জীবনের শেষ গল্প with বিরহের গল্প

জীবনের শেষ গল্প with বিরহের গল্প আপনাদের জীবনের বিরহবেদনার গল্প আমাদের জানান।আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিব।

30/11/2024

পারবেনা তা নিতে

মুখে মুখে প্রেম দেখিয়ে করো জোচ্চুরি,
স্বার্থে যখন আঘাত লাগে গলায় ধরো ছুরি।

দুই আনা লাভ যেচে দিয়ে চৌদ্দ আনা নাও,
কথায় কথা উস্কে দিয়ে অভিনয় বানাও!

আমরা কভু দাসদাসী ও ভাড়াটিয়া নয়,
তারের ওপার যত্তো পারো করো অভিনয়।

এইপারেতে চোখ দিয়োনা মুখ দিয়োনা খেতে,
বৃদ্ধ শিশু যুবক মেয়ে জ্বলবে তা রক্ষেতে।

রক্ত দিয়ে কেনা যে দেশ পারবেনা তা নিতে,
লাল-সবুজের পতাকাটা মোদের ধমনিতে।

মাজহার।

12/11/2024

দিনদিন মলিন হচ্ছে মুখ।
বয়স বাড়ছে, চারদিকে গাঢ় হচ্ছে অন্ধকার।
ধেয়ে আসছে মুখোশের আড়ালে থাকা নেকড়ে।
ফুল ভেবে পকেটে রাখা তোড়ায় -
পাপড়ির ভাঁজে ভাঁজে বিচ্ছু নাচচে তাধিন ধিন।
সন্তানহারা পিতার চোখে তীর ছুড়ে,
আসন দেওয়া হচ্ছে ডাইনির পদলেহন গুন্ডাদের।
এখনো কানে আসে রাইফেলের আওয়াজ,
ফরফর করে শেষ হচ্ছে একটা পর একটা ম্যাগাজিন।
সন্তানহারা পিতার গন্ডদেশ শুকানোর আগেই,
মধু আহরণে ব্যস্ত হয়েছে ডেমোক্রেটিক খদ্দেররা।
বন্ধুসুলভ ডলফিনও ঘাড় মটকাতে সুযোগ খুঁজছে।
ভাই হারা বোন, সন্তানহারা পিতামাতার শূন্য পৃথিবী,
এখনো চোখ থেকে বুক পুরোটাই আটলান্টিক!
কবরে গজায়নি দূর্বা -তৃণ -লতাপাতা।
বেডে কাতরাচ্ছে চোখ হারানো-
হাত-পা হারিয়ে পঙ্গু হওয়া দরিদ্র মায়ের ছেলেরা।
চোখে মুখে স্বপ্ন ছিল ভার্সিটির বারান্দা পেরিয়ে -
হবে দেশসেরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, লেকচারার।
বিশ্বের বুকে উচিয়ে ধরবে মানচিত্র।
ক্লান্তি এলেই আশ্রয় নিবে মায়ের বুকে।
অথচ সর্ববিসর্জনে উদ্ধার করা মুমূর্ষু মায়ের আচল-
টানচে একদল খান কির পোলারা,
আশ্রয় দিয়ে আরেকদল খান কির পোলাদের।

Mazharul Islam

07/11/2024

পরজনমেও তোমাকে পাবার স্বাদ মিটবে না।
তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা, হৃদয় শুষ্ক পাথর!
সময়ের পালাবদলে বেড়েই চলছে না পাবার যাতনা।
সমুদ্রের এপার-ওপার কূলকিনারাহীন দূরত্ব !
মুহুর্তেই যদি উড়ে যেতে পারতাম তোমার নীকটে -
শান্তি পেতাম, মহা......শান্তি !
আদম-হাওয়ার মিলনের মতো আনন্দ হতো।
সকল দুঃখ ঝরাপাতার মতো ঝরে পড়তো -
উড়ে যেতো ধুলোজমা দখিনা বাতাসে।
পাপড়িখচিত ঠোঁটে চুমু বিনিময়ের উষ্ণ প্রশ্বাসে-
ধবধবে শাদা পাতাকা উড়িয়ে কবুতরের মুক্তপাখায় লিখতাম মিলনপত্র।
এই আকাশ-বাতাস, নদী; পাশের কোনো অশথ-
সাক্ষী রাখতাম জলপাই গাছ, দোয়েল-কোয়েল।
আর প্রাণ ফিরে পাওয়া একখণ্ড উর্বর হৃদয়।
কিন্তু যাবতীয় আশা-আকাঙ্ক্ষা পণ্ড করে-
তুমি হয়েছ অন্য গ্রহের কোলবালিশ; আলনা!
বিষাদঘেরা কংক্রিটের নগরীতে আমি নগন্যজন অপেক্ষা করছি যমদূতের।
পরজন্মে তোমাকে পাবার পথই যে মৃত্যু মৃত্যু এবং মৃত্যুই।

Mazharul Islam

03/11/2024

শুকনো গোলাপে এখনো তোমার ঘ্রাণ পাই,
কয়েক প্যাক ভদকা গেলার মতই মাতাল হই!
তোমার স্পর্শ যখনই আমাকে টানে, আমি -
ধূলো জমা ডাইরির ভাঁজ খুলে তোমাকে অনুভব করি।
খানিকক্ষণ বুকে জড়িয়ে রাখি, চুমো খাই!
নিজ হাতে লেখা তোমার চিঠির সাথে কথা বলি,
তখন সকল ব্যাকুলতা উপচে পড়ে।
চোখের জলে ফোটে ওঠে সমস্ত অনুনয়!
আহত পাখির মত হৃদয়; এখনো তোমাকে চায়!
আচমকা ছটফট করে ঘুম ভাঙ্গে।
পাশে থাকা স্লিপিং পিলও আর কাজ করে না।
তবুও এটাকেই শেষ ভরসা হিসেবে গ্রহণ করেছি।
রাত যায় দিন আসে, তুমি নেই আজ বহুদিন।
তবু এই না থাকা জুড়ে তুমি আছো অনুভব, অনুভূতিতে; হৃদয়ের সমস্ত আসন জুড়ে।
নিশ্বাসে ঝলমল করছো আলোকোজ্জ্বল তারার মত।

Mazharul Islam

02/11/2024

সময় বহে তাঁর গতিতে,
তাঁর সাথে জুড়ে দিছি জীবনের কাঁটা।
উত্তান-পতন দুইয়ে ভাই-ভাই,
আমি শুধু চালিয়ে যাই আমার পা' টা।

Mazharul Islam //২০২২

01/11/2024

আমার সময় হলো,
তুমি অন্যের কোলবালিশ হলে।

Mazharul Islam

30/10/2024

তোমায় দেখি না কতো দিন, কথা হয় না;
জোড়া কণ্ঠে তুলিনা গান কবিতা!
আঙুলে আঙুল গুঁজে হাঁটি না শীতের আলপথে।
কফিশপের এককোণে গল্প জমে না কতকাল!
দিনের পর দিন যাচ্ছে, যেতে যেতে কয়েক বসন্ত!
এভাবে সময় ফুরিয়ে যাবে একদিন।
যেতে যেতে পৌছাবো আয়ুর শেষ পাতায়।
সেখানে জারী আছে মৃত্যুর পরোয়ানা।
তখন এসে আর লাভ নেই.....
বরং তুমি দূরেই থাকো; আমি তারা হবো অন্তরীক্ষে!
দূর থেকে তোমাকে দেখবো অনন্তকাল।

Mazharul Islam

29/10/2024

২০১৮-২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আমার জীবনের শারীরিক,মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যা বলার বাহিরে।এই দুর্দিনে কয়েকজন ছাড়া আর কারো কাছ থেকে মানসিক শান্তনা কিংবা ভরসা পাই নি।বরং অপমানিত হয়েছিলাম।সেই দুর্দিনের কথা আজ ভাবলেও নিজের কাছে নিজেকে খারাপ লাগে,লজ্জিত হই।
কষ্ট,আঘাত মানুষকে শারীরিক,মানসিক পরিবর্তন করে সবদিকেই।সেই ২২-এর পর নিজেকে বদলাতে শুরু করলাম।ভুলে গেলাম হারানোর ক্ষত।তবে আঘাত দেওয়া মানুষটা ভুলিনি।সে অভিশাপে আছে সর্বদা।থাকবেও আজীবন।
অতীত ভুলে নিজের দিকে নজর দিলাম।নিজেকে নিয়ে ভাবা।নিজেকে নিয়ে এগোনো ইত্যাদি।সবকিছুর পর বুঝতে পারলাম "একান্ত নিজেকে ছাড়া নিজের বলতে আর কিছু নেই"।
কেউ কারো জন্য মরে না।আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেটাই বুঝেছি।কেউ কারো জন্য মরে না।
আজ অনেকেই বলেন।আমি পরিবর্তন হয়েছি।এটা স্বাভাবিক।কিছু মানুষ পরিবর্তন হবার পেছনেও করুন ইতিহাস আছে।মানুষ সর্বদা পরিবর্তনশীল। একটা বয়সে এসে মানুষ বুঝে,বুঝতে শিখে।নিজের সব আচার-আচরণ বদলায়।মানুষ পরিবর্তন হয়।তাই আমিও পরিবর্তন হয়েছি।
এই দুঃসময় কাটিয়ে আমাকে আজ আল্লাহ যে অবস্থানেই রাখেন না কেন।সবকিছু জন্য লক্ষকোটি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে।

ধন্যবাদ।।

28/10/2024

প্রিয় প্রাক্তণ...
তোমারও কী আমার মতো হয়?
কোনও নির্জনতায়,কোনও একাকীত্বে,কোনও এক কোলাহলে কী আমার কথা খুব বেশিই মনে পড়ে তোমার?
কোনও নিঃস্বঙ্গতায় কী দুজনার সমস্ত সৃতিগুলো মনে পড়ে তোমার চোখে অশ্রুতে ভেজে?
রাতের কালো অন্ধকারে কী তুমিও সমস্ত সৃতিগুলো মনে পড়ে অশ্রুতে বালিশ ভেজাচ্ছ?
আমার মতো কী তুমার হৃদয় দুমড়ে-মুছড়ে হাহাকার করে,আর্তনাদ করে? আমায় না পাওয়ার বেদনায়?
কেমন আছ তুমি জানতে ইচ্ছে হয় খুব।

উৎসর্গঃ প্রাক্তণ (সাবিহা)

28/10/2024

ছেড়ে যাওয়া ট্রেন আর ছেড়ে যাওয়া তুমি-
দুটোই দিয়ে গেছে আজন্ম দুখের ভার!
ফেলানির লাশের মত ঝুলে আছে একখণ্ড হৃদয়!
কাঁটাতার ঘেঁসে শকুনের হৈ-হুল্লোড়।

Mazharul Islam

ভেতর থেকে একা হইয়্যা গেলে মানুষ উৎসবের ভীড়েও একলা থাকে!😊💔
28/10/2024

ভেতর থেকে একা হইয়্যা গেলে মানুষ উৎসবের ভীড়েও একলা থাকে!😊💔

27/10/2024

চার পাসে এতো বিচ্ছেদের গল্প শুনেও মানুষ, বৃষ্টিতে ভিজার মতো করে প্রেমে পরে ।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের শেষ গল্প with বিরহের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবনের শেষ গল্প with বিরহের গল্প:

Share