Projapotir rang

Projapotir rang বিন্দুমাত্র পড়ালেখা না করেও!

ফিউচারে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখা আমি!
(36)

20/07/2025

সময়
সময় যায়, কেউ থামে না,
রোদ ঝরে, মেঘ নামে না।
চাইলে ওরে ধরা যায় না,
কেবল স্মৃতি, গল্প, কাব্য হয় না।

চলার পথে সময় কাঁদে,
অজানা সেই শেষের বাঁকে।
থেমে যাওয়া বড়ো কঠিন,
সময় বলে – “থামিস না,

19/07/2025

অবহেলা

যে চোখে ছিল ভালোবাসা,
আজ সেখানেই কেবল অবহেলা,
শুষ্ক পাতা ঝরে যেমন,
অথবা রাতের শেষে ফুরায়েলা।

শুনেছিলাম, দূরত্বে নাকি সম্পর্ক গভীর হয়,
কিন্তু দূরত্বে দেখি মানুষই হারিয়ে যায়।
যে হাত ধরেছিল আশ্বাসে,
সে হাতেই এখন কাঁটার প্রলেপ।

অবহেলা আসলে অম্ল জল,
ধীরে ধীরে ক্ষয় করে হৃদয়,
অভিমান হয় পাহাড়সম,
কিন্তু অভিমানেরও থাকে অবসান।

তবু জানি, একদিন এই অবহেলা
পথ দেখাবে নিজের কাছে ফেরা,
যে ভালোবাসে নিজেকে সত্যি,
তাকে অবহেলা ছুঁতে পারে না।

19/07/2025

অপেক্ষা

অপেক্ষা মানে শুধু বসে থাকা নয়,
এ এক নীরব যুদ্ধ – নিজেকেই বুঝিয়ে যাওয়া।
হয়তো সে আসবে, হয়তো আসবে না,
তবুও অন্তর বলে – “আরো একটু থাকি, হয়তো আসবে এখন।”

রোদ পড়ে যায়, বাতাসে সন্ধ্যার ঘ্রাণ,
আলোর রঙ বদলায়, রাতের ত্বক মসৃণ হয় ধীরে।
তবুও বুকের ভিতর আলো জ্বলে,
“হয়তো এই রাতের শেষ ট্রেনেই আসবে সে।”

অপেক্ষা মানে আশা হারিয়ে ফেলা নয়,
এ এক ভালোবাসার গভীর প্রতিজ্ঞা।
যে আসুক বা না আসুক,
আমি থেকে যাবো – এই পথ, এই আলো, এই নিশ্বাসে।

17/07/2025

প্যারা

প্যারা এসে বসে মনে,
নিস্তব্ধ রাতের কোণে।
সব চাওয়া, সব স্বপ্ন,
হয় কেন অচেনা বেদনা!

প্যারা বলে – “থামো না তবু,
পথে নামো বারবার,
অশ্রুতে ভিজে যাও,
অন্তরে রয়ে যাও অবারিত দরবার।”

প্যারা কাঁদায়, শেখায় চুপচাপ থাকা,
ভাঙা হৃদয়ের শব্দহীন ব্যথা,
তবু প্যারা হারিয়ে যায় ভোরে,
যখন তুমি জেগে ওঠো নতুন আলোয় ভরে।

17/07/2025

🌸 শুভ সকাল 🌸

ভোরের রোদ হাসছে আকাশে,
নতুন দিনের আলো আসে।
ঘুম ভাঙা চোখে স্বপ্ন নিয়ে,
জীবন চলুক শান্তি পেয়ে।

পাখির গান জানায় খবর,
দিনটি হোক আশীর্বাদে ভর।
হৃদয়ে রেখো ভালোবাসা,
শুভ সকাল, থাকো আশায় ভাসা।

12/07/2025

🌙 স্বপ্ন

স্বপ্নরা আসে নীরব রাতে
আলোর মতো মন ছুঁয়ে যায়,
মরুভূমির তপ্ত বুকে
জলদানের আশায়।

স্বপ্নরা থাকে চোখে ভিজে
ভোরের রোদে হারিয়ে যায়,
তবু তারা পথ দেখায়
অন্ধকারেও ভরসা হয়।

জীবন যদি হয় নদীর স্রোত
স্বপ্ন তার নিরব ধারা,
যেখানে গিয়ে মিশে থাকে
সব আশা, সব তারা।

12/07/2025

চাঁদা চাওয়া – দুঃসহ ব্যথা সমাজের
না দিলেই মৃত্যু, এ কেমন অমানবিক সাজা?
একজন মানুষ, কত স্বপ্ন ছিল তার চোখে
তাকে পাথর ছুঁড়ে মেরে ফেললে –
হৃদয় কি তোমাদের আর জেগে থাকে?

পাথর নয়, কথা ছিল আমাদের হাতের শোভা
সহানুভূতি, সাহায্য, মমতা, ভালোবাসা।
কিন্তু অন্ধ ক্ষুধায়, হিংস্র লোভে
মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায় কখনও।
কে দিল তোমাদের এমন নির্মম অধিকার –
একটি প্রাণ ছিনিয়ে নেওয়ার?

আমি নিন্দা জানাই সেই নৃশংসতাকে
যেখানে ভয়ের চাপে মাথা নত করে মানুষ,
আমি ঘৃণা করি সেই অমানুষিক ক্ষমতা
যেখানে জীবন কিছুই নয়, শুধু হিসাবের অঙ্ক।
হে সমাজ, জাগো, পাথর নয় –
আজ আমাদের প্রয়োজন মানবিকতার আলো।

💪 পরিশ্রমপরিশ্রম কখনো মিছে যায় না,নিঃশব্দে ফোটে সে ফলের বাগান।অশ্রু, ঘাম, হতাশার গল্প,শেষে গড়ে অটল আত্মসম্মান।পরিশ্রম ...
09/07/2025

💪 পরিশ্রম

পরিশ্রম কখনো মিছে যায় না,
নিঃশব্দে ফোটে সে ফলের বাগান।
অশ্রু, ঘাম, হতাশার গল্প,
শেষে গড়ে অটল আত্মসম্মান।

পরিশ্রম মানে ভোরের পাখি,
ঘুম ভাঙার আগেই সে জেগে যায়।
স্বপ্ন বোনা দুই চোখে নিয়ে,
অজানা আকাশে ডানা মেলায়।

পরিশ্রম মানে নিঃশব্দ লড়াই,
হাজার না পারি শুনেও বাঁচা।
অদৃশ্য এক শক্তি, সঙ্গী হয়ে
হাঁটার সাহস শেখায় তাকে।

পরিশ্রমই পারে গড়তে জীবন,
অহঙ্কার নয়, শুধু বিশ্বাসে।
যে পথে সে অগ্রসর হয়,
সেই পথে জয় নেমে আসে।

09/07/2025

🌿 সততা

সততা মানে আকাশের মতো বিশাল,
যেখানে মিথ্যার কোনো কালো মেঘ নেই।
এটা হৃদয়ের শান্ত দীপ্তি,
যা অন্ধকারেও পথ দেখায় অবশেষে।

সততা মানে নির্ভীক থাকা,
যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও।
নিজেকে ছোট মনে না করে,
সত্যকে আগলে রাখাই তার পরম ঋণ।

সততা কখনো জয় চায় না,
কখনো বাহবা চায় না কোনো।
তবুও সে অনন্ত আস্থা বোনে,
মানুষের মনে, ঈশ্বরের সিংহাসনে।

সততা একটি সরল হাসি,
একটি পবিত্র হৃদয়ের সুর।
যে বাঁচতে জানে সত্যে ভর করে,
সে হয় জীবনের সবচেয়ে গুরুর

08/07/2025

দুর্বলতা

দুর্বলতা বলতে কিছু নেই,
আছে কেবল ভয়ের দেয়াল,
যেখানে মন নিজেই বাঁধে শিকল,
আর চোখে পরে পরাজয়ের জাল।

দুর্বলতা বলতে কিছু নেই,
সবই তো সময়ের খেলা,
যখন থেমে যায় আত্মবিশ্বাসের ঢেউ,
তখনই মনে হয় আমি একেলা।

দুর্বলতা বলতে কিছু নেই,
জীবন বারবার শেখায় দাঁড়াতে,
মাটিতে পড়ে বুঝি – আকাশও কাছে,
যদি মন চায় উড়তে, হার মানাতে।

দুর্বলতা আসলে শক্তিরই রূপ,
যা চাপা পড়ে অন্ধকারে,
তাকে আলো দেখালে, সে জ্বলে ওঠে
নতুন সূর্যের আকাঙ্ক্ষায় ও দ্বারে।

07/07/2025

সফলতা

পথটা কঠিন হবে জানি,
তবু পায়ে পায়ে হাঁটি;
হার না মানার অঙ্গীকারে
রোজ নতুন স্বপ্ন বাঁধি।

রাতের আঁধার দেখে ভয় পাই না,
আলো খুঁজে নিই বুকের ভেতর;
ঝড় এলে থেমে যাই না,
ভাঙনই যে গড়ার প্রহর।

সফলতা শুধু গন্তব্য নয়,
এ পথই সবচেয়ে বড়ো শিক্ষক;
হোঁচট, ব্যথা, ঘাম আর অশ্রু –
সবই তো বিজয়ের দিকপথ।

তাই স্বপ্নে আগুন জ্বেলে রাখি,
হার মানা মানে থেমে যাওয়া নয়;
যেখানে মন বলে – “আমি পারবোই”,
সফলতা সেখানেই জন্মলাভ করে।

Address

Sunamganj

Telephone

+8801720210381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Projapotir rang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share