শেই/Tumi

শেই/Tumi Follow me..


😍🍁

19/04/2025

অনলাইনে প্রেম যে করেছে সেই ঠকেছে.!🙂💔

07/04/2025

আল্লাহ, আবাবিল পাখিকে আর একবার পাঠান 🤲আল্লাহ, আবাবিল পাখিকে আর একবার পাঠান 🤲
শিয়ার করে দেন সবাই প্লিজ 🌸😰😰

03/04/2025

নতুন ইউজাররা একটু সাড়া দিন ❤️

03/04/2025

Following everyone 🌸♥️

02/04/2025

আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো
আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা Follow দিয়ে সাথে থাকবেন☺🖤l


31/03/2025

—"আমি না আপনাকে সত্যিই অনেক ভালবেসে ফেলেছি..

30/03/2025

সময় এত দ্রুত চলে যায় যে মাঝে মাঝে ইচ্ছে করে—ইশ! যদি সময়টাকে ফিরিয়ে আনতে পারতাম।

এই কথাগুলো মনে করিয়ে দেয় সূরা আল-আসর-এর কথা, যেখানে আল্লাহ্‌ তাআলা সময়ের কসম খেয়েছেন:

> “সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে—তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।”
(সূরা আল-আসর: ১–৩)

এটি আমাদের স্মরণ করিয়ে দেয়—সময় আল্লাহর একটি অমূল্য দান, এবং একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না।

আজ হচ্ছে রমজানের শেষ দিন, আর কিছু কিছু স্থানে এটি ২৯তম রাত।
চোখের পলকে এই পবিত্র ও বরকতময় মাসটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে।

এটা আমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে—
আমি কি সত্যিই সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি যা রমজানে করা উচিত ছিল?
আমি কি প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে মূল্যায়ন করেছি?
আমি কি আন্তরিকভাবে আল্লাহর দয়া, মাফ ও মুক্তি কামনা করেছি?

রমজান আমাদের জন্য নিয়ে আসে অগণিত বরকত—এটি আমাদের আত্মাকে বিশুদ্ধ করে, হৃদয়কে নরম করে, ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণে আনে, এবং কৃতজ্ঞতা ও ধৈর্যের প্রকৃত মূল্য আমাদের শেখায়।
এটি আমাদের সুস্থ করে তোলে, অহংকার ভেঙে দেয়, এবং দেখিয়ে দেয়—আমরা কত ভুল জায়গায় ছিলাম।
আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের শেখায়—সময় কারও জন্য অপেক্ষা করে না।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

> “দুটি নিয়ামত আছে যেগুলিকে অনেক মানুষ অবহেলা করে: সুস্থতা ও অবসর সময়।”
— (সহীহ বুখারী: ৬৪১২)

এই পবিত্র মাসকে বিদায় জানানোর সময়, আমি আল্লাহর কাছে এই খাঁটি দোয়াটি করি:

হে আল্লাহ,
আমাদের রোযা, নামাজ, দোয়া ও সমস্ত ইবাদত কবুল করুন।
আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন,
এবং রমজানের আলো আমাদের জীবনে সারা বছর ধরে বজায় রাখার তৌফিক দিন।
আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমলকে খাঁটি করুন, আর আপনার নৈকট্য দান করুন যা কখনো শেষ হবে না।
এই রমজানকে আমাদের জীবনের এক নতুন মোড়ে পরিণত করুন,
এবং এই মাসের আগের অবস্থায় যেন আমাদের হৃদয় আর ফিরে না যায়।
আমিন।

ঈদ মোবারক আপনাকে ও আপনার পরিবারকে।
আল্লাহ আপনার হৃদয়কে শান্তিতে, ঘরকে আনন্দে, এবং জীবনকে তাঁর অফুরন্ত রহমতের আলোয় ভরে দিন।

এই ঈদ যেন শুধু উৎসব না হয়, বরং
রমজানে গড়ে ওঠা আল্লাহর সঙ্গে সম্পর্কের এক ধারাবাহিকতা হয়।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম।
ঈদ মোবারক।
-------------------------------------------------------------------

Time passes so quickly that sometimes I find myself wishing—if only I could go back in time.

It reminds me of Surah Al-Asr, where Allah swears by time itself:

> “By time, indeed mankind is in loss—except those who believe, do righteous deeds, and advise one another to truth and patience.” (Surah Al-Asr: 1–3)

A powerful reminder that time is one of our most precious gifts—and once gone, it never returns.

Today marks the last day of Ramadan, and in some places, it’s the 29th night. In the blink of an eye, this sacred, beautiful month has almost slipped away from our hands.

It makes me pause and reflect— Have I truly achieved what I was meant to achieve this Ramadan? Did I cherish each moment the way I should have? Did I seek His mercy, His forgiveness, and His salvation with the sincerity He deserves?

Ramadan brings countless blessings—it purifies the soul, softens the heart, disciplines our desires, and reminds us of the value of gratitude and patience. It heals us, humbles us, and makes us realize the falsehood we often dwell in. And above all, it teaches us one of life’s most profound truths—that time waits for no one.

The Prophet Muhammad (ﷺ) said:

> "There are two blessings that many people waste: health and free time." —[Sahih al-Bukhari 6412]

As we prepare to bid farewell to this blessed month, I make this sincere du'a:

O Allah, Accept our fasting, our prayers, our duas, and our efforts. Purify our hearts, forgive our shortcomings, and grant us the strength to carry the light of Ramadan throughout the year. Grant us steadfastness in faith, sincerity in actions, and closeness to You that never fades. Let this Ramadan be a turning point in our lives, and let not our hearts return to the state they were in before this month began. Ameen.

Eid Mubarak to you and your loved ones. May your heart be filled with peace, your home with joy, and your life with the light of Allah’s endless mercy.

Let this Eid not just be a celebration of the end of Ramadan—but a continuation of the connection we built with our Creator.

TaqabbalAllahu minna wa minkum.
Eid Mubarak.

30/03/2025

কিভাবে সইবে ক'ষ্ট তাদের পরিবার 😅💔

Address

Sunamganj
1122

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেই/Tumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category