
05/07/2025
🌿 হাদিসের আলো 🌿
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা দুনিয়াতে এমন জীবন যাপন করো যেন তোমরা একজন ভ্রমণকারী অথবা পথিক।”
📚 [সহীহ বুখারী: ৬৪১৬]
🔹 দুনিয়া চিরস্থায়ী নয়।
🔹 সবকিছু একদিন ছেড়ে চলে যেতে হবে।
🔹 তাই যেভাবে একজন পথিক প্রয়োজনীয় জিনিসই সাথে রাখে,
তেমন আমরাও আখিরাতের জন্য প্রয়োজনীয় আমল করেই চলি।
🤲 আল্লাহ আমাদের দুনিয়ায় সহজ জীবন আর আখিরাতে চির শান্তি দান করুন। আমিন।
#হাদিস #ইসলামিকপোস্ট #দুনিয়া_অস্থায়ী #হাদিসের_আলো #আখিরাত