Nasir Mahmud

Nasir Mahmud আসসালামু আলাইকুম আমার নতুন পেইজে আপনাকে স্বাগতম, আশা করি আমাকে ভালবাসা দিয়ে আমার পাশেই থাকবেন।

24/02/2025
25/08/2024

ধন্যবাদ ছাত্র জনতাকে, আনসার নামে কুলাঙ্গারগুলোকে বিতাড়িত করার জন্য।

25/08/2024

দাবী একটাই আনসার বিলুপ্তি চায়।

25/08/2024

যারা দেশের সংকটকালে এমন পরিস্থিতি করে তারা দেশের ভালো চায় না। দরকার নাই এমন আনসার বাহিনীর।

05/08/2024

স্বাধীন হলাম, ভাবতেই অনেক ভালো লাগতাছে।

04/08/2024

বিশ্বম্ভপুরের অবস্থা ভালো নেই🥲🥲

18/07/2024

আমি মেধার পক্ষে, মাজলুম ছাত্র -জনতার পক্ষে, আপনি কোন পক্ষের লোক..??

সময় এখন নিজের পরিচয় প্রকাশের।

17/07/2024

এই দেশে উচিত কথা বললেই আপনি রাজাকার, আর তৈল মেরে চুরি-ডাকাতি করলে আপনি চেতনাধারী।

03/07/2024

আমরা অশ্লীল কে না বলি  ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️ ❤️    Kulsum Popi followers👍 কৃষি ও পরিবেশ উন্...
03/07/2024

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি 🥰❤️ ❤️


Kulsum Popi

followers👍

কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন উম্মে কুলসুম পপি।
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার। বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে। বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি, অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ !!

#সংগৃহীত
#চাষবাস #খেতি #কৃষি

পোস্টটি ভালো লাগলে আমার পেইজটিতে একটা ফলো দিবেন 👍

With Umma Kulsum Popi – I just got recognized as one of their top fans! 🎉
23/06/2024

With Umma Kulsum Popi – I just got recognized as one of their top fans! 🎉

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share