ᴍᴏɴɪʀ-H

ᴍᴏɴɪʀ-H We❤️মুহাম্মদ (সা.)
*Islamic wisdom@Motivation Consultation.
*Let's grow together*
*Light for your soul, strength for your journey.*

24/09/2025

তুমি এমন বড়লোক হও,
পাশে বসা গরিব লোকটাও যেন বুঝতে না পারে ,তুমি বড়লোক 🤔🥰🌸

22/09/2025

জীবনের পরীক্ষায় মন খারাপ লাগছে বা ধৈর্য হারিয়ে ফেলছো? মনে রেখো, এই দুনিয়ায় এমন অনেকেই আছে, যাদের অবস্থা তোমার চেয়েও খারাপ। মহান আল্লাহ তোমাকে এত কিছু দান করেছেন, যা তুমি কখনও কল্পনাও করতে পারো না। সব সময় শুকরিয়া আদায় করো, তাহলেই তিনি আরও বেশি দান করবেন।🌸

17/09/2025

হে পরাক্রমশালী আল্লাহ, আমাদের ক্ষমা করুন যেসব সময়ে আমরা আমাদের দৃষ্টিকে সংযত করতে ভুলে গিয়েছি, মন্দ ভাষা ব্যবহার করেছি, কিংবা এমন কিছু করেছি যা আমাদের করা উচিত ছিল না।
আমাদের লজ্জা ও ব্যর্থতা থেকে রক্ষা করুন, আপনার শাস্তি, রাগ, গজব ও জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।
আপনার দয়া দান করুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করুন।
আমিন🤲

16/09/2025

এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে বিশ্বাস। এইজন্যই তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!!🙄

15/09/2025

আমি শব্দহীন এক অভিমান , যার ভাষা কেউ কখনো বুঝেনি।।
আমি অতল গহীনে ডুবে থাকা এক নির্বাক লোক।।
আমি হারিয়ে যাওয়া এক চিঠি, যা পৌঁছানোর আগেই ছিঁড়ে ফেলা হয়েছে।।
আমি এমন এক ফুল যা ফুটার আগেই ঝড়ে গেছে।।
আমি রঙহীন এক জীবন, যেখানে কেউ রঙ ছড়াতে আসেনি।।
আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ কখনো শুনেনি!!!🌸

13/09/2025

*হৃদয় যা দেখে, মন তা সংরক্ষণ করে;*
তাই দৃষ্টিকে সংযত করা খুবই গুরুত্বপূর্ণ।
দৃষ্টি যেখানে-সেখানে ছুটলে হৃদয় অন্ধ হয়ে যায়।
তখন সত্য আর মিথ্যার পার্থক্য করাও সম্ভব হয় না।👍🏼🥰

আহলান সাহলান !!! এটি শুধু ছাত্রশিবিরের বিজয় নয় বরং দীর্ঘদিন ধরে তৈরি করা শাহবাগী ন্যারেটিভ, চেতনা ব্যবসা, বিভাজনের রাজ...
10/09/2025

আহলান সাহলান !!! এটি শুধু ছাত্রশিবিরের বিজয় নয় বরং দীর্ঘদিন ধরে তৈরি করা শাহবাগী ন্যারেটিভ, চেতনা ব্যবসা, বিভাজনের রাজনীতি, ট্যাগিং, বেলেমিং ও নতজানু নীতির বিরুদ্ধে আদর্শিক বিজয়। বিজয়ীদের হাত ধরে ক্যাম্পাস হয়ে উঠুক জ্ঞান চর্চার নিরাপদ ঠিকানা!🥰🌸

08/09/2025

রাতের নীরবতা অনেক প্রশ্ন জাগায় কিন্তু উত্তর দেয় না.........

08/09/2025

প্রভাত মানেই নতুন শুরু, নতুন আশার আলো। প্রতিটি সকাল যেন হয় শান্তি প্রেরণা আর সফলতার বার্তা 🥰🌸

06/09/2025

"আল্লা হুম্মা স্যাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা
মুহাম্মদ (সা:)🥰🖤

24/01/2025

শুক্রবার 🥰

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴍᴏɴɪʀ-H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share