YK'S ZONE BD

YK'S ZONE BD আমাদের লক্ষ্য সুস্থ ধারার বিনোদন

সফল হউক 🇵🇸❤️🇧🇩
15/04/2025

সফল হউক 🇵🇸❤️🇧🇩

10/12/2024

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ সম্পর্কে আজ সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে কি বললেন শায়খ আহমদ বিন ইউসুফ আল আযহারী হাফিজাহুল্লাহ।
Eusuf Khan #ফুলতলী #কিরাত_সম্মেলন_সিলেট #শায়খ_আহমদ_বিন_ইউসুফ_আল_আযহারী

09/12/2024

যোহরের ওয়াক্তে ফুলতলী ছাহেববাড়ি জামে মসজিদে মধুর আযান।

চিত্র: হুসাইনিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 'মাদরাসায় উচ্চশিক্ষা সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখ...
22/11/2024

চিত্র: হুসাইনিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 'মাদরাসায় উচ্চশিক্ষা সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম।

১৬ নভেম্বর ২০২৪ | শনিবার | কনফারেন্স হল।

হুসাইনিয়া ছাত্র সংসদের 'মাদরাসায় উচ্চশিক্ষা সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিতমাদরাসা রাষ্ট্রের জন্য নৈতিক মূল্যবো...
17/11/2024

হুসাইনিয়া ছাত্র সংসদের 'মাদরাসায় উচ্চশিক্ষা সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদরাসা রাষ্ট্রের জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও সুনাগরিক তৈরি করছে -মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন বর্তমানে মাদরাসা উচ্চশিক্ষায় অসংখ্য সংকট রয়েছে, তন্মধ্যে প্রধান সংকট হচ্ছে শিক্ষার্থীদের পাঠ বিমুখতা, পূর্বের ন্যায় ছাত্ররা শ্রেণীকক্ষে উপস্থিত না হওয়া। তবে মাদরাসাগুলো সমাজ ও দেশের জন্য এখনো নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও সুনাগরিক তৈরি করছে। মাদরাসায় উচ্চশিক্ষা গ্রহণ করে কেউ দুর্নীতি পরায়ণ হয়েছে এমন নজীর নেই। এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থার উত্থান হয়েছে মাদরাসা শিক্ষার মাধ্যমে, পরবর্তীতে বৃটিশরা এদেশে শিক্ষা ব্যবস্থায় বিভাজন তৈরি করছে যা এখনো চলমান রয়েছে। কয়েকটি শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিচালিত দেশে একক একটি শিক্ষা ব্যবস্থার উন্নতি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়, আর শাসক দল ইসলামি ভাবধারার না হলে তা খুবই কঠিন। তবে পরিবার থেকে নিয়ে সব জায়গায় ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারলে সমূহ সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, মাদরাসায় উচ্চশিক্ষা সংকটের জন্য মাদরাসা শিক্ষকরা প্রথমে এগিয়ে আসতে হবে, ছাত্রদের ক্লাসমূখী করতে হবে। গবেষণালব্ধ জ্ঞান আহরণের সুযোগ করে দিতে হবে, মাদরাসা মৌলিকত্ব ঠিক রেখে সিলেবাস সংযোজন বিয়োজন করতে হবে। তিনি গতকাল ১৬ নভেম্বর, শনিবার বাদ যোহর, প্রাচীনতম দ্বীনী দরসগাহ ঐতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কনফারেন্স হলে হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত 'মাদরাসায় উচ্চশিক্ষা সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।

মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. ছালেহ আহমদ বেতকোণীর সভাপতিত্বে ও হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস মুহাম্মদ ইউসুফ খানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা মো. গোলাম মওলা, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লব, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হরমুজ আলী, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা নজির আহমদ হেলাল, ফুলতলী আইডিয়াল একাডেমি ঢাকার পরিচালক মাওলানা শাহীদ আহমদ। শাহ সূফি মুজাম্মিল আলী (রহ.) দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, ফতেহপুর কামিল মাদরাসার প্রভাষক (আরবি) মাওলানা মো. মকবুল হোসাইন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক উবায়দুর রহমান শাহান, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামীম আহমদ, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, ইবি. শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মুহাম্মদ দিলোয়ার হোসাইন, মো. আব্দুল হান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদরুল ইসলাম, বিশ্বনাথ (উত্তর) উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. শাহীনূর আমীন, সাবেক শিক্ষার্থী মাওলানা আব্দুর রহমান, দারুল হিফজ সৎপুরের শিক্ষক সাজ্জাদ আহমদ, লামাকাজী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-অফিস সম্পাদক বায়েজীদ আহমদ, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি আব্দুল মুকিত জুমান, এজিএস ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাকদ জহুর উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া সোহাগ, মো. গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক লায়েক আহমদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ- প্রচার সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের, ছাত্রকল্যাণ সম্পাদক হাফিজ মোস্তাক আহমদসহ হুসাইনিয়া ছাত্র সংসদ ও তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীলবৃন্দ।

দারুল হাদিসের মুবারক আয়োজন সফল হউক।
20/10/2024

দারুল হাদিসের মুবারক আয়োজন সফল হউক।

আপনারা আমন্ত্রিত।
30/09/2024

আপনারা আমন্ত্রিত।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when YK'S ZONE BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category