Ak Bin Ahad

Ak Bin Ahad The Sounds of truth.
(1)

22/07/2025

শোক আসবে, আনন্দ আসবে সব কিছু নিয়েই বেচে থাকতে হবে।
#তবে_সাবধান এই শোকে কেউ যেন দেশকে লেংটা করতে না পারে।
প্রতিবাদের আওয়াজ তুলুন , আমি তুলছি, এবং আপনাদের করজরে মিনতি করছি ঈমানী দায়িত্ব পালন করুন,, একই ভাবে আপনারা করুন অন্যকে করার জন্য প্রয়োজনে জোর হাতে মিনতি করুন, বড় ধরনের ধ্বংসের হাত থেকে নিজে বাঁচুন নিজেদের বাঁচান জাতিকে বাঁচান।
(জা**ঘ) অর্থাৎ ইসলাম বিরোধী সংস্থা, বেহায়াপনার মদদদাতা, সম**তার সংস্থা যেন এ দেশে আশ্রয় না পায়।
আওয়াজ তুলুন প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠুক, দেখবেন দেশের চলমান অনেক নাটকের পর্দা উন্মোচন হয়ে যাবে।
আপনাদের একটা একটা করে প্রতিবাদী বার্তায় প্রতিবাদের গণজোয়ার হয়ে উঠতে পারে।
Ak.

24/04/2025

মেঘের সাথে ঘর্ষণে বিমানে কম্পন তৈরি হয়।


04/12/2024

৮ নং আশারকান্দি ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভার বক্তৃতায়।

, ছাত্রদল ২০২৪

আমরা বাঙালি আমরা ভাই ভাই, দেশের জন্য সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষার জন্য দল মত ধর্ম নির্বিশেষে আমরা...
26/11/2024

আমরা বাঙালি আমরা ভাই ভাই, দেশের জন্য সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষার জন্য দল মত ধর্ম নির্বিশেষে আমরা বাঙালি, আমরা একে অপরের ভাই,
তবে কঠিন হুঁশিয়ারি ভারতীয় চামচামি করে দেশের সার্বভৌমত্ব দেশের স্বার্থ দেশ ধ্বংসের কোন পাঁয়তারা করলে ১ ইঞ্চি পরিমাণও চার দেবে না বাংলাদেশের জনতা। হিন্দুত্ববাদ বা উগ্রবাদিতা করার চেষ্টা করলে ভারতে গিয়ে করতে হবে। ✊

25/11/2024

ভন্ড পীরের নারী বাজি, মাদক,অসামাজিক কার্যক্রম রুখে দিতে তাওহীদি জনতার সাথে। ✊

19/11/2024

শোল মাছ শিকার করলাম।

13/11/2024

মধ্যরাতে যখন খিদা লাগে। 😃

Highlights

নিষ্পাপ মেয়েটির ও শেষ রক্ষা হলো না। 😥এ বিষয়ে কিছু বলার ভাষা পাচ্ছি না, হৃদয়ে হাজার আহাজারি, তীব্র ক্ষুব, কিন্তু একটা কথা...
10/11/2024

নিষ্পাপ মেয়েটির ও শেষ রক্ষা হলো না। 😥
এ বিষয়ে কিছু বলার ভাষা পাচ্ছি না, হৃদয়ে হাজার আহাজারি, তীব্র ক্ষুব, কিন্তু একটা কথা বলতেও সক্ষম নই।😑

এই শিশুর হত্যার সাথে জড়িত সবার অতি দ্রুত ফাঁসির আওতায় আনা হোক।

10/11/2024

আর খুজতে হবে না, তাকে হত্যা করা হইছিলো, এবং লাশ উদ্ধার হয়েছে।
কি দোষ ছিল এ নিষ্পাপ শিশুটির?
এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসি চাই। 😥
১০-১১-২০২৪

09/11/2024

ট্রাম্পের ছবি সামনে রেখে মিছিল করবা, বাধা আসলে ছবি তুলে রাখবা আপার লিংক আছে সাথে সাথে পাঠিয়ে দিবে আর বলবে দেখো ইউনুস সরকার কি করছে। 😆
#সংবাদ

06/11/2024

একটি নিখোঁজ সংবাদ, ৬ বছরের শিশু মেয়েকে ৩ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে না।
#নিখোজ #সংবাদ #সিলেট

06/11/2024

লাস্ট মিনিট গেম চেঞ্জারদের অধঃপতন। ( রিয়াল মাদ্রিদের অধঃপতন)

Address

JAGANNATHPUR
Sunamganj
JAGANNATHPUR-3060

Alerts

Be the first to know and let us send you an email when Ak Bin Ahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share