SD Jontu

SD Jontu স্রষ্টার সৃষ্টি ভালোবাসি।

স্বপ্নময় জীবন,অপূর্ণতায় ভরপুর
28/10/2025

স্বপ্নময় জীবন,অপূর্ণতায় ভরপুর

Miss u time...
07/10/2025

Miss u time...

এই হাসি আর আমার  মা এই দুইটাই আমার বেঁচে থাকার কারণ
02/09/2025

এই হাসি আর আমার মা এই দুইটাই আমার বেঁচে থাকার কারণ

21/08/2025

31/07/2025

"ওরে গৃহবাসী, খোল দ্বার খোল"
— গৃহবাসীর মন কি জানালা খুলেছে?

সদ্য প্রয়াত রতন খিয়ামের নাতনির সূত্রে গানটা আরেকবার শোনা হলো আমাদের অনেকের। চলেন একটু ডীপ ডিগ করি এই গানটার গভীরে।

রবীন্দ্রনাথ যখন লেখেন, “ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল”, তখন সেটা কেবল বসন্ত-বরণ নয়, এক গভীর আত্মিক জাগরণের ডাক।

এ গান প্রকৃতি আর হৃদয়ের একান্ত সংলাপ—যেখানে বাইরের ফুল-পাতার দোলন আর ভেতরের অন্তর্লীন স্পন্দন একসূত্রে বাঁধা।

কবি যে “লাগল যে দোল” বলছেন—এই দোল কেবল দোলযাত্রা নয়, এটি জীবনের প্রতি এক দোলাচল প্রেম।

পলাশ আর অশোকের রক্তিম হাসিতে যেমন প্রকৃতি নিজেই রঙে মাতোয়ারা, তেমনি প্রভাত-আকাশও ‘রাঙা নেশা’ ছড়ায়।

কবি বলেন, “নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল”—রঙও যেন ঢেউ হয়ে উঠছে, রঙও যেন সুর!

এই গান শুধু দৃশ্য নয়—শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ সবকিছুর মিলন। মৌমাছির গুঞ্জন এখানে “ভিখারির বীণা”, বাতাসে মিশে থাকা মাধবীলতার সুবাসে “বায়ু বিভোল”- প্রকৃতির আত্মা নিজে এসে হৃদয়কে নাড়িয়ে দিয়ে যাচ্ছে।

আর যে বারবার বলা হচ্ছে, “দ্বার খোল, দ্বার খোল”—সেটা কি শুধুই ঘরের দরজা?

নাকি শ্রোতার ভেতরের ভয়, আত্মকেন্দ্রিকতা আর ক্লান্তি ছুঁড়ে ফেলে জেগে ওঠার ডাক?

কবি সম্ভবত বলতে চাচ্ছেন, বসন্তের প্রকৃতি কেবল বাহ্যিক নয়—এ এক দর্শন: উদারতা, সৌন্দর্য, সহাবস্থান আর ভালোবাসার মিলন।

রাগ বিভাস ও বাউল–সুরের মিশেলে তৈরি হয় এমন এক সংগীত, যেখানে ভোরের নির্মলতা আর শিশুর আত্মার সরলতা মিলেমিশে এক আশ্চর্য প্রার্থনায় পরিণত হয়। দাদরা তাল সেই দোলকে আরও জাগিয়ে তোলে, শব্দ ও সুরে স্পন্দন তুলে।

এই গান রবীন্দ্রনাথের সেই কণ্ঠস্বর, যা আমাদের গৃহ–অন্তরে গৃহবাসী হয়ে থাকা মনটিকে বলে,
"এই তো জীবন! রঙে, সুরে, বাতাসে—দ্বার খোলো, প্রাণ খোলো, ভালোবাসো।"

---
রচনাকাল: ১৩৩৭ বঙ্গাব্দ (১৯৩১ খ্রিষ্টাব্দ)
রাগ: বিভাস-বাউল | তাল: দাদরা

#রবীন্দ্রনাথ

তিনি ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের!একটা নম্বর থেকে বার বার কল আসায় উনি রিসিভ করতেই বলে উঠল,আমি নোবেল কমিটির মুখপাত্র। পরক্...
19/07/2025

তিনি ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের!

একটা নম্বর থেকে বার বার কল আসায় উনি রিসিভ করতেই বলে উঠল,আমি নোবেল কমিটির মুখপাত্র। পরক্ষণে উনি বলেন,আমি ব্যস্ত,ক্লাস নিচ্ছি।

নোবেল কমিটির মুখপাত্র বললেন,বেশি সময় নিব না,আপনাকে অভিনন্দন জানাতে কল করেছি।

আপনি পদার্থ বিজ্ঞানে চলতি নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন,অনেক অভিনন্দন আপনাকে।

এতটুকু বলেই উনি ফোন রেখে যথারীতি পুরো ক্লাস নিয়েছেন,ততক্ষণে পুরো ভার্সিটিতে তাঁর নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ে।

তাঁর কলিগস,শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জড়ো হয়ে তাঁর জন্য অপেক্ষা করে।

উনি ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই সবাই হাত তালি দিয়ে অভ্যর্থনা জানায় তাকে।

কতটা ডেডিকেটেড শিক্ষক উনি,বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারে খবর পেয়েও আনন্দ উচ্ছ্বাস চেপে রেখে শিক্ষার্থীদের পুরো ক্লাস শেষ করে তাঁর দায়িত্ব ও কর্তব্য আগে পালন করেছেন।

কী সুন্দর দৃশ্য।

আমাদের দেশে এমনটা ভাবা চিন্তা করা মুশকিল।
অন্তরগাঢ় শ্রদ্ধা।
#সংগৃহীত ゚

Smile Verry Helpful 😍🤩
04/07/2025

Smile Verry Helpful 😍🤩

22/06/2025

কখন কি ভেবেছেন এরকম নিউজ বাংলাদেশে হবে।

দিরাই  থানা পয়েন্ট রোড
21/06/2025

দিরাই থানা পয়েন্ট রোড

Address

Sunamganj
3040

Alerts

Be the first to know and let us send you an email when SD Jontu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share