22/07/2023
সুন্দর এই বিকালে কেন আজ এতটা নিঃসঙ্গ মনে হচ্ছে হে সুন্দরতম সুন্দর মানুষ।
বিকেলের আলোয় একটু কোলাহল ছেড়ে গ্রামের মেঠো পথে নিজেকে বের করে আনুন।
সূর্য পশ্চিমে ঢলে পরা দেখুন।
কতটা নিঃসঙ্গ হয়ে সে পশ্চিম আকাশে অস্থ যাচ্ছে। ধরণীর মায়া তাকে কাছে রাখতে পারেনি।দিন শেষে সে নিঃসঙ্গ হয়ে গেছে।
পাখির কোলাহল দেখুন।
নদীর ছুটে চলা দেখুন।
প্রকৃতির এই সৌন্দর্য দেখুন।
মন ভালো হয়ে যাবে।
লোকেশনঃলাঠিটিলা,জুড়ী, মৌলভীবাজার।