Saidul Munna001

Saidul Munna001 ✨ ইসলামের আলো ছড়িয়ে দেই 💫
🤲 ইমান, আমল ও দোয়ার শক্তি 💖
📿 দৈনন্দিন ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণা
Saidul Munna001 পেইজের সঙ্গেই থাকুন।

🌿 হাদিসের আলো 🌿রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“তোমরা দুনিয়াতে এমন জীবন যাপন করো যেন তোমরা একজন ভ্রমণকারী অথবা পথিক।”📚 [সহীহ বুখার...
05/07/2025

🌿 হাদিসের আলো 🌿

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা দুনিয়াতে এমন জীবন যাপন করো যেন তোমরা একজন ভ্রমণকারী অথবা পথিক।”
📚 [সহীহ বুখারী: ৬৪১৬]

🔹 দুনিয়া চিরস্থায়ী নয়।
🔹 সবকিছু একদিন ছেড়ে চলে যেতে হবে।
🔹 তাই যেভাবে একজন পথিক প্রয়োজনীয় জিনিসই সাথে রাখে,
তেমন আমরাও আখিরাতের জন্য প্রয়োজনীয় আমল করেই চলি।

🤲 আল্লাহ আমাদের দুনিয়ায় সহজ জীবন আর আখিরাতে চির শান্তি দান করুন। আমিন।

#হাদিস #ইসলামিকপোস্ট #দুনিয়া_অস্থায়ী #হাদিসের_আলো #আখিরাত

01/07/2025

আল্লাহর রহমত আছে বলেই
এখনো সুস্থতা নিয়ে বেচে আছি।
আলহামদুলিল্লাহ 🌸🕋

01/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

📖 একজন গরিব লোক ও তার দোয়ার উত্তর 🕊️একবার এক গরিব লোক অনেক কষ্টে দিন কাটাচ্ছিল।তার ঘরে খাবার নেই, পরনের কাপড় ছেঁড়া, সন্ত...
28/06/2025

📖 একজন গরিব লোক ও তার দোয়ার উত্তর 🕊️

একবার এক গরিব লোক অনেক কষ্টে দিন কাটাচ্ছিল।
তার ঘরে খাবার নেই, পরনের কাপড় ছেঁড়া, সন্তানদের ক্ষুধার কান্না থামছে না।

এক রাতে সে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল:

"হে আল্লাহ! আমি কিছু চাই না, শুধু আমার কষ্টগুলো তোমার কাছে রেখে গেলাম। তুমি জানো আমার প্রয়োজন।"

সকাল হলে দরজায় কড়া নাড়ল এক অচেনা মানুষ।
বলল,
"ভাই, আমি গতরাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কাউকে সাহায্য করতে হবে। কেমন করে যেন তোমার নাম মনে হলো। এই নাও কিছু খাবার, টাকা আর কাপড়।"

গরিব লোকটি হতবাক হয়ে গেল।
চোখে পানি নিয়ে শুধু বলল:

"আল্লাহ কখনো চুপ থাকেন না। আমরা চুপ হয়ে গেলেও, তিনি শুনে যান।"

---

🌿 শিক্ষা:
আল্লাহ সবকিছু জানেন, দেখেন এবং শুনেন।
আমরা কেবল ধৈর্য রাখি, আর তাঁকে ডাকি।
তিনি সঠিক সময়েই জবাব দেন — অনেক সুন্দরভাবে। 💖

#ইসলামিককাহিনি
#আল্লাহরউপরভরসা
#দোয়ারজবাব

#সেজদারশান্তি
#ইসলামিকমোটিভেশন

27/06/2025

🕋 "যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজাই হয় একমাত্র ভরসা।" 🕊️
অন্ধকারে আলো খোঁজার চেয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়াই শ্রেষ্ঠ সমাধান।

🤲 ভরসা রাখুন আল্লাহর উপর। তিনি কখনো নিরাশ করেন না।

📌 পেইজ: Saidul Munna 001

#আল্লাহরউপরভরসা
#ইসলামিকমোটিভেশন
#মনে_শান্তি
#দোয়া_করুন

জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর রহমত আমাদের ঘিরে আছে, শুধু আমাদের তা অনুভব করতে হবে। যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় সব পথ...
26/06/2025

জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর রহমত আমাদের ঘিরে আছে, শুধু আমাদের তা অনুভব করতে হবে। যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় সব পথ বন্ধ, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের জন্য কোনো না কোনো দরজা খুলে রাখেন।
তাঁর ওপর ভরসা রাখুন। আপনার প্রতিটি চেষ্টা, প্রতিটি দোয়া তাঁর কাছে পৌঁছে যায়। ধৈর্য ধরুন, নিশ্চয়ই প্রতিটি কঠিন সময়ের পরেই আসে স্বস্তি। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য যা রেখেছেন, তাই আপনার জন্য উত্তম।
চলুন, এই শুক্রবার পবিত্র দিনে আমরা নিজেদের আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি।
"আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।" (সূরা ইউসুফ: ৮৭)

#ইসলামিক_মোটিভেশন #আল্লাহর_ভরসা #ধৈর্য #সৃষ্টিকর্তা #শান্তি #ইসলাম #মুসলিম #আলহামদুলিল্লাহ #আস্থা #রমজান #ইসলামিক_উপদেশ

🕋 আল্লাহর উপর ভরসা রাখো 🕊️যে মানুষ সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে,আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন,যেখান থেকে তার ...
25/06/2025

🕋 আল্লাহর উপর ভরসা রাখো 🕊️

যে মানুষ সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে,
আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন,
যেখান থেকে তার কল্পনাও ছিল না।

🌿 হতাশ হইও না। তুমি আল্লাহর বান্দা।
তোমার প্রত্যেকটি কান্না, দোয়া, চেষ্টাকে তিনি দেখেন ও জানেন।
যে সময়টি এখন তোমার কষ্টের,
এটাই একদিন তোমার সফলতার গল্প হবে ইনশাআল্লাহ।

✨ সবর করো, দোয়া করো, এবং এগিয়ে চলো।
আল্লাহ কখনো তাঁর বান্দাকে একা ফেলে দেন না।

---

#ইসলামিকমোটিভেশন #আল্লাহ_ভরসা #সবর #দোয়া

"কষ্ট যখন বাড়ে, তখন আল্লাহ কাছে আসার সুযোগও বাড়ে।"কখনো মনে হয় জীবন থেমে গেছে, চারপাশে অন্ধকার।তখনই মনে রাখো—আল্লাহ্‌ সবচ...
23/06/2025

"কষ্ট যখন বাড়ে, তখন আল্লাহ কাছে আসার সুযোগও বাড়ে।"

কখনো মনে হয় জীবন থেমে গেছে, চারপাশে অন্ধকার।
তখনই মনে রাখো—
আল্লাহ্‌ সবচেয়ে বেশি পরীক্ষা নেন তাদের, যাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন।

❝فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا❞
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি" (সূরা ইনশিরাহ: ৬)

🕋 একটুখানি ধৈর্য ধরো, নামাজে দাঁড়াও, চোখের পানি ফেলো শুধু আল্লাহর সামনে।
তুমি ভেঙে পড়নি, তুমি গড়ার পথে আছো!

➡️ কষ্টের মাঝেও হাসো — কারণ আল্লাহ তোমার পাশে আছেন ❤️

---

🖤 জীবন একদিন থেমে যাবে…তখন টাকাপয়সা, ফেসবুক ফলোয়ার, স্ট্যাটাস – কিছুই কাজে আসবে না।👉 কাজে আসবে শুধু আমল,👉 মনে থাকবে কারো...
23/06/2025

🖤 জীবন একদিন থেমে যাবে…
তখন টাকাপয়সা, ফেসবুক ফলোয়ার, স্ট্যাটাস – কিছুই কাজে আসবে না।

👉 কাজে আসবে শুধু আমল,
👉 মনে থাকবে কারো ভালো ব্যবহার,
👉 আর রয়ে যাবে কিছু ভালো কাজের ছাপ।

আজকে একটু ভালো হই,
কাউকে ক্ষমা করি,
একটু সদাচরণ করি।
কারণ —
সময় ফুরিয়ে আসছে…

🕋 ইসলামিক মোটিভেশনাল পোস্ট 🕋"আল্লাহর রহমত কখনো শেষ হয় না..."🌙 যখন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়,🕊️ তখন আল্লাহ বলেন — "আ...
22/06/2025

🕋 ইসলামিক মোটিভেশনাল পোস্ট 🕋
"আল্লাহর রহমত কখনো শেষ হয় না..."

🌙 যখন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়,
🕊️ তখন আল্লাহ বলেন — "আমি আছি, তুমি শুধু ডাকো!"

📖 "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
— (সুরা আল-বাকারা: ১৫৩)

🤲 কখনো হার মানো না,
তোমার কান্না, দুঃখ, চুপ থাকা — সবই আল্লাহ জানেন।
তুমি শুধু নামাজে মন দাও, দেখবে জীবন বদলে যাচ্ছে...

#আল্লাহর_রহমত

Address

South
Sunamganj
SUNAMGANJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Munna001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share