জামিয়া কাউসার / Jamia Kawsar BD

জামিয়া কাউসার / Jamia Kawsar BD ইসলামি আদর্শ সমাজ ও জাতী গঠনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে, জামিয়া কাউসার মারকাযুল উলুম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম জামিয়া কাউসার মারকাযুল উলূম বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ। ★ বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের তালিকা ...
31/12/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জামিয়া কাউসার মারকাযুল উলূম
বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ।

★ বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের তালিকা ★

★ মোট পরীক্ষার্থী: ১১ জন ★
🏆 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী: ১০ জন

★ প্লে গ্রুপ ★
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী- ৭ জন,
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী- ৬ জন।

১. সাওম আহমদ আহাদ ( ট্যালেন্টপুল বৃত্তি )
২. আজওয়াদ আবরার ভূঁইয়া ( ট্যালেন্টপুল বৃত্তি )
৩. আতিকুর রহমান আলিফ ( সাধারণ বৃত্তি )
৪. ইমদাদুল হক ইফাজ ( সাধারণ বৃত্তি )
৫. আবতাহী নেওয়াজ সাবিদ ( সাধারণ বৃত্তি )
৬. মাসতুরা জান্নাত ফাইজা ( সাধারণ বৃত্তি )

★ নার্সারি গ্রুপ ★
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী- ৪ জন,
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী- ৪ জন।

১. সামির আহমদ ( ট্যালেন্টপুল বৃত্তি )
২. আশরাফুল ইসলাম ( সাধারণ বৃত্তি )
৩. আবদুল্লাহ ফুয়াদ ( সাধারণ বৃত্তি )
৪. আব্দুল্লাহ আল সালমান ( বিশেষ বৃত্তি )

জামিয়া কাউসার মারকাযুল উলূম , বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ এর  প্লে ও নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা "ইকরা নূরানী বৃত্ত...
30/12/2025

জামিয়া কাউসার মারকাযুল উলূম ,
বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ
এর প্লে ও নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা
"ইকরা নূরানী বৃত্তি ফাউন্ডেশন নেত্রকোনা" কর্তৃক আয়োজিত
২০২৫ ইং সনের বৃত্তি পরীক্ষায়
অভাবনীয় ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা ফলপ্রসূ করেছেন।
আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ইয়া রাব্বী।

★ মোট পরীক্ষার্থী ১১ জন।

★ ট্যালেন্টপুল বৃত্তি- ০৩ জন।
★ সাধারণ বৃত্তি- ০৬ জন।
★ বিশেষ বৃত্তি- ০১ জন।
★ মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী- ১০ জন।

★ বৃত্তি পরীক্ষায় সাফল্য ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নাম
শীঘ্রই ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

আপনাদের দুআ, ভালোবাসা ও সহযোগিতায় আগামীদিনে আমরা আরো সাফল্য অর্জনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ,  আমাদের প্রাণপ্রিয় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান " জামিয়া কাউসার মারকাযুল উলূম " বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ ...
26/11/2025

আলহামদুলিল্লাহ,
আমাদের প্রাণপ্রিয় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান " জামিয়া কাউসার মারকাযুল উলূম " বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ এর মডেল টেস্ট পরীক্ষা ২০২৫ ইং
এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

★ প্লে গ্রুপ:- ১ম " সাওম আহমদ আহাদ " , ২য় "মাসতুরা জান্নাত ফাইজা" , ৩য় " আতিকুর রহমান আলিফ "।

★ নার্সারি গ্রুপ:- ১ম "আবদুল্লাহ ফুয়াদ" , ২য় "আবদুল্লাহ আল সালমান" ,
৩য় "আশরাফুল ইসলাম" ।

★ শ্রেণী: বিশেষ জামাত (ক):- ১ম "মানিক" , ২য় "আবদুল্লাহ রাফি" ,
৩য় "সাইমন হাসান"।

★ শ্রেণী: বিশেষ জামাত (খ):- ১ম "শিফা আক্তার" , ২য় "তানিশা আক্তার" ,
৩য় "প্রীতি জান্নাত ফারিয়া" ।

ভর্তি বিজ্ঞাপন 👇জামিয়া কাউসার মারকাযুল উলূম: জ্ঞান ও আলোর মশাল ✨​(ইসলামী কিন্ডারগার্টেন শাখা)​কলেজ গেইট, বাদশাগঞ্জ, ধর্ম...
12/11/2025

ভর্তি বিজ্ঞাপন 👇
জামিয়া কাউসার মারকাযুল উলূম: জ্ঞান ও আলোর মশাল ✨
​(ইসলামী কিন্ডারগার্টেন শাখা)
​কলেজ গেইট, বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ।

​💖 ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এক অনন্য অঙ্গীকার 💖
​আমরা শুধু শিক্ষাদান করি না—আমরা গড়ি আদর্শ জীবন এবং প্রস্তুত করি আলোকিত জাতি। ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার মজবুত ভিত্তির ওপর দাঁড়ানো এই প্রতিষ্ঠান, আপনার সন্তানের জন্য নিশ্চিত করছে এক সুদূরপ্রসারী ও সফল পথ।

​🌟 আধুনিক মেধা ও দ্বীনি প্রজ্ঞার অদম্য সমন্বয় 🌟
​জামিয়া কাউসার মারকাযুল উলূম পরিচালিত হয় এক বিশেষ সমন্বিত সিলেবাসে, যেখানে রয়েছে—
​কুরআনিক শিক্ষার প্রাধান্য: বিশুদ্ধ তেলাওয়াত, হিফজুল কুরআন এবং ইসলামী মূল্যবোধের উচ্চমান ও গভীরতা।
​আধুনিক শিক্ষার উৎকর্ষ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এবং সাধারণ জ্ঞানের সমন্বয়ে গঠিত সময়োপযোগী ও মানসম্পন্ন পাঠ্যক্রম।

​🚀 ২০২৬ শিক্ষাবর্ষে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!
ইসলামী কিন্ডারগার্টেন প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি।
ভর্তি শুরু: ১লা ডিসেম্বর, ২০২৫ ইং

​💎 আমাদের প্রতিশ্রুত ফলাফল: এক সুদৃঢ় ভিত্তি 💎
​দুনিয়া ও আখিরাতের প্রস্তুতি: প্রতিটি শিক্ষার্থীকে নৈতিকতা ও আধুনিক দক্ষতার সমন্বয়ে গড়ে তোলা হয়।

*​সর্বজনীন যোগ্যতা: ৩য় শ্রেণি সফলভাবে সমাপ্ত করার পর, আপনার সন্তান অনায়াসে যেকোনো শীর্ষস্থানীয় স্কুল বা মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা ও আত্মবিশ্বাস অর্জন করবে।
*​হিফজের দ্বার উন্মোচন: একই সাথে, তারা উন্নত হেফজ বিভাগে ভর্তির পূর্ণাঙ্গ যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ।
​আপনার সোনামণিকে মানসম্মত, নিরাপদ ও ইসলামী পরিবেশে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করার জন্য জামিয়া কাউসার মারকাযুল উলূম এক অবিচল আস্থা ও নির্ভরতার প্রতীক।

​যোগাযোগের জন্য:
পরিচালক: মুফতি মোল্লা মাহমুদ হাসান [০১৬০৩-২৮৭৭৭৩ ]
শিক্ষা সচিব: মুফতী সাঈদ আহমদ [০১৭৪৯-৯৬১৭৮৪]

23/09/2025

এতদ্বারা " জামিয়া কাউসার মারকাযুল উলূম " বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ এর সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক এর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/০৯/২০২৫ ইং রোজ বুধবার সকল ছাত্র-ছাত্রীর " জন্ম নিবন্ধন " এর ফটোকপি সাথে নিয়ে আসতে হবে এবং মাদরাসার অফিসে জমা দিতে হবে।

নার্সারিতে ২-য় সাময়িক পরিক্ষায় প্রথম হয়েছে আশরাফুল ইসলাম।  তার হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পর...
16/09/2025

নার্সারিতে ২-য় সাময়িক পরিক্ষায় প্রথম হয়েছে আশরাফুল ইসলাম। তার হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মুফতী মোল্লা মাহমুদ হাসান হাফি:।

Address

বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ
Sunamganj

Telephone

+8801603287773

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া কাউসার / Jamia Kawsar BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share