাইলে ফুটবল খেলে, এই স্টাইলে ফুটবল বর্তমান সময়ে পৃথিবীর কোনো ফুটবলার খেলে না৷ খেলে না বলতে খেলতেই পারবে না৷ ...
17/07/2025

নেইমার যে স্টাইলে ফুটবল খেলে, এই স্টাইলে ফুটবল বর্তমান সময়ে পৃথিবীর কোনো ফুটবলার খেলে না৷ খেলে না বলতে খেলতেই পারবে না৷
নেইমার জুনিয়রের খেলা দেখতে এতো সুন্দর কেনো লাগে, এটা হচ্ছে জিঙ্কি ফুটবল৷ যেটাকে বলা হয় ব্রাজিলের সিগনেচার৷
এই ফুটবল খেলা আবিস্কার করে ব্রাজিল, পেলে এর জনক হলেও, এই জিঙ্কি ফুটবলকে রূপকথা বানান গারিঞ্চা৷ এরপর এই ফুটবলকে শিল্প পর্যায়ে নিয়ে যায় সবার পছন্দের রোনালদিনহো৷
আর সর্বশেষ এই জিঙ্কি ফুটবলের শেষ নবাব হয়ে নেইমার জুনিয়র৷

ব্রাজিলে প্রতি যুগ যুগ পর এরকম একজন ফুটবলার আসে৷ কিন্তু শেষ এক যুগে নেইমারের পর, আগামী জেনারেশন ধরে রাখা আরেকজন আসবে, ব্রাজিল এখনও পায়নি৷ সে-রকম একজন৷

ভিতিনহা, রাফিনহা—এই তালিকায় নেই, অথচ পেদ্রি আর এমবাপ্পে রয়েছেন! সালাহকে আবার রাখা হয়েছে ৫ নম্বরে! 😂এখন যদি আপনাদের জিজ্ঞ...
15/07/2025

ভিতিনহা, রাফিনহা—এই তালিকায় নেই, অথচ পেদ্রি আর এমবাপ্পে রয়েছেন! সালাহকে আবার রাখা হয়েছে ৫ নম্বরে! 😂
এখন যদি আপনাদের জিজ্ঞেস করি—ব্যালন ডি’অর কিসের ভিত্তিতে দেওয়া হয়—আপনারা কী উত্তর দিবেন?

ভিনিকে নিয়ে কিছু না লিখলে নয়...ভিনিসিয়াস খারাপ খেলতেছে। এটা না মানার সুযোগ নাই। কিন্তু এটার পিছনে সুন্দর একটি কারণও আছে।...
10/07/2025

ভিনিকে নিয়ে কিছু না লিখলে নয়...

ভিনিসিয়াস খারাপ খেলতেছে। এটা না মানার সুযোগ নাই। কিন্তু এটার পিছনে সুন্দর একটি কারণও আছে। অনেকের কাছে অজুহাত মনে হতে পারে, তাও বলি, কারণ বলা উচিত।

ভিনিসিয়াস যখন কার্লোর অধীনে মাঠে নামছে, তখন সে মাদ্রিদকে তার নিজের দল মনে করতো। আপনি কখনো মাদ্রিদের পরাজিত হওয়া ম্যাচে ভিনিকে আজকের মত স্বাভাবিক দেখবেন না। ভিনি তখন ম্যাচ হারলে কাঁদোকাঁদো অবস্থা বা চেহারায় একটা মারাত্মক কষ্টের চাপ ভাসতো। ম্যাচ হারার আগে জানপ্রাণ দিয়ে চেষ্টা করতো। তার শরীর নিস্তেজ হয়ে যেতো। কিন্তু এখন এসব গেলো কয়?

মাদ্রিদের জন্য ভিনির এসব পাগলামি আমরা হয়তো আর কখনো ফিরে পাবো না। এমবাপ্পে মাদ্রিদে আসলেও আনচেলত্তির টপ প্রায়োরিটি ছিল ভিনি। আনচেলত্তি মাদ্রিদের জন্য সেরা ডেডিকেটেড প্লেয়ার বেছে নিতে ভুল করে নাই। কিন্তু এখন?

ভিনিসিয়াস মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করছে না। কারণ সে আগের মত কমফোর্টেবল ফিল করছে না। টাকাপয়সা এটা একটু অজুহাত মাত্র। ভিনি কখনো টাকার জন্য মাদ্রিদের সাথে চুক্তি গড়িমসি করতো না। ভিনির দরকার একটু প্রায়োরিটি, ভিনির দরকার তার প্রাপ্য মর্যাদা যেনো তাকে দেয়।

ভিনিসিয়াস অলরেডি মাদ্রিদের লিজেন্ড। এমনও খবর শোনা গেছে যে, মাদ্রিদে ভিনির চেয়ে এখন এমবাপ্পেকে বেশি কদর করা হয় এবং ভিনিসিয়াস আগের মত গুরুত্ব পাচ্ছে না। এই নিউজ নিশ্চয় আপনারাও দেখেছেন। এটা সত্যমিথ্যা জানি না, কিন্তু মাঠে ভিনির অবস্থা দেখলে মনে হয় এটাই সত্য।

ভিনিকে রান মেইক করতে দেখি না, জোরপূর্বক ড্রিবলিং করতে দেখি না। খুব বেশি চেষ্টাও করে না। ভিনি কমপক্ষে ৮-১০ বার ড্রিবলিং এটেম্পট নেয়, এখন ১-২ টার বেশি নেয় না। ভিনিসিয়াস আসলেই এখন আগের মত স্বাচ্ছন্দ্যবোধ করছে না মাদ্রিদে।

এমবাপ্পে সেরা প্লেয়ার হতে পারে। কিন্তু মাদ্রিদে সে কখনো ভিনির চেয়ে বেশি গুরুত্ব পাওয়ার অধিকার রাখে না।

সে যাই হোক, আমি স্রেফ আমার মতামত দিলাম। আমি ভিনি ফ্যান এবং এমবাপ্পে হেটার। তাই আমার কথা গুলো একটু টক্সিক লাগতে পারে এবং ভুলও হতে পারে। আপনিও একটু বিবেচনা করে দেইখেন। আর ভুল খুঁজে পাইলে একটু জানাবেন।

আমি আশা করবো, মাদ্রিদ বোর্ড এবং কোচ হয় ভিনিসিয়াসকে তার মত খেলতে দিবে এবং গুরুত্ব দিবে আর না হয় মাদ্রিদ থেকে তাড়িয়ে দিবে।

আপনার হাতে আছে বিশ্বের সেরা লেফ্ট উইঙ্গার।আপনি তাঁকে দিয়ে PD মাড়াচ্ছেন 🙂বাট হুয়াই..?ভিনিসিয়াস জুনিয়রকে তার প্রপার পজিশনে...
10/07/2025

আপনার হাতে আছে বিশ্বের সেরা লেফ্ট উইঙ্গার।
আপনি তাঁকে দিয়ে PD মাড়াচ্ছেন 🙂
বাট হুয়াই..?
ভিনিসিয়াস জুনিয়রকে তার প্রপার পজিশনে না রেখে কখনো লেফট, কখনো রাইট, আবার কখনো মিডফিল্ডে খেলালে তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা ঠিক না। আঞ্চেলত্তি কিন্তু কখনোই তাকে তার ন্যাচারাল পজিশন থেকে বারবার সরাননি। ভিনিসিয়াসকে তার নিজের পজিশনেই খেলতে দিন—তাহলেই সে তার সেরাটা দিতে পারবে।

ক্লাব ওয়ার্ল্ড কাপের সেরা একাদশে অবশ্যই থিয়াগো সিলভা থাকবে ১০০%৷ কিন্তু সেরা ডিফেন্ডার নির্বাচিত হোক সিলভা৷ আপনার ক্লাবে...
09/07/2025

ক্লাব ওয়ার্ল্ড কাপের সেরা একাদশে অবশ্যই থিয়াগো সিলভা থাকবে ১০০%৷ কিন্তু সেরা ডিফেন্ডার নির্বাচিত হোক সিলভা৷

আপনার ক্লাবে ভালো ডিফেন্ডার আছে, ডিফেন্সিভ খেলে অনেক দূর আসতে পারবেন৷ কিন্তু জয় পেতে হলে স্টাইকারের জুড়ি নেই৷
ফ্লুমিনেন্স ক্লাবে ২ জন ফিনিশার থাকলে রেজাল্ট অন্য কিছু হতে পারতো৷
থিয়াগো সিলভা এই দলটাকে যেভাবে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে হাত ধরে তুলে এনেছে৷ একজন সত্যিকারের লিডারশীপের কাজ এটা৷

অভিনন্দন থিয়াগো সিলভা৷ বয়স সংখ্যা আপনার কাছে৷ ফুটবল হেরেছে আপনার কাছে৷

সেপ্টেম্বরে অনু্ষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের সময়সূচি প্রকাশ করলো সিবিএফ।ঘরের মাঠে চিলি'র বিপক্ষে ৫ সেপ্টেম...
09/07/2025

সেপ্টেম্বরে অনু্ষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের সময়সূচি প্রকাশ করলো সিবিএফ।

ঘরের মাঠে চিলি'র বিপক্ষে ৫ সেপ্টেম্বর সকাল ৬:৩০ মিনিটে মুখোমুখি হবে সেলেসাওরা।

১০ সেপ্টেম্বর ভোর ৫:৩০ মিনিটে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।

মাত্র নয় বছর বয়সে ফ্লুমিনেন্সে যোগ দিয়েছিলো জোয়াও পেদ্রো।  ২০১৯ সাল পর্যন্ত ছিলেন শৈশবের ক্লাবে। ক্লাব বিশ্বকাপের সেমিফা...
09/07/2025

মাত্র নয় বছর বয়সে ফ্লুমিনেন্সে যোগ দিয়েছিলো জোয়াও পেদ্রো। ২০১৯ সাল পর্যন্ত ছিলেন শৈশবের ক্লাবে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত দুটি গোল করে সেলিব্রেশন তো করেনি, উলটো ফ্লুমিনেন্স ফ্যানদের "সরি" বলেছে চেলসির ব্রাজিলিয়ান তারকা। ✨🇧🇷 RESPECT 💛

জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ☘️৷ ফ্লুমিনেন্সর দৌড়টা এই পর্যন্তই ছিল, তবে দুর্দান্ত ডমিনেট ...
08/07/2025

জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ☘️৷

ফ্লুমিনেন্সর দৌড়টা এই পর্যন্তই ছিল, তবে দুর্দান্ত ডমিনেট করে ফ্লুমিনেন্স এই পর্যন্ত এসেছে এর জন্য অভিনন্দন৷
চেলসির দৌড় ফাইনাল পর্যন্তই৷ ২য় সেমিফাইনাল থেকে যে ক্লাব আসুক ওই দলের ট্রফি জেতার সম্ভবনা বেশি৷
চেলসি পুরোপুরি অগোছালো টিম, হা ভালো ফুটবলার আছে কিন্তু টিমটা সাজনো নেই৷ তাও এতদূর এসেছে এটা চমৎকার পাওয়ার৷

পেদ্রো যা করে দেখালো আজ এটা রূপকথার গল্পকেও হার মানায়৷ এতো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে জোড়া গোল৷ বিগ মঞ্চের ঘোড়া৷

আমি মনে করি, ক্লাব ফুটবলে থিয়াগো সিলভা সর্বোচ্চ সম্মাননা পেয়েছে চেলসিতে 🇧🇷💙 নিজের প্রাইম টাইম কাটিয়ে দেওয়া পিএসজিতে যে স...
08/07/2025

আমি মনে করি, ক্লাব ফুটবলে থিয়াগো সিলভা সর্বোচ্চ সম্মাননা পেয়েছে চেলসিতে 🇧🇷💙

নিজের প্রাইম টাইম কাটিয়ে দেওয়া পিএসজিতে যে সম্মান পায় নাই, শেষ সময়ে এসে মাত্র কয়েক বছরে চেলসিতে এরচেয়েও বেশি সম্মান পেয়েছে থিয়াগো সিলভা।

পিএসজি যখন এক বছরের বেশি চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজী হচ্ছিল না, সিলভার বিশ্বকাপ খেলার আগের মৌসুম নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল, তখন সিলভাকে ডেকে নেয় চেলসি। দুই বছরের চুক্তি এবং পাশাপাশি আরো এক বছর বৃদ্ধির ক্লজে চেলসিতে যোগ দেন সিলভা। কখনো আর্মব্যান্ড হাতে অথবা কখনো আর্মব্যান্ড ছাড়া নেতৃত্ব দিয়েছেন চেলসিকে এবং জিতেছেন ক্লাব ফুটবলের সর্বোচ্চ মানের ট্রফি গুলো।

বুকভরা ভালবাসা দিয়ে এবং নিয়ে চেলসি থেকে বিদায় নেন থিয়াগো সিলভা। কিন্তু প্রতিশ্রুতি দেন আবার অন্য কোনো দায়িত্ব নিয়ে চেলসিতে ফিরে আসার। নিজের সন্তানদের বড় করতেছেন চেলসির একাডেমীতে।

তাহলে বুঝতে পারেন, চেলসিতে সে কী পরিমাণ ভালবাসা পেয়েছে? আজ লড়াই করবেন সে চেলসির বিপক্ষে। আবার এমন এক দলের হয়ে লড়াই করবেন, যে দল সিলভাকে চিনিয়ে ছিল। মাঠের খেলায় সিলভা এক চুল ছাড় দেওয়ার লোক না। আজ সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করবেন নিজের শৈশবের ক্লাবের জন্য।

শুভ কামনা কাপ্তান।
শুভ কামনা ফ্লুমিনেন্স।

এস্তেভাও সম্পর্কে আবেল ফেরেইরা-"মারেসকার সঙ্গে আগেই কথা হয়েছিল। তিনি দারুণ কোচ, আর এস্তেভাও শুধু দুর্দান্ত খেলোয়াড়ই নয়, ...
07/07/2025

এস্তেভাও সম্পর্কে আবেল ফেরেইরা-

"মারেসকার সঙ্গে আগেই কথা হয়েছিল। তিনি দারুণ কোচ, আর এস্তেভাও শুধু দুর্দান্ত খেলোয়াড়ই নয়, অসাধারণ একজন মানুষও। মাত্র ১৮-তে এমন প্রতিভা বিরল। শুরুতে ভুল করবেই, কিন্তু যত্ন, ভালোবাসা পেলে সে একাই ম্যাচ জেতাতে পারবে।"🥹❤️

"এস্তেভাও সিনিয়র দলে আসার পর বলেছিলাম, দায়িত্ব নিতে হবে, আক্রমণ-রক্ষণ দুটোই করতে হবে। বলেছিলাম মানুষ হিসেবেও উন্নতি দরকার। সে সব গুলো ঠিকমত করেছে। এবার সে দেশ ছাড়ছে। তাকে বলেছি, ইংল্যান্ডে সূর্য বছরে দু-তিনবারই দেখা যায়! তবে সে দুর্দান্ত সুযোগ পাবে, কারণ সে সত্যিই অসাধারণ।"❤️💥

সাবেক বসের মুখে এমন প্রশংসা শোনে নিশ্চয় অনুপ্রাণিত হবে এস্তেভাও উইলিয়ান।❤️💥

ইউরোপের বাইরে থেকে একমাত্র ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্লুমিনেন্সে। না শুধু ব্রাজিলিয়ান,...
07/07/2025

ইউরোপের বাইরে থেকে একমাত্র ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্লুমিনেন্সে। না শুধু ব্রাজিলিয়ান, না শুধু লাতিন আমেরিকান বরং পুরো নন-ইউরোপিয়ান বিশ্ব থেকে একাই লড়ছে তারা। 🌎🔥

৪৪ বছর বয়সী গোলকিপার ফাবিও আর ৪০ বছর বয়সী সেন্টার ব্যাক থিয়াগো সিলভার অভিজ্ঞতা ও নেতৃত্বেই ভর করে তারা পৌঁছে গেছে এই বিশাল মঞ্চে। তারা এখন পর্যন্ত মাত্র ৩টি গোল খেয়েছে গোটা টুর্নামেন্টে — যা বলতেই হয় এক অনন্য কীর্তি!

ডর্টমুন্ড, ইন্টার মিলান, আল হিলাল, সান্ডাউন্স, উলসান — ইউরোপ, এশিয়া, আফ্রিকার ক্লাবদের বিপক্ষে খেলেও একটিও হারেনি ফ্লুমিনেন্সে।

নিজের বাল্যকালের ক্লাব ফ্লুমিনেন্সেকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলেছেন থিয়াগো সিলভা — ৪০ বছর বয়সেও যিনি মাঠে অনন্য এক যোদ্ধা! 🫡

এবার তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি।
সামনে এক মহারণের অপেক্ষা!

Address

Sunamganj

Telephone

+8801318412268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aman Football News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share