Abdur Rab Sajal

Abdur Rab Sajal Content creator

05/09/2025

নৌকা তীরের খুব সন্নিকটে

বেলা ডুইবা যায়
05/09/2025

বেলা ডুইবা যায়

31/08/2025
বহুদিন পর একসাথে
26/08/2025

বহুদিন পর একসাথে

25/08/2025

লাশ ভাসে মেঘনা
লাশ ভাসে মেদা
সারা দেশে মবে মৃত্যু
বিচার চলছে মঙ্গা।

24/08/2025
17/08/2025

কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।

15/08/2025

৩২
ধানমন্ডি

মহাশক্তি

স্বর্গীয় পথযে পথটা কাঁদে বৃষ্টির ফোঁটায়,যেখানে কাদামাখা ছোটবেলার পায়ের ছাপ আজো রয়ে গেছে...সে পথটা কোনো রাজপথ নয়—মায়ের আঁ...
05/08/2025

স্বর্গীয় পথ

যে পথটা কাঁদে বৃষ্টির ফোঁটায়,
যেখানে কাদামাখা ছোটবেলার পায়ের ছাপ আজো রয়ে গেছে...
সে পথটা কোনো রাজপথ নয়—
মায়ের আঁচলের মতো এক নিঃশব্দ নিরাপদ আশ্রয়।

পিছনে পড়ে থাকা কুড়ানো শাপলা, হাতে ধরা বৃষ্টির জল,
সেই ঘর, সেই গাছ, সেই কর্দমাক্ত পথ—
সবকিছু মিলে যেন এক টুকরো স্বর্গই তো!
এই পথেই ছিল প্রথম ভেজা প্রেমের সন্ধ্যা।

আজ দূরে শহর, দূরে আলো,
তবু হৃদয়ের গভীরে এই মাটির পথেই আমি আজো বন্দী।
কারণ এখানে ফিরে এলে চোখে জল আসে,
আর মন বলে—
"এটাই তো আমার আপন, এটাই স্বর্গের পথ।"

#স্বর্গীয়_পথ #প্রেম_ও_প্রকৃতি #গ্রামের_টান #বৃষ্টি_ভেজা_স্মৃতি #শৈশব

আসেন,খুশির ঠেলা হাসি 😄😄😄
23/06/2025

আসেন,খুশির ঠেলা হাসি 😄😄😄

10/12/2024

জয় বাংলা

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rab Sajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share