Mehrin Afruj Muskan Mahfuja

Mehrin Afruj Muskan Mahfuja তোমার স্বপ্নের পিছনে ছুটো
এতটাই ছুটো.......
যেন লোকে তোমাকে ছুঁতে পারাকে
স্বপ্ন পূরন ভাবে।

যতগুলো টিপ তত গুলো পর্দা 😒এ কোনো সাধারন পর্দা নয় লা 😁
17/04/2025

যতগুলো টিপ তত গুলো পর্দা 😒
এ কোনো সাধারন পর্দা নয় লা 😁

18/07/2024

18/07/2024

সরকারি চাকরিতে কৌটা মানে যোগ্যতার অবমাননা করা। যারা মুক্তিযোদ্ধার কৌটা নিয়ে তাদের ছেলে মেয়ে বা নাতিরা সুযোগ সুবিধা গ্রহণ করে তাদের লজ্জা হওয়া উচিত। কারণ তারা কাজের জন্য যোগ্য না আর কৌটা বহাল রাখা ও রাষ্ট্রের ব্যর্থতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে, আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর চাটার দলরা সব খেয়ে ফেলে। আর সেই চাটার দলরা হলো সেইসব কৌটা গ্রহণকারী। যাদের নেই কোনো যোগ্যতা কিন্তু চেটে খেতে ওরা ওস্তাদ। বাংলাদেশের অবস্থা হলো যোগ্যদের তাড়িয়ে দেওয়া আর অযোগ্যদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া। কৌটা যদি বহাল থাকে তাহলে এইসব শিক্ষাপ্রতিষ্ঠান তুলে দেওয়া উচিত, পড়ালেখা করার কোনো দরকার নেই। আর যারা কৌটা চায় তাদের যদি বিন্দুমাত্র লজ্জাও থাকে তাহলে এদের কিছু বলা নেই। কারণ পশু আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কোনো কিছুর যোগ্য না কিন্তু আমাকে যদি অযোগ্য স্থানে বসানো হয় আমার দ্বারা ক্ষতি ছাড়া কিছু হবে না। কৌটা বহাল রাখার মধ্য দিয়ে রাষ্ট্রের যোগ্য নাগরিকদের অযোগ্য ঘোষণা করা হলো। তাই সেইসব অযোগ্য নাগরিকদের উচিত ভিন্ন পথ দেখা আর বিদ্রোহের পথ বেছে নেওয়া। আমার সমর্থন ও সর্বোচ্চ চেষ্টা কৌটা বিরুধী আন্দলোনকারীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু ছিলেন একজন বিদ্রোহী এবং অন্যায়ের সাথে আপোষহীন আর তার সেই লক্ষ্যে কাজ করে যাওয়া মুজিবপ্রেমীদের দায়িত্ব।

#কৌটাবাতিলচাই #কৌটাআন্দোলনসফলহোক

২৫ শে মার্চ যখন এসেছে ১৬ ই ডিসেম্বর ও আসবে ইনশাআল্লাহ
15/07/2024

২৫ শে মার্চ যখন এসেছে ১৬ ই ডিসেম্বর ও আসবে ইনশাআল্লাহ

15/07/2024

তার মেয়ের স্বামী রাজাকারের ছেলে। ছেলের বৌ আমেরিকান খ্রিস্টান। বোনের মেয়ের স্বামী ব্রিটিশ, বোনের ছেলে বৌ ব্রিটিশ । বোন কানাডার নাগরিক , আর এই পরিবারই এদেশের মানুষকে শেখায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও ধর্মীয় আদর্শ। ভন্ড কাকে বলে !!?

সৎ হোন, সুন্দর থাকুন, আগাছা না হয়ে ফুল হোনসবাইকে জুম্মা মোবারক 🕋❤️
14/06/2024

সৎ হোন, সুন্দর থাকুন, আগাছা না হয়ে ফুল হোন
সবাইকে জুম্মা মোবারক 🕋❤️

সুভ সকাল 🌞  &               জুম্মা মোবারক 🕋❤️
17/05/2024

সুভ সকাল 🌞 &
জুম্মা মোবারক 🕋❤️

আফসোসসে তো মারা ই গেছে কি দরকার ৩-৪ হাজার টাকা খরচ করে এম্বুলেন্স ভাড়া করে বাড়িতে নেওয়ার?? যেখানে ৩০০ টাকা হলে সি এন জি ...
13/05/2024

আফসোস
সে তো মারা ই গেছে কি দরকার ৩-৪ হাজার টাকা খরচ করে এম্বুলেন্স ভাড়া করে বাড়িতে নেওয়ার??
যেখানে ৩০০ টাকা হলে সি এন জি করে নেওয়া যায়।

যেখানে আপনার মরা দেহের মুল্য ৩০০ টাকার মধ্যে সীমাবদ্ধ কিসের এত অহংকার এই দুনিয়ায় আপনার? কিসের বাহাদুরি দেখান??

সময় এখনো আছে আল্লাহর রাস্তায় ফিরে আসুন কারন আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে

নারীর কেন প্রয়োজন স্বামীর????মনোচিকিৎসক এর চেম্বারে,অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ন...
03/05/2024

নারীর কেন প্রয়োজন স্বামীর????

মনোচিকিৎসক এর চেম্বারে,
অবিবাহিত নারী: আমি বিয়ে করতে চাই না, আমি শিক্ষিত, স্বাধীন এবং আত্ননিভরশীল । আমার স্বামীর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার মা বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, এখন আমি কি করবো???

মনোচিকিৎসক: আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন! কিন্তু কোন এক সময় আপনি ঠিক যা চান তা হবে না। কিছু উল্টাপাল্টা কিছু ভুল হবে ই।কখনো কখনো হয়তো ব্যর্থ হবেন, পরিকল্পনামাফিক কাজ হবে না। কখনো কখনো আপনার ইচ্ছা পূর্ণ হবে না, তখন কাকে দোষ দিবেন?? নিশ্চয়ই নিজেকে না??!!

মহিলা: কখনো ই না!!
মনোচিকিৎসক:হ্যা ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার।যাতে সব দোষের দায়ভার স্বামীর গায়ে চাপাতে পারেন!!

দোষ চাপানোর জন্য হলেও একটা স্বামী দরকার!

©

আলহামদুলিল্লাহ ♥️💓❤️ শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক দাঃ বাঃ মুক্ত বাতাসে।
03/05/2024

আলহামদুলিল্লাহ ♥️💓❤️
শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক দাঃ বাঃ মুক্ত বাতাসে।

02/05/2024

আবেগটা একটু কমান ভাই
নিজেকে কন্ট্রোল করেন
গেইট পার হতে দেন।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehrin Afruj Muskan Mahfuja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehrin Afruj Muskan Mahfuja:

Share