
30/07/2025
চেষ্টা ও ধৈর্যের ফল
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
আমরা সবাই সাফল্য চাই, কিন্তু চেষ্টা ছাড়া কি কোনো কিছু পাওয়া সম্ভব? জীবন আসলে একটি পরীক্ষা, যেখানে আল্লাহ তাআলা আমাদের কর্ম ও ধৈর্যের মধ্য দিয়ে যাচাই করেন।
কুরআনে আল্লাহ বলেন,
“মানুষের জন্য কেবল সেইটাই রয়েছে, যার জন্য সে চেষ্টা করে।” (সূরা নাজম: ৩৯)
অর্থাৎ চেষ্টা না করলে ফল পাওয়া যায় না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর ওপর ভরসা করো।” (তিরমিজি)
এই হাদিস আমাদের শিখিয়ে দেয়, প্রথমে চেষ্টা করতে হবে, তারপর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে।
জীবনের প্রতিটি সাফল্যের পেছনে ধৈর্য ও পরিশ্রমের ভূমিকা অপরিসীম। একজন ছাত্র যদি পড়াশোনা না করে শুধু স্বপ্ন দেখে, ভালো ফলাফল আসবে না। একজন কৃষক যদি বীজ না বপন করে বৃষ্টি প্রার্থনা করে, ফসল জন্মাবে না। তেমনি আমরা কাজ না করেও দোয়া করলে সেটি আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়।
আল্লাহ তাআলা কুরআনে আরও বলেন,
“নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (সূরা রা’দ: ১১)
তাই আসুন আমরা অলসতা ত্যাগ করি। চেষ্টা করি, ধৈর্য ধরি আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি। কারণ আল্লাহর প্রতিশ্রুতি হলো,
“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।” (সূরা ইনশিরাহ: ৬)
চেষ্টা, ধৈর্য ও তাওয়াক্কুল—এই তিনটি গুণই শেষ পর্যন্ত মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়।