31/10/2025
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন
জাকারিয়া আহমদ রাসেল সভাপতি, আব্দুল কালাম সাধারণ সম্পাদক
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক ৩০ অক্টোবর ২০২৫ ঈসায়ী, বৃহস্পতিবার, বাদ যোহর, কলেজ শাখার অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সুনামগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, এইচ এম আব্দুল বাছিত, প্রশিক্ষণ সম্পাদক হাফিজুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সায়েম মিয়া, আব্দুল গফফার আল হাসান, গোবিন্দগঞ্জ কলেজ শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকারিয়া আহমদ রাসেল-কে সভাপতি, আব্দুল কালাম আজাদ-কে সাধারণ সম্পাদক ও শাহিন আহমদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি জয়নুল হক, ফুয়াদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আজিজ, আরিফ আহমদ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মাসুম, সহ প্রচার সম্পাদক আমিনুর রশিদ, আশফাক আহমদ, অর্থ সম্পাদক আবুল বাশার সায়েম, অফিস সম্পাদক মাহিন আহমদ, সহ অফিস সম্পাদক আবুল হাসনাত, মুহাম্মদ মিজান, আব্দুল মাজেদ সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক কামরান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মেহেদী মুবিন, তুয়েল আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়েম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সালমান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ হাসান রামিম, ছাব্বির আহমদ, সদস্য- রাহিম আহমদ মাহদী, আতিকুর রহমান, আবু ছালেক, সামিউল হক শান্ত, হোসাইন আহমদ, মুরাদ হাসান নাহিদ, ফজলে রাব্বি, আমিনুল ইসলাম আরিফ, ইব্রাহিম আহমদ।