20/07/2025
সময়
সময় যায়, কেউ থামে না,
রোদ ঝরে, মেঘ নামে না।
চাইলে ওরে ধরা যায় না,
কেবল স্মৃতি, গল্প, কাব্য হয় না।
চলার পথে সময় কাঁদে,
অজানা সেই শেষের বাঁকে।
থেমে যাওয়া বড়ো কঠিন,
সময় বলে – “থামিস না,