ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

ডিজিটেক আইটি সেবা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডিজিটেক আইটি সেবা কেন্দ্র, Digital creator, কারেন্টের বাজার-(কলেজ রোড), বিশ্বম্ভরপুর, Sunamganj.
(2)

নিয়মিত ভর্তির/চাকরির বিজ্ঞপ্তি, পরামর্শ এবং সেবা সম্পৃক্ত সকল খোজ পেতে page টি follow করে রাখতে পারেন!

সেবা সমূহঃ
👉পাসপোর্ট-ভিসা প্রসেসিং
👉কম্পোজিং 👉ডিজাইন এডিটিং
👉প্রিন্টিং 👉সার্ভিসিং
👉অনলাইনের যাবতীয় কাজ সহ,

💥গিফ্ট ও গ্যাজেট আইটেমও বিক্রি হয়!💥

অল্প শ্রমে অধিক আয়ের লোভ দেখিয়ে বিশ্বম্ভরপুর উপজেলায় ‘এডিএ মিউজিক’ নামক একটি মোবাইল অ্যাপসের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব...
30/09/2025

অল্প শ্রমে অধিক আয়ের লোভ দেখিয়ে বিশ্বম্ভরপুর উপজেলায় ‘এডিএ মিউজিক’ নামক একটি মোবাইল অ্যাপসের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন কয়েকশ’ মানুষ। সহজ উপার্জনের মিথ্যা আশ্বাসে বিভিন্ন প্যাকেজে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার উপক্রম হয়েছেন এসব ভুক্তভোগীর। প্রতারিতদের মধ্যে অনেক নারীও রয়েছেন।
প্যাকেজ কিনে দৈনিক উপার্জনের লোভে পড়াদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারক চক্রটি ‘এডিএ মিউজিক’ নামের অ্যাপসের মাধ্যমে একটি অনলাইন গেইম খেলার প্রলোভন দেখাতো। বলা হতো, মোবাইলে মাত্র পাঁচ মিনিট গেইম খেললেই দৈনিক সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজর পর্যন্ত উপার্জন করা সম্ভব। তবে এই সুবিধার জন্য ব্যবহারকারীকে প্রথমে বিভিন্ন মূল্যের প্যাকেজ কিনতে হবে। সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ চালু ছিলো।
উপজেলার মুক্তিখলা গ্রামের বাসিন্দা রাসেল আহমদ। পেশায় তিনি রাজমিস্ত্রী ও ওয়াটার সাপ্লাই কর্মী। এই প্রতারণার ফাঁদে পড়েছেন তিনিও। বললেন, প্রথমে অন্যদের টাকা ইনকাম করতে দেখে উৎসাহিত হয়ে আমি ২৯ হাজার টাকার একটি প্যাকেজ কিনি, যেখানে দৈনিক এক হাজার টাকা উপার্জনের কথা ছিল। একপর্যায়ে লোভে পড়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে ৬৪ হাজার টাকার একটি বড় প্যাকেজে বিনিয়োগ করি। রাসেল আক্ষেপ করে বললেন, ‘৯৩ হাজার টাকার সবটাই ঋণ করে এনেছিলাম। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।’
উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান বলেন, ১০ হাজার টাকা দিয়ে অ্যাপসটিতে অ্যাকাউন্ট খুলেছি। সেখানে প্রতি সোমবার এক হাজার তিনশ’ টাকা করে পাওয়ার কথা ছিল। একবার টাকা তুলতে পেরেছি। টাকা লেনদেন পুরোটাই অ্যাপসের মাধ্যমে বিকাশে করা হতো। কিন্তু দুই-তিন দিন আগে হঠাৎ করে অ্যাপসে ঢুকলে ‘সার্ভার সংক্রান্ত কাজ চলছে’ লেখা দেখায় এবং কোনো কাজ করা যাচ্ছিল না। পরবর্তীতে যখন সার্ভার ঠিক হয়, তখন দেখা যায়, আমার নেয়া প্যাকেজে আর ঢোকা যাচ্ছে না।
অটোরিক্সা চালিয়ে সংসার চালানো মনিরুজ্জামান টাকা ধার করে এনেছিলেন। তিনি বললেন, যারা এই অ্যাপসের মাধ্যমে টাকা ঢুকিয়েছে, তাদের ৯০ শতাংশ মানুষই কিছুই তুলতে পারেনি।
একই গ্রামের বাসিন্দা কফিল আকঞ্জি তাঁর ধানের ব্যবসা থেকে জমানো এক লক্ষ ৯০ হাজার টাকা এই প্রতারণায় হারিয়েছেন। তিনি বলেন, জীবনে কখনো জুয়াতে যাই নি, কিন্তু কোন মোহের কারণে এখানে গিয়ে সব হারালাম বুঝতে পারছি না। টাকা-পয়সা হারিয়ে এখন খুব কষ্ট করে চলা লাগবে।
এই প্রতারণার ঘটনা বিশ্বম্ভরপুরে এখন সবচেয়ে আলোচনার বিষয়। এলাকার গণ্যমান্যরা বলছেন, লোভে পড়ে প্রতারণার ফাঁদে পা দিয়ে শতাধিক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বললেন, আমরাও এ ধরনের খবর পেয়েছি। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, আমরা সভা সেমিনার ও আইনশৃঙ্খলা সভায় মানুষকে এ ধরনের বিষয়ে সতর্ক থাকতে এবং সামাজিক সচেতনতা তৈরি করতে কাজ করছি।

©️ প্রতিবেদনটি একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহিত। ২৯সেপ্টেম্বর, ২০২৫ ইং এর আপডেট!

এসব জুয়ারো বা লোভনীয় সকল এপ্স/ওয়েবসাইট থেকে নিজেকে বিরত রাখুন অন্যকেও সাআধান করুন। নয়তো এগুলো আপনার আমার বংশকে একদম রাস্তায় নামিয়ে সর্বস্ব প্রতারণার জালে ফেলে দিবে। ছদ্ম নামের কোম্পনী হয়ে আজকাল যেখানে বড়রা প্রতারিত হচ্ছে সেখানে ছোটোদের কি হবে একটিবার চিন্তা করে দেখুন।

27/09/2025

⚠️বেতন বন্ধ হচ্ছে ২৪৫ প্রতিষ্ঠান প্রধানের!!⚠️

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দেওয়ায় ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। ভুল চাহিদা দেওয়া এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী ভুল চাহিদা দেওয়া এসব প্রধান শিক্ষকের সর্বোচ্চ তিন মাসের এমপিও স্থগিত করা হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বার বার নির্দেশনা দেওয়ার পরও প্রতিষ্ঠান প্রধানরা সঠিকভাবে শূন্য পদের তথ্য সাবমিট করেননি। ভুল চাহিদার কারণে অনেক প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি। তাদের ভুলের কারণে সংশ্লিষ্ট সকলকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানদেরই বহন করতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। যে সকল প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা বা ভুল তথ্য দিয়েছেন, নীতিমালা অনুযায়ী তাদের এমপিও তিন মাসের জন্য স্থগিত করা হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটি কম হতে পারে। তবে ঠিক কতজন প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, ৪০১টি শূন্যপদের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) ভুল তথ্য দিয়েছেন ২৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডির সদস্যরা। ভুল চাহিদার কারণে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

✍️ সাকিবুল হাসান।

এরকমই গুরুত্বপূর্ণ সব খবরাখবর নিয়মিত পেতে পেইজটি লাইক শেয়ার ও পোস্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত মন্তব্য করে পাশে থাকুন।

আপনার সেবায় সর্বক্ষণ,
ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

#শিক্ষক_নিবন্ধন-২০২৫
#বেসরকারি_শিক্ষক_নিবন্ধন_২০২৫
#চাকরির_বিজ্ঞপ্তি


26/09/2025

শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কী বলে? [খাদ্য অধিদপ্তর-২০২৫]

মাতৃভাষা/আঞ্চলিক ভাষা/প্রথম ভাষা/উপরের সবগুলো

26/09/2025

পোস্ট'টি শুধু মাত্র #বোনদের ( #মেয়েদের) উদ্দেশ্যে করা, যারা বিভিন্ন কারনে #চাকরি করতে আগ্রহী।

ইনবক্সে অনেক বোন মেসেজ করে চাকরিতে আবেদন করতে চান বা বিভিন্ন চাকরিতে আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে চান। তবে অধিকাংশদেরকেই আমি প্রশ্ন করি যে, "আপনি কি পদ'টি সম্পর্কে জানেন?" সিংহভাগ উত্তর আসে "না"! অর্থাৎ পদ'টি নিয়ে নূন্যতম জ্ঞান না রেখেই চাকরিতে আবেদন করতে চায় এবং সে অনুপাতে প্রস্তুতি গ্রহন করেন।
তখন আমি ক্ষেত্র বিশেষ কয়েকজনকে আবেদন করতে নিরুৎসাহিত করলে হয়তো অনেকেই বিষয়টাকে ইতিবাচক হিসাবে নেয় না (যার আমার পরামর্শ নিয়ে আবেদন করা থেকে বিরত থেকেছেন তাদের কাছে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মতামতের মূল্য রাখার জন্য)। অথচ প্রতিটা লোকের চাকরিতে আবেদন করার আগেই বুঝা যে, ঐ পদটি আদও আমার জন্য উপযোগী কিনা? ঐপদের কাজ কি? ঐ পদের সুযোগ সুবিধা গুলো কি কি? ঐ পদ'টির ভবিষ্যৎ কি?

এগুলো বিচার বিশ্লেষন না করে দেখা গেলো আপনি পরিক্ষা দিয়ে টিকেও গেলেন কিন্তু পরে চাকরিটা আর করলেন না মন মতো না হওয়ায়। তো আপনি নিজেরতো ক্ষতি করলেনই আবার আরেকজনের ক্ষতিও করলেন।

নিচে আপনার জন্য যুগোপযোগী কিছু পদ সমূহের ব্যাপারে বলতেছি। ভবিষ্যতে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ্।

❤️বোনদের (মেয়েদের) জন্য বেশ উপযোগী এই পদসমূহ❤️

সরকারি বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে এই পদগুলোতে মেয়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন। এসব পদে সম্পূর্ণ অফিসভিত্তিক কাজ হওয়ায় কর্মপরিবেশ নিরাপদ এবং সহকর্মীদের সাথে পেশাদার পরিবেশে কাজের সুযোগ পাওয়া যায়।
কিন্তু অনেক মেয়েরাই জানে না এ পদগুলোতে তাদের জন্যেও উপযোগী ।

👉যে পদগুলোতে মেয়েরা চাইলেই নিজের ক্যারিয়ার গড়তে পারে এখানে.....

🔹অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ‌।
🔹হিসাব সহকারী ।
🔹ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ।
🔹কম্পিউটার মুদ্রাক্ষরিক ‌।
🔹অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ।
🔹নিম্নমান সহকারী ‌।
🔹ক্যাশিয়ার ।

এসব পদে নিয়মিত অফিসে উপস্থিত থেকে কাজ করতে হয়, বাইরের কাজ বা ঝুঁকিপূর্ণ কোনো দায়িত্ব থাকে না। ফলে মেয়েদের জন্য এগুলো যথেষ্ট নিরাপদ ও আরামদায়ক কর্মক্ষেত্র (প্র্যাক্টিসিং মুসলীম বোন'রা চাইলে পর্দার পরিবেশেও কাজ করার সুযোগ পায়)। এছাড়া নিয়ম অনুযায়ী পদোন্নতির সুযোগও রয়েছে, ফলে ধাপে ধাপে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিশ্চিত হয়। এজন্য কম্পিউটার ও সাঁটলিপি শেখার বিকল্প নেই। (খুব শিগ্রয়ই সেই প্রশিক্ষণ গুলো নেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে সুব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ্, দোয়া রাখবেন।)

এছাড়াও আরো কিছু পদ আছে যা কিনা মেয়েদের জন্য বিশেষায়িত। তবে সেগুলোর সার্কুলার সব সময় থাকে না। আর আরো কিছু পদ থাকে যেগুলো মেয়েদের জন্য একদমই না। তারপরেও ব্যাক্তি স্বাধীনতা থেকে আপনি করলে করতে পারেন তবে গায়রত এবং নিজের প্রতি আত্নসম্মানবোধ চিন্তা করেই এসব থেকে বিরত থাকা উচিৎ। অন্ততো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ থাকবে যে সার্কুলারটা ভালো করে পরে নিবেন সেই পদে চাকরির আবেদন করতে আগ্রহী হবার আগে। তারপর ইউটিউবে সাহায্য নিবে সেই পদটি সম্পর্কে জানতে। তারপর ভালো লাগলে আবেদন করবেন নয়তো বাদ দিবেন।

আর সার্কুলার না পেলে আমায় মেসেজ করবেন নতুবা আমাকে জিজ্ঞেস করলে আমি সর্বাত্মক সহযোগীতা করবো ইনশাআল্লাহ্!

🎯🎯সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট ও চাকরির পরামর্শ গাইডলাইন পেতে যুক্ত থাকতে পারেন
👉ⓕ ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

#মেগা_সার্কুলার #চাকরি

♨️প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত!👍 মোট পদসংখ্যা: ১১২২টি💥সরাসরি নিয়োগযোগ্য পদ🎗️আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর...
24/09/2025

♨️প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত!
👍 মোট পদসংখ্যা: ১১২২টি
💥সরাসরি নিয়োগযোগ্য পদ
🎗️আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫
📢আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২৫
💥সম্ভাব্য পরীক্ষা: ডিসেম্বর ২০২৫
👉শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
✌️ বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
---
➡️পরীক্ষার পদ্ধতি (মোট ১০০ নম্বর):
✅MCQ লিখিত - ৯০ নাম্বার
👍ভাইভা - ১০ নাম্বার
💢বিষয়ভিত্তিক মার্কস বন্টন:
✅বাংলা - ২৫
✅ ইংরেজি - ২৫
✅ গণিত ও সাধারণ বিজ্ঞান - ২০
✅সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) - ২০
📢স্বপ্নের চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া করবেন না! এখনই প্রস্তুতি শুরু করুন!

💥 চলমান সকল সার্কুলার একসাথে দেখে নিন
আবেদনের এর শেষ তারিখ সহ 💥
====================
🎯 মেট্রোরেল (ট্রেন অপারেটর)- ৩০ সেপ্টেম্বর
🎯 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়- ৩০ সেপ্টেম্বর
🎯 স্থানীয় সরকার মন্ত্রণালয়(LGD) - ৩০ সেপ্টেম্বর
🎯 ইনভেস্টমেন্ট কর্পোরেশন - ৩০ সেপ্টেম্বর
🎯 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- ১২ অক্টোবর
📌 ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শুরু- ১৫ সেপ্টেম্বর, শেষ- ১৪ অক্টোবর
📌 দূর্নীতি দমন কমিশন- শুরু- ১৫ সেপ্টেম্বর, শেষ ৫ অক্টোবর
📌 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর- শুরু ১৪ সেপ্টেম্বর, শেষ- ৫ অক্টোবর
📌 প্রাথমিক প্রধান শিক্ষক(২১৬৯ জন) শুরু- ২১ সেপ্টেম্বর, শেষ-২০ অক্টোবর
এছাড়াও চলমান ৯০০০+ পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমার আইডিতে দেখুন বিস্তারিত 💝
✅✅এই সকল নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির গাইডলাইন, সাজেশন, বিগত সালের প্রশ্নব্যাংক ও পরীক্ষার অফিশিয়ালি আপডেট পেতে ফলো রাখতে পারেন ফেসবুক পেজে 👉 ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

 #মেগা_সার্কুলার ৪৭০টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (dpe) এ নিয়োগ বিজ্ঞপ্তি 😯 🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ প্রাথমি...
24/09/2025

#মেগা_সার্কুলার
৪৭০টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (dpe) এ নিয়োগ বিজ্ঞপ্তি 😯
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (dper)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৪৭০টি
👉 আবেদনের শেষ তারিখঃ ১২ অক্টোবর, ২০২৫ ইং

💥 চলমান সকল সার্কুলার একসাথে দেখে নিন
আবেদনের এর শেষ তারিখ সহ 💥
====================
🎯 মেট্রোরেল (ট্রেন অপারেটর)- ৩০ সেপ্টেম্বর
🎯 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়- ৩০ সেপ্টেম্বর
🎯 স্থানীয় সরকার মন্ত্রণালয়(LGD) - ৩০ সেপ্টেম্বর
🎯 ইনভেস্টমেন্ট কর্পোরেশন - ৩০ সেপ্টেম্বর
🎯 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- ১২ অক্টোবর

📌 ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শুরু- ১৫ সেপ্টেম্বর, শেষ- ১৪ অক্টোবর
📌 দূর্নীতি দমন কমিশন- শুরু- ১৫ সেপ্টেম্বর, শেষ ৫ অক্টোবর
📌 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর- শুরু ১৪ সেপ্টেম্বর, শেষ- ৫ অক্টোবর
📌 প্রাথমিক প্রধান শিক্ষক(২১৬৯ জন) শুরু- ২১ সেপ্টেম্বর, শেষ-২০ অক্টোবর

এছাড়াও চলমান ৯০০০+ পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমার আইডিতে দেখুন বিস্তারিত 💝

✅✅এই সকল নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির গাইডলাইন, সাজেশন, বিগত সালের প্রশ্নব্যাংক ও পরীক্ষার অফিশিয়ালি আপডেট পেতে ফলো রাখতে পারেন ফেসবুক পেজে 👉 ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

 #ব্রেকিং_নিউজ ডিগ্রী (পাস) কোর্স ভর্তি বিজ্ঞপ্তিসেশন: ২০২৪-২০২৫ অনলাইন আবেদন চলছে চলবে আগামী  ১৫/১০/২০২৫ তারিখ পর্যন্ত।...
24/09/2025

#ব্রেকিং_নিউজ
ডিগ্রী (পাস) কোর্স ভর্তি বিজ্ঞপ্তি
সেশন: ২০২৪-২০২৫
অনলাইন আবেদন চলছে চলবে আগামী ১৫/১০/২০২৫ তারিখ পর্যন্ত।
✅জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা ২০২০,২০২১,২০২২ সালে এসএসসি পাস করেছেন এবং ২০২২,২০২৩,২০২৪ সালে এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন।
👉পাসের সাল না মিললে আবেদন করতে পারবেন না।

💥💥দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে
✔️নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করে নিন WhatsApp 👉01823636164 মেসেজ দিন।
💟 সকল সার্কুলার ও আপডেট পেতে ফলো করুন
👉ডিজিটেক আইটি সেবা কেন্দ্র
বি.দ্রঃ অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না

না না, কোনো বিয়ার দাওয়াত না।🤭😅সবাইতো উপরে উঠতে চায়, আমি না হয় গ্রাহকের স্বার্থে একটু নিচেই নামলাম? মানে তেমন কিচ্চু না উ...
16/09/2025

না না, কোনো বিয়ার দাওয়াত না।🤭😅

সবাইতো উপরে উঠতে চায়, আমি না হয় গ্রাহকের স্বার্থে একটু নিচেই নামলাম? মানে তেমন কিচ্চু না উপ্রে তালাত্তে নিচ তলাত নামছি, এই আরকি!😅

হ্যা, শুধু মাত্র গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীগণের পূর্বের স্থানে অর্থাৎ দু-তলার সেই পর্বতমালা ন্যায় সিড়িতে উঠতে কষ্ট হয় বলেই ডিজিটেক আইটি সেবা কেন্দ্র এর স্থান পরিবর্তন করা। 😇

শুধু তাই নয়! ডিজিটেক আইটি সেবা কেন্দ্রে'র গ্রাহকের স্বার্থে সেবার মান বৃদ্ধি করে যুক্ত করেছে আরো নতুন নতুন সেবা ও দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা ও ইলেক্ট্রিল্যাল সহ যাবতীয় পণ্য। এবার থেকে আপনারা গ্রাহক ও ক্রেতা উভয়ই😀

💥শুধু কি পণ্যই? না! এরই সাথে নতুন চমক হিসাবে এলাকায় আসতে চলেছে নতুন কিছু পরিষেবামূলক সেবা। কার্যক্রম শুরু হবে অতি শিগ্রয়ই……বিস্তারিত আস্তে আস্তে জেনে যাবেন, ইনশাআল্লাহ্! (শুভ কাজটি শুরু করলে উদ্ভোধনকালে শুভাকাঙ্ক্ষীদের জন্য দাওয়াত তো কনফার্ম)🥰

🤗কারন আপনার সুবিধা অসুবিধাই আমাদের প্রধান ও প্রথম প্রাধান্য।☺️

দোয়া রাখবেন যেনো অতিশিগ্রয়ই ডেকোরেশন সম্পন্ন করে শুভ কাজগুলো উদ্ভোদন করতে পারি আল্লাহ্'র রহমতে, ইনশাআল্লাহ্!🥰

মুরুব্বি! মুরুব্বি! সিড়িতে উঠতে সমস্যা? আপনাদের সুবিধা-অসুবিধাকে মাথায় রেখে স্থান পরিবর্তন করে সাথে নতুন কিছু চমক নিয়ে আ...
09/09/2025

মুরুব্বি! মুরুব্বি! সিড়িতে উঠতে সমস্যা? আপনাদের সুবিধা-অসুবিধাকে মাথায় রেখে স্থান পরিবর্তন করে সাথে নতুন কিছু চমক নিয়ে আসতে চলেছে ডিজিটেক আইটি সেবা কেন্দ্র!
এরই প্রেক্ষিতে আগামী ১১ বা ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং হতে ডিজিটেক আইটি সেবা কেন্দ্র এর নতুন ঠিকানা হিসাবে জাকির মার্কেট- (বিশ্বম্ভরপুর রোড), কারেন্টের বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ বিবেচিত হবে, ইনশাআল্লাহ্‌।
সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও ক্রেতাদের দাওয়াত রইলো নতুন ঠিকানায়!

02/09/2025

এখন থেকে পুলিশে ASI পদে সরাসরি নিয়োগ, এই পদে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন HSC পাস!

02/09/2025

🔥 ব্রেকিং নিউজ 🔥
সরকারি হাইস্কুলে শিক্ষক ঘাটতি পূরণের লক্ষ্যে শীঘ্রই নন-ক্যাডার পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে ইনশা-আল্লাহ।

এই নিয়োগ হবে ১০ম গ্রেডে, যেখানে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ২০০ নম্বরের MCQ পরীক্ষার মাধ্যমে।

🎯পরবর্তী অফিসিয়ালি আপডেট পেতে সঙ্গেই থাকুন! ডিজিটেক আইটি সেবা কেন্দ্র

 #মেগা_সার্কুলার COMING SOON 😲 ১. প্রধান শিক্ষক(পদসংখ্যা-২৫৮২)২. ⁠প্রাথমিক শিক্ষা অধিদপ্তর:-অফিস সহকারী কাম-কম্পিউটার অপ...
01/09/2025

#মেগা_সার্কুলার COMING SOON 😲
১. প্রধান শিক্ষক(পদসংখ্যা-২৫৮২)
২. ⁠প্রাথমিক শিক্ষা অধিদপ্তর:
-অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-৮০১; অফিস সহায়ক-১৫০৫ টি
৩. পুলিশের ASI👮‍♂️
৪.প্রাইমারি 'সহকারী শিক্ষক'(১৩০০০+)👨‍🏫
৫. ⁠শিক্ষক নিবন্ধন👩‍🏫
৬. BPDB ৫০০০+

সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি জানতে ও সাজেশন পেতে ডিজিটেক আইটি সেবা কেন্দ্র পেইজটি LIKE- FOLLOW করুন 💝

৫০০০+ পদের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমার আইডিতে দেখুন।
#চাকরি

Address

কারেন্টের বাজার-(কলেজ রোড), বিশ্বম্ভরপুর
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটেক আইটি সেবা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share