Golam Mawlaㅡগোলাম মাওলা

Golam Mawlaㅡগোলাম মাওলা আমি কি আসলেই হাসি?
না মুখে আঁকা মুখোশ পরে থাকি?
আপনি তুমি হয়ে গেলে তাও উন্মোচন হয়ে যাবে!

ㅡগোলাম মাওলা

20/05/2025

ㅡমানুষের উপর অতি নির্ভরশীল হয়ে নিজের সকল নিজস্বতা উচ্ছাস করে বলতে যাবেন না,তাতে আপনি ধরা খাবেন, নিশ্চিত থাকেন,অবিশ্বাস্য হলে পাশে থাকা লাল কলম দিয়ে সাদা পৃষ্ঠার বুকে সেই কথাটা স্বাক্ষী রাখেন।

ㅡগোলাম মাওলা

04/05/2025

ㅡরাগ সবার আছে,থাকবে আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কেউ অহেতুক রাগ করেনা কারণবশতই এমনটা হয়।ㅡ
কেউ হয়তো অধিকারের নিশ্চয়তা নিয়ে তার আত্মার অংশে জড়ানো কারো সাথে রাগ করে। আবার হয়তো কেউ অহেতুক রাগ করে বসে,তবে এমন স্বভাবের মানুষ খুবই কম। রাগ কখনো জীবনের সাথে নিজের ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য না পাওয়াতে অধিক অংশে রাগ আসে।

ㅡআপনি যতই অধিকারের জায়গা নিশ্চিত করে,ㅡহোক তার আচরণেই রাগ করেন কিন্তু আপনি স্বাভাবিক হয়ে তার প্রতি যতই অনুতপ্তের সুর শুনান তার কানে সেটা পৌঁছাবেনা।সে বুঝার চেষ্টা করবেনা আপনি যে রাগে বেকুব সেজে এমনটা করেছেন সে আর প্রাধান্য দিবেনা।

ㅡকিন্তু আমরা রাগের মাথায় অনেক কিছু করে বসি কিংবা বলে ফেলি আসলে তখনকার মূহুর্তের করা কিছু বা কথাগুলো কি সত্যিই আমাদের মনের কথা?

ㅡসেই মুহূর্তে আমরা অনেক সময় দেখা যায় এমন কিছু মুখ দিয়ে আসে স্বাভাবিক হলে তখন ভাবনা চিন্তায় আসে কেন আমি রাগ করলাম?কেন তাকে এতো কথা শুনালাম?কেন তাকে যন্ত্রণা দিলাম?

ㅡতখন আর এই ভাবনার উত্তর থাকেনা অযৌক্তিক কিছুর মতো রূপ নেই।

ㅡএই রাগের মাথায় আমরা সারাজীবন আগলে রেখে মায়া পেলেপুষে রাখা মানুষটাকেও কথা বলতে দ্বিধায় বাধি না! নিজের একান্ত বলতে কেউ থাকলে তাকেও মন ভেঙে দেওয়ার মতো কথা বলি।

ㅡবনঘরে বন পুড়ে যাওয়ার মতো আমরা আমাদের প্রিয় মানুষকে ক্ষত বিক্ষত করে দেই সেই রাগে।

ㅡরাগের কারণ বুঝা উচিত, নিয়ন্ত্রণ রাখার মতো অবস্থানে নিজেকে আবদ্ধ রাখা।শুধু রাগের ক্ষেত্রেই না যেকোনো কিছুতেই নিয়ন্ত্রণ অতিক্রম হলে আমাদের উপর জারি হয় বিপথগামী সংকেত,আর এটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সবারই জানা।
রাগের মাথায় এটা ভাবা উচিত যে আমি তাকে রাগ করে আসলেই কিছু বলব নাকি, এই রাগের মাথায় মুখ ফসকে আসছে?
রাগের কারণে এমন কিছু করা উচিত না যেটা আমাদের জন্য আমাবস্যার ঘোর হয়ে দাঁড়ায়।

ㅡগোলাম মাওলা

03/05/2025

ㅡমানুষ মূলত কিসে সুখ খুঁজে?
আপনি যদি তার প্রতিত্তোরে বলেন অন্য যে কিছু, কিন্তু আমার কাছে তার জবাব মানুষ অর্থের মাঝে সুখ খুঁজে ঘুরে বেড়ায় তাদের কাছে ভালো কিছু সদাই অবমূল্যায়ন।হয়তো ওদের জীবনের সূচনাই হয়েছে সম্পদের সাথে হামাগুড়ি খেয়ে নয়তো অন্যের সম্পদে জন্তুর মতো লালসা রেখে।

ㅡকিন্তু আদৌ কি অর্থের মাঝেই সুখ সদা বিরাজ করে?

ㅡজীবনের বাহ্যিক দিক বিবেচনা করে কিছু মানুষের সাথে গা ঘেঁষে একটা মূহুর্তে এসে ওদের আসল রূপ চিহ্নিত হয়েছে তবে কালো মুখোশ উন্মোচনের দ্বারা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় মানুষকে যতটা না মনুষ্যত্ব শিখায় তার চেয়ে বেশী শিখায় পারিবারিক শিক্ষায়।

ㅡভার্চুয়াল জিকিরে মশগুল দেখে নতুবা দেহের চামড়া দিয়ে মানুষ সাব্যস্ত করাই অপর একটা মানুষের কঠিন ভুল যে ভুল শোধরাতে পেরিয়ে যায় শতাব্দীর মতো দীর্ঘ একটি পথ।মানুষের ভালো লাগা,মন্দ লাগা আর মনের উপর ভিত্তি করেনা ইলেকট্রনিক কিছুর মতো আমাদের জীবন এখন অতিবাহিত হয়।
ㅡমানুষ তার মানসিক সুখের জন্য মনুষ্যত্ব পূর্ণ মানুষ খুঁজে না, অন্যতায় মাতাল কেউ খুঁজে জীবনের অংশে জায়গা দিবে কারণ তাদের কাছে সবকিছুর উর্ধ্বে প্রাধান্য পায় লালসা!

ㅡআমরা মানুষ হয়ে অন্য এক মানুষের সাথে গোয়াল ঘরের জন্তুর মতো আচরণ করি।মনুষ্যত্ব অর্জনের বয়স পেরিয়েও যদি আপনার মাঝে সেটা প্রকাশ না পায় আপনার আর জন্তুর মাঝে ব্যবধান আমায় বুঝিয়ে দিতে পারবেন?

ㅡগোলাম মাওলা

আর কতটা প্রহর আপনাকে না দেখার বিরহে নিজেকে সামলাই?বিবর্ণ কালচে বেদনায় সিক্ত হতে হতে নীলাভ মেঘের ভারে বুকটা কেমন ভারী হয়ে...
02/05/2025

আর কতটা প্রহর আপনাকে না দেখার বিরহে
নিজেকে সামলাই?

বিবর্ণ কালচে বেদনায় সিক্ত হতে হতে
নীলাভ মেঘের ভারে বুকটা কেমন ভারী হয়ে আসে!
রোজই মেঘ জমে দু'চোখের পাতায় বৃষ্টি নামে
দরবারে রিসালাতে যেতে না পারার ছটফট যন্ত্রণায়!

আপনার কাছে আমার আর্তনাদের ভাষা বলতে না পারায়
গলায় জমে আছে আঁটকে থাকা কঠিন যন্ত্রণা!

রোজ কত কথা বুকে বাধাই করি নিশ্চুপ নিরবতায়
আপনাকে লিখতে গিয়ে ভিজে চোখ বৃষ্টির জলে!
মদীনায় যাওয়ার পুষে রাখা ইচ্ছা কি যাবে বিফলে?

ㅡগোলাম মাওলা

01/05/2025

পুরুষ বাঁচে অন্যকে বাঁচিয়ে রাখার জন্য! নিজের যত্ন নিবে নিবে করে তারপর জীবনের একটি মূহুর্তে সেই পুরুষ তার মাঝে রোগ পুষে তা দীর্ঘস্থায়ী করে একেবারে নিখোঁজ হয়ে যায় না ফেরা এক স্থানে!

ㅡগোলাম মাওলা

ㅡমেনে নেওয়া শিখে গেলে মানুষের জীবনেও পাখির মতো ডানা গজায়,ㅡতাতে উড়ে সুখের সাম্রাজ্য দেখে আসা যায়!নিজেকে কল্পনার রাজ্যের র...
30/04/2025

ㅡমেনে নেওয়া শিখে গেলে মানুষের জীবনেও পাখির মতো ডানা গজায়,ㅡতাতে উড়ে সুখের সাম্রাজ্য দেখে আসা যায়!
নিজেকে কল্পনার রাজ্যের রাজা ভেবে আনন্দ দিয়ে ভাসা যায় নিখুঁত পূর্ণতায়!

ㅡগোলাম মাওলা

23/04/2025

ㅡছোট্ট এই জীবনে কত পাওয়া না পাওয়ার আক্ষেপে বেলা ফুরায়!
তার হিসেব মিলাতে আমি নিজেকে হুমকির মধ্যে দাঁড় করে ফেলি,

ㅡআপনাকে চাইলাম আপনি দিলেন পথে কাঁটা, চাইলাম আমৃত্যু আপনি এক ভোর আসার আগেই নিখোঁজ হয়ে গেলেন,এখন আর গ্রামগঞ্জে আপনার হারানোর সংবাদ শুনেই সন্ধ্যা শেষে ভোর দেখি!আমার বোবা চিৎকার আপনার সুখের কঠিন কারণ হোক!

© Golam Mawlaㅡগোলাম মাওলা

17/02/2025

আমি নিখোঁজ আমার মাঝে
অথচ আমায় পেতে আমি নিজেকে খুঁজ করিনি!

ㅡগোলাম মাওলা

Address

Sylhet
Sunamganj

Telephone

+8801794957968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Mawlaㅡগোলাম মাওলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golam Mawlaㅡগোলাম মাওলা:

Share