দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ।

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ।

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ। আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে

16/12/2024

Kick off Your Child’s Potential at First Step International School !
🌠Established in 2023, Sylhet first school which has been offering activity-based learning (Montessori), instead of passive learning & memorization FSIS kids engage in interactive activities that promote critical thinking, problem-solving & creativity.💥✨💫

🎓 Sylhet's Leading lnternational School - Offering world-class education focused on academic excellence, character development, and creativity. Our International customized curriculum is designed to prepare students for a global future, shaping them into confident, capable leaders.

Join our vibrant community to provide your child with a unique and supportive learning environment.

📞 Enroll Today! For admissions and inquiries, call us at 01715-932254 /01896409417

মহান 🇧🇩বিজয় দিবস ২০২৪লাখো শহীদদের প্রতিবিনম্র শ্রদ্ধাজ্জলী💕
16/12/2024

মহান 🇧🇩বিজয় দিবস ২০২৪
লাখো শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধাজ্জলী💕

06/12/2024
 #আমরা_গভীরভাবে_শোকাহতছাতকের কৃতি সন্তান,ছাতক সমিতি সিলেটের সাবেক সহ সভাপতি, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাবেক...
28/09/2024

#আমরা_গভীরভাবে_শোকাহত

ছাতকের কৃতি সন্তান,ছাতক সমিতি সিলেটের সাবেক সহ সভাপতি, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যস্হ বিশিষ্ট কমিউনিটির কমিউনিটি নেতা রাজনীতিবিদ, সমাজকর্মী জনাব আলাউদ্দীন আহমদ মুক্তা'র সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার সহধর্মিণীকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পারিষদ আঞ্চলিক কমিটির এক সভা বিগত ১৪/৭/২০২৪ স্হানীয় সিরাজগন্জ বাজারে বিকাল ৪ ঘটিকার সময় অনু...
15/07/2024

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পারিষদ আঞ্চলিক কমিটির এক সভা বিগত ১৪/৭/২০২৪ স্হানীয় সিরাজগন্জ বাজারে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মূর্শেদ চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব দবিরুল ইসলাম দবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক শফিক আহমদ, অর্থ সম্পাদক এ টি এম তারেক, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুনসুর আলী, আলী হোসেন মানিক, জনাব আরজক আলী, জনাব প্রমুখ।

দক্ষিণ ছাতকবাসীর দাবি,             #দক্ষিণ_ছাতক_উপজেলা জাউয়া বাজারে নয়, উপজেলার সদর দপ্তর হবে  #সিরাজগঞ্জ_বাজারে। 🔰জাউয়া...
12/07/2024

দক্ষিণ ছাতকবাসীর দাবি,
#দক্ষিণ_ছাতক_উপজেলা
জাউয়া বাজারে নয়, উপজেলার সদর দপ্তর হবে #সিরাজগঞ্জ_বাজারে।

🔰জাউয়াবাজার নয়, পুরো এলাকার নামেই উপজেলা চান দক্ষিণ ছাতকবাসী, যার নাম হবে দক্ষিণ ছাতক উপজেলা, আর এ উপজেলার কেন্দ্র হবে সিরাজগঞ্জে। শুক্রবার (৫ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দক্ষিণ ছাতকবাসী।

🔰দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি জনাব আ,ন,ম ওহিদ কনাা মিয়ার সভাপতিত্নে, ও সভাপতির পক্ষে লিখিত বক্তব্য রাখেন পরিষদের সাবেক সদস্য সচিব অধ্যাপক খসরুজ্জামান, সভা পরিচালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব ছাদিকুর রহমান ছাদিক।

🔰সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তব্য রাখেন , যুক্তরাজ্য উপজেলা বাস্তবায়ন পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব জামাল উদ্দিন মখদ্দুছ, সহ সভাপতি যথাক্রমে জনাব আব্দুল হান্নান, জনাব আলহাজ্ব আজমান আলী, জনাব দবিরুল ইসলাম দবির, সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মূর্শেদ চৌধুরী,,অর্থ সম্পাদক জনাব এ টি এম তারেক,যুগ্ম সম্পাদক ,জনাব শফিক আহমদ, জনাব তোফায়েল আহমেদ, জনাব পিয়ার আলী, জনাব আব্দুল মতিন,। পরিষদের সদস্য জনাব এখলাছুর রহমান, জনাব উবায়দুল হক শাহীন, জনাব সায়েম আহনদ, সহকারী অধ্যাপক সালেহ আহমদ, সৈয়দ মুনসুর আলী,জনাব আবু শামীম,জনাব ওসমান আলী,জনাব শায়েস্তা মিয়া, জনাব আতিকুর রহমান ও জনাব আবু জাবের,প্রমুখ।

🔰দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে গত ২২ জুন সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ছাতক উপজেলাকে বিভক্ত করে জাউয়া বাজার উপজেলা নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবি উত্থাপন করেন। তার এ প্রস্তাবে ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার সর্ব দক্ষিণ প্রান্তের ৬টি ইউনিয়ন তথা দোলার বাজার, ছৈলা আফজালাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত দক্ষিণ ছাতক জনপদ। এ জনপদের দক্ষিণ প্রান্ত থেকে ছাতক উপজেলা সদর প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ অঞ্চলের দোলার বাজার, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের পূর্ব-দক্ষিণ পার্শে বিশ্বনাথ ও জগন্নাথপুর উপজেলা। এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে ভাতগাঁও ও জাউয়া বাজার ইউনিয়নের সীমানা ঘেঁষা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়ক -যা জগন্নাথপুর উপজেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং তার পশ্চিমে জাউয়া বাজার ইউনিয়ন যা শান্তিগঞ্জ উপজেলার সীমানা ঘেঁষা থাকায় নিজ উপজেলার সাথে সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে। এ কারণে ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের জনগণ ১৯৫৬ সাল থেকে দক্ষিণ ছাতক নামে একটি স্বতন্ত্র প্রশাসনিক থানা ও পরবর্তীতে প্রশাসনিক উপজেলা স্থাপনের জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণাঞ্চল নিয়ে গঠিত ‘দক্ষিণ ছাতক উপজেলা’ নামে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ এবং যুক্তরাজ্যে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে গঠন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এ দুটি সংগঠন দেশে এবং বিদেশে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। আমদের এই বৃহৎ অঞ্চলে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস। এই ৬টি ইউনিয়নের জনগণের আনুষ্ঠানিক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে মধ্যবর্তী ও সুবিধাজনক মনে করে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটের খাল নদীর দক্ষিণ পার্শ্বের স্থানকে প্রস্তাবিত দক্ষিণ ছাতক উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান নির্ধারিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ বাজারটি এ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় সমগ্র দক্ষিণ ছাতকের সঙ্গে এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। নদী পথ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক থাকায় বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।
🔰সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ ছাতকবাসীর প্রাণের দাবি দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

11/07/2024
অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন চাই। সে দিন ৫ জুলাই ২০২৪। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এর দাবীতে সংবাদ সম্মেলন এর ...
11/07/2024

অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন চাই।

সে দিন ৫ জুলাই ২০২৪।
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন এর দাবীতে সংবাদ সম্মেলন এর পঠিত বক্তব্য।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share