12/11/2024
দিনদিন মলিন হচ্ছে মুখ।
বয়স বাড়ছে, চারদিকে গাঢ় হচ্ছে অন্ধকার।
ধেয়ে আসছে মুখোশের আড়ালে থাকা নেকড়ে।
ফুল ভেবে পকেটে রাখা তোড়ায় -
পাপড়ির ভাঁজে ভাঁজে বিচ্ছু নাচচে তাধিন ধিন।
সন্তানহারা পিতার চোখে তীর ছুড়ে,
আসন দেওয়া হচ্ছে ডাইনির পদলেহন গুন্ডাদের।
এখনো কানে আসে রাইফেলের আওয়াজ,
ফরফর করে শেষ হচ্ছে একটা পর একটা ম্যাগাজিন।
সন্তানহারা পিতার গন্ডদেশ শুকানোর আগেই,
মধু আহরণে ব্যস্ত হয়েছে ডেমোক্রেটিক খদ্দেররা।
বন্ধুসুলভ ডলফিনও ঘাড় মটকাতে সুযোগ খুঁজছে।
ভাই হারা বোন, সন্তানহারা পিতামাতার শূন্য পৃথিবী,
এখনো চোখ থেকে বুক পুরোটাই আটলান্টিক!
কবরে গজায়নি দূর্বা -তৃণ -লতাপাতা।
বেডে কাতরাচ্ছে চোখ হারানো-
হাত-পা হারিয়ে পঙ্গু হওয়া দরিদ্র মায়ের ছেলেরা।
চোখে মুখে স্বপ্ন ছিল ভার্সিটির বারান্দা পেরিয়ে -
হবে দেশসেরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, লেকচারার।
বিশ্বের বুকে উচিয়ে ধরবে মানচিত্র।
ক্লান্তি এলেই আশ্রয় নিবে মায়ের বুকে।
অথচ সর্ববিসর্জনে উদ্ধার করা মুমূর্ষু মায়ের আচল-
টানচে একদল খান কির পোলারা,
আশ্রয় দিয়ে আরেকদল খান কির পোলাদের।
Mazharul Islam