
17/07/2025
ফুটবলে আমি ৩ টি পয়েন্ট এখানে উল্লেখ করলাম৷ বাদ পড়বে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি৷
বর্তমান সময়ে সেরা ফুটবলারকে এটাকিং ফরোয়ার্ড লাইনআপে৷ এমবাপ্পে, হল্যান্ড৷ ইত্যাদি ইত্যাদি৷
এমবাপ্পে, হল্যান্ড,এদের থেকে আপনি নিয়মিত গোল পাবেন৷ এদের কাজ গোল করা৷
কিন্তু ফুটবলের ২ নায়ক, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি শুধু গোল না, পুরো গেইম মেইক করবে৷ এই ২ জন হলো চতুর্ভুজ৷ যদিও ক্রিস্টিয়ানো রোনালদো এখন শুধু স্টাইকার মেইক করে৷ কিন্তু লিডার দলীয়৷ লিওনেল মেসি এখনও ২ দিকেই প্লে করে৷
এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে সরিয়ে নিন৷
এই ২ জনকে বাদ দিয়ে ফুটবলের শেষ নবাব নেইমারকে ইন করুন৷ নেইমার পুরো ফুটবলকে কাভার করে৷ একদম মিড থেকে স্টাইকার৷ নেইমারের পজিশন ফরোয়ার্ড হলেও, তিনি সব পজিশনে অভ্যস্ত৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও সেই জায়গা খেলে আসছে পুরো গেইম মেইক৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির থেকেও কিছু কিছু জায়গা এগিয়ে ছিল নেইমার জুনিয়র৷ এখনও সেই জায়গা গুলো নেইমার কাভার করে৷ কিন্তু সমস্যা হলো পড়তে হয় ইনজুরি৷ ওই যে বললাম নেইমারের স্টাইলটাই জিঙ্কি৷ এই জিঙ্কি খেলতে হলে ইনজুরি হতেই হবে অবধারিত৷
এবার হিসাব মিলান, নেইমার জুনিয়রকে কেনো ফুটবলের শেষ নবাব বলি৷
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর ওয়ার্ল্ডে পূর্ন কমপ্লিট প্যাকেজ নিয়ে শুধু জন্ম নিয়েছে নেইমার জুনিয়র৷ বলতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির থেকেও বেশ কিছু জায়গা পরিপূর্ণ ছিল৷
তবে নেইমার যদি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সময়ে না আসতো৷ একটু দূরত্ব নিয়ে আসতো৷ তাহলে আরো ভালো হতো৷
নেইমার ম্যাজিশিয়ান, নেইমার শিল্পী, নেইমার জুনিয়র ফুটবলের শেষ নবাব❤️🇧🇷☘️৷