28/05/2025
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশেকালে তিন হিজড়া আটক।
দুপুরে ১ টা সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ পেকপাড়া বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেকপাড়া নামক স্থানে ভারত হতে বাংলাদেশে আসার সময় ০৩ জন বাংলাদেশী নাগরিক (হিজড়া) আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকগন (১) মো: দুলাল মিয়া (অহনা) (৫০), পিতা-মৃত শামছু মিয়া, গ্রাম-ফতুল্লা, পো:-কালীবাজার, থানা-নারায়নগঞ্জ, জেলা-ঢাকা এর বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং ভারতীয় আধার কার্ড আছে, (২) মো: জীবন (রাত্রি) (২৩), পিতা-মো: আনসার আলী, গ্রাম-বন্দর, পো:-নারায়নগঞ্জ, থানা-নারায়নগঞ্জ, জেলা-ঢাকা এর বাংলাদেশী জন্ম নিবন্ধন এবং ভারতীয় আধার কার্ড আছে, (৩) মো: লিটন মিয়া (পায়েল) (৩৫), পিতা-মো: খেলু মিয়া, গ্রাম-মধ্যপাড়া, পো:-ব্রাহ্মনবাড়ীয়া, থানা-ব্রাহ্মনবাড়ীয়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া এর বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র আছে। সকলেরই উল্লেখিত বাংলাদেশী ঠিকানায় নিকটআত্মীয় রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, তারা আনুমানিক ৭-৮ বছর পূর্বে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমন করত: নয়াদিল্লীতে বসবাস করতো এবং উক্ত স্থানে নাচ গান করে জীবিকা নির্বাহ করতো। বর্তমান পরিস্থিতিতে ভয়ে ভারতীয় দালালের মাধ্যমে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে তারা পেকপাড়া বিওপির টহল দল কর্তৃক ধৃত হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে (হিজড়া) দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
#সুনামগঞ্জ ゚