ছেঁড়া ঘুড়ি

ছেঁড়া ঘুড়ি এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি।
(12)

17/08/2025

Old Ripon Mia .

17/08/2025

আবেগের শহরে, অনুভূতিগুলো বড্ডবেশি বে'হায়া হয়ে ঘুরে।🙂

17/08/2025

একটা আপসোস কি জানো বহু দিন হয়ে গেল,তুমি আর খুঁজ নিলে না !😔

16/08/2025

Lake days feel like heaven on earth.

16/08/2025

যত ঘনিষ্ঠই হোক, যে কেউ হঠাৎ বদলে যেতে পারে। শান্তি খুঁজে পেতে পরিবর্তনকে মেনে নেওয়াই শ্রেয়।'🖤

16/08/2025

হঠাৎ কোনো একদিন তুমি, আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোন উপন্যাস!

16/08/2025

বলেন দেখি কোথায় যা-ই,

16/08/2025

কিছু পরিস্থিতি এমন হয় যেটা থেকে চাইলেই নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না। মনে হয় এই বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তবুও নিজকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা।

অবশেষে মনে হয়; আমি কি সত্যিই এসবের প্রাপ্য যা আমার সাথে হয়?

15/08/2025

মানুষ এতো আগ্রহ নিয়ে বাঁচে কীভাবে?আমার ভেতর কিছুই নেই এখন,না আগ্রহ,না আশা,না প্রশ্ন।সকালে ঘুম ভাঙে রাতে ঘুমাই,বাকি সময় শুধুই কেটে যায়।
জীবনের সাথে সম্পর্কটা এখন শুধু নীরব সহ্য!

15/08/2025

একদিন বাড়ি ছাড়লাম, তারপর আর ওরকমভাবে বাড়ি ফেরা হয় না। দীর্ঘদিন যাবো যাবো করে আর ঘরে ফেরা হয়নি, কর্ম জীবন শত-ব্যস্ততা দায়িত্ব রেখে আর বাড়ি ফেরা হয় না। বাড়ির কথা ভীষণ মনে পড়ে। ওই যে কারা জানি বলতো, একবার বাড়ি থেকে বের হলে ওইভাবে আর বাড়িতে ফেরা হয় না।

15/08/2025

Me & others,

15/08/2025

"শুক্রবার দুরুদ পাঠের দিন।

জুম্মা মোবারক ;🌻

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছেঁড়া ঘুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছেঁড়া ঘুড়ি:

Share