দৈনিক সুনামগঞ্জের ডাক

দৈনিক সুনামগঞ্জের ডাক রাজনীতি হোক ভালোবাসা প্রতিহিংসার নয়🇧🇩🇯🇴

কিছুদিন আগেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা চলছিল। তখন অনেকেই বলেছিলেন—আগের দিনগুলো ভালো ...
04/07/2025

কিছুদিন আগেও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা চলছিল। তখন অনেকেই বলেছিলেন—আগের দিনগুলো ভালো ছিল!

আজ তাদের পোস্ট তেমন একটা চোখে পড়ছে না। কারণ, বর্তমানে বাজার পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। একসময় পেয়াজের কেজি ২৫০-৩০০ টাকা ছিল, আর এখন? মাত্র ৪০-৪৫ টাকা কেজি! ৮-১০ বছরে কখনো পেয়াজের দাম এতটা কমতে দেখা যায়নি।

সবজির দামও এখন বেশ হাতের নাগালে—বেশিরভাগ সবজি ৩০-৩৫ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। যদি এভাবেই বাজার স্থিতিশীল থাকে, তবে মধ্যবিত্তদের জীবন অনেক সহজ হয়ে যাবে।

এ জন্য কৃতজ্ঞতা ড. ইউনূস স্যারের প্রতি। এবং তার চেয়েও বড় কথা, লাখো-কোটি শুকরিয়া আমাদের প্রতিপালক আল্লাহর প্রতি, যিনি তাঁর অসীম রহমতে আমাদের জন্য এই পরিস্থিতি সহজ করেছেন।

02/07/2025

সেনাবাহিনীর অভিযান, দখলমুক্ত মেজরটিলা বাজার!

02/07/2025

সবাই শেয়ার করবেন

"জুলাই" হোক বাংলাদেশের উন্নতির শিখরে যাওয়ার অস্ত্র। প্রতিটি বছরকে নিয়ে যাক পরিবর্তনের শেকর থেকে শিখরে।
জুলাই" হোক সৈরাচারের আতংক!
জুলাইয়ে হাজার তরুণদের জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাক উন্নতির শীর্ষে।

শব্দনিরোধক কক্ষে যমটুপি পরিয়ে ১০ কায়দায় চলত নির্যাতন
02/07/2025

শব্দনিরোধক কক্ষে যমটুপি পরিয়ে ১০ কায়দায় চলত নির্যাতন

♦️সেনাপ্রধানকে বলছি আপনি 👉♦️পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দিন, সফরে যান‼️সন্তু লারমা এক মাসের মতো ভারত আছেন। বিভিন্ন দেশ...
02/07/2025

♦️সেনাপ্রধানকে বলছি আপনি 👉
♦️পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দিন, সফরে যান‼️

সন্তু লারমা এক মাসের মতো ভারত আছেন। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে সেখানে তিনি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন । পার্বত্য চট্টগ্রাম আলাদা করে জুমল্যান্ড এবং পুর্ব তৈমুর বা দক্ষিণ সুদানের মতো খ্রিস্টান রাষ্ট্র করার নীল নকশা করছেন। অথচ কোনো নির্বাচন ছাড়াই পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ২৭ বছর ধরে প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন।

কি আজব। একজন সশস্ত্র সন্ত্রাসীর লিডার। বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র পর্যন্ত যার নাই। তিনি রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে দেশ ভাঙ্গার ষড়যন্ত্র করছেন অথচ সরকার কিছুই বলছে না। ওদিকে তার নাতনি অগাস্টিনা চাকমা জাতিসংঘের সদর দপ্তরে গত মাসেই এক বক্তব্যে পাহাড় থেকে সব বাঙ্গালী উচ্ছেদের আহবান জানিয়েছেন যা রাষ্ট্রদ্রোহিতার সামিল।

♦️যা করা দরকার

👍সন্তু লারমার সকল রাষ্ট্রীয় প্রটোকল বাতিল করে গ্রেপ্তার করা হোক।

👉পার্বত্য শান্তি চুক্তি বাতিল করে সেখান সেনা মোতায়েন করা হোক। অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।

👍পার্বত্য চট্টগ্রামে যেকোনো নাগরিকের জমি কেনার অধিকার দেওয়া হোক।

👉বিদেশি খ্রিস্টান মিশনারির বিভিন্ন সেবামূলক কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
সকলে পোস্ট টি শেয়ার করে প্রচার করুন।

28/06/2025
28/06/2025

ভিডিওটি সবাই শেয়ার করবেন
চাঁদা না দেয়ায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ছু-রি-কাঘাত।

ঐতিহাসিক মঞ্চের যৎসামান্য দৃশ্যায়ন।ছবিটা যে তুলেছে তাকে অনেক অনেক ধন্যবাদ।
28/06/2025

ঐতিহাসিক মঞ্চের যৎসামান্য দৃশ্যায়ন।

ছবিটা যে তুলেছে তাকে অনেক অনেক ধন্যবাদ।

26/06/2025

আলহামদুলিল্লাহ! দ্বীর্ঘ তিন মাস পর গাজায় ত্রাণ বাহী গাড়ি ডোকছে। আল্লাহ গাজাবাসীকে শক্তিশালী করুন।
#ভাইরালভিডিওシভিডিওভিডিও
#ভাইরালভিডিওシ

ই স রা য়ে লি হা ম লা য় ইরানি প র মা ণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নি হ ত
26/06/2025

ই স রা য়ে লি হা ম লা য় ইরানি প র মা ণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নি হ ত

যুক্তরাষ্ট্রের উপর ই রা নি হ্যা কা র দের সাইবার আ ক্র ম ণ!
26/06/2025

যুক্তরাষ্ট্রের উপর ই রা নি হ্যা কা র দের সাইবার আ ক্র ম ণ!

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সুনামগঞ্জের ডাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share