Voice of Haqq

Voice of Haqq
Calling to the truth (Haqq) through peaceful da’wah, Islamic education, and revival of the Ummah.

03/08/2025

আল্লাহ বলেন:

> "আর তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।"
— (সূরা আল-মু’মিন/গাফির, আয়াত 60)

03/08/2025

❝প্রতিদিনের নফস নিয়ন্ত্রণ চেকলিস্ট❞

• গোয়েন্দাগিরি বা সন্দেহ থেকে বিরত থাকো
• গান এড়িয়ে কুরআন শুনো
• রাগের সময় প্রতিক্রিয়া না দিয়ে গভীর শ্বাস নাও
• আজ ১০০ বার "সুবহানআল্লাহ" বলো
• তোমার গোপন কষ্টগুলোর জন্য দুআ করো

তোমার নফসকে শান্ত করো — আত্মা তখনই জ্বলে উঠবে। 🌸🤍

03/08/2025

*❝তাহাজ্জুদের ছয় ফায়দা রয়েছে❞*

ওলামায়ে কেরাম লিখেছেন, তাহাজ্জুদে কমপক্ষে ছয়টি ফায়দা রয়েছে। যথাঃ

- তীব্র বাতাস যেমনিভাবে গাছের শুকনো পাতা ঝরিয়ে দেয়, অনুরূপভাবে তাহাজ্জুদ জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দেয়।
- তাহাজ্জুদ অন্তরকে আলোকিত করে।
- তাহাজ্জুদ চেহারা উজ্জ্বল করে
- তাহাজ্জুদ অলসতা দূর করে।
- তাহাজ্জুদ শরীর সতেজ করে।
- তাহাজ্জুদগুজার ব্যক্তির অবস্থান ফেরেশতারা দেখে, যেমন আমরা আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখি।

> (মানাবী, ফায়যুল কাদীরঃ ৪/৩৫১)
> লেখাঃ মাওলানা উমায়ের কোব্বাদী

03/08/2025

*❝Night Reminder – ঘুমের আগে বরকতময় আমলগুলো❞*

১. আয়াতুল কুরসী পড়া
▫️ ফজীলত: শয়তান সারারাত কাছে আসবে না। (বুখারি: ২৩১১)

২. সূরা মুলক পাঠ করা
▫️ ফজীলত: কবরের আজাব থেকে রক্ষা।
(তিরমিজি: ২৮৯০)

৩. সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া
▫️ ফজীলত: এগুলো তার জন্য যথেষ্ট হবে।
(বুখারি: ৪০০৮)

৪. সূরা কাফিরুন পড়া
▫️ ফজীলত: শিরক থেকে মুক্তি। (সহিহ তারগিব: ৬০২)

৫. তিন কুল (ইখলাস, ফালাক, নাস) পড়ে শরীর মাসাহ করা
▫️ ফজীলত: রাসূলুল্লাহ ﷺ করতেন।(বুখারি: ৫০১৭)

৬. ওজু করে ঘুমানো
▫️ ফজীলত: একজন ফেরেশতা সারারাত দোয়া করেন: হে আল্লাহ! এ বান্দাকে ক্ষমা করে দিন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে।
(সহীহুল জামে: ৩৯৩৬)

৭. তাসবিহ বলা
▫️ সুবহানাল্লাহ – ৩৩ বার
▫️ আলহামদুলিল্লাহ – ৩৩ বার
▫️ আল্লাহু আকবার – ৩৪ বার
ফজীলত: এটা খাদেমের চেয়েও উত্তম।
(বুখারি: ৩৭০৫)

৮. ১বার পড়া —ঘুমানোর আগের দোয়া (اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا) উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’

৯. ঘুমের আগে তওবা করা। তাহলে রাতে তার মৃত্যু হলে সে প্রকৃত তওবার উপরে মৃত্যুবরণ করবে এবং তওবাকারী অবস্থায় পরকালে উঠবে। প্রত্যেক বান্দাকে সে অবস্থায় পরকালে তোলা হবে যে অবস্থায় সে মৃত্যুর সময় ছিল। (সহীহুল জামি ৮০১৫)

পরিশেষে আল্লাহর কাছে মাফ চাওয়া, সবাইকে মাফ করে দেওয়া, এবং সবার জন্য দোয়া করা। ফজর ও তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানো। এই ছোট ছোট আমলগুলো আমাদের রাতকে বরকতময় করে তোলে এবং দিন শুরু হয় আল্লাহর রহমত ও হেফাজতের ছায়ায়। আসসালামু আলাইকুম 🌸🤍

02/08/2025

*❝দোয়া কবুলের গল্প পরীক্ষিত আমল❞*

হিন্দুস্তানের একজন আলেম তাঁর যিন্দেগির একটি কারগুজারী (সত্য ঘটনা) শুনাচ্ছিলেন। যা আমি তাঁর যবান থেকে নিজ কানে শুনেছি। তিনি বলেন। আমি হিন্দুস্তানের একটি মসজিদ থেকে এশরাক নামাজ আদায় করে বের হচ্ছিলাম, হঠাৎ! পেছন থেকে একটি নারী কণ্ঠঃস্বর!! মওলভী! মওলভী!! আমি পেছনে তাকিয়ে দেখি, বোরখাবৃতা একটি মেয়ে! আমি কৌতূহলী হয়ে তাকালে সে বললো,আমিই ডেকেছি!

তারপর বললো; আমার ৪০বছর বয়স। কিন্তু বিয়ে হচ্ছে না! কি আমল করতে পারি? হুজুর বলেন। আমি তাকে বললাম, আপনি প্রতিদিন ❝সূরাতুল ইখলাস❞ ১০০ বার পড়বেন। সে জিজ্ঞেস করলো বিসমিল্লাহর সাথে পড়তে হবে? আমি বললাম, খানার প্রতি লোকমায় বিসমিল্লাহ পড়তে হলে খাবে না পড়বে!?সারাদিনে যখন সময় পাবেন পড়বেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে ২০বার করেও পড়তে পারেন। আমি তাকে বললাম, এটা এমন আমল, যা নিয়মিত করলে, পাঠকারী 'মুস্তাজাবুদ দা'আওয়াহ'(যার সকল দোয়া কবুল) হয়ে যায়! পাশাপাশি, এ আমলটি হল জাানদার!শাানদার!! মাালদার!!! এরপর তিনি নিজ হাত থেকে ❝তাসবিহ❞ তাকে দিয়ে বললেন, এটা দিয়ে আমলটা করবেন। কারণ, এ তাসবিহ টাও জানদার শানদার মালদার! একবছর পরে ঠিক সেই মসজিদ থেকে আমি বের হবার সময় সেই একই কণ্ঠের ডাক! মওলভী জি!! পেছনে তাকিয়ে দেখি, বাচ্চা কোলে একটি বোরখা পরিহিতা রমণী! বললো, আমি সেই হালিমা! আপনার সেই আমল করার ৪০ দিনের মধ্যে আমার বিয়ে হয়। আল্লাহ তায়ালা আমাকে জানদার, শানদার, মালদার বানিয়েছেন জানদার—আমাকে ফুটফুটে একটি সন্তান দিয়েছেন। শানদার—ধণী পরিবারের সুদর্শন যুবকের সাথে আমার বিবাহ হয়েছে। মালদার—আমাকে অভাব মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ আরো আনন্দের ব্যাপার হলো এ আমল করে আমার আরো ৭/৮জন পরিচিতদের বিবাহ হয়েছে। (আমল প্রমাণ করতে চাইলে ফায়দা কম। একিনের সাথে করলে দ্রুত ফায়দা হয়।)

~ সংগৃহীত

সপ্নের ভূমি____খোরাসান... 🖤
01/08/2025

সপ্নের ভূমি____খোরাসান... 🖤

31/07/2025

তেরা মেরা রিশতা কিয়া
লা ইলাহা ইল্লাল্লাহু ❤️
নারে তাকবির
আল্লাহু আকবার ☝️✊

31/07/2025

স!পের মাথা ম্যা রিকা

Once upon a time our leader said🔥
31/07/2025

Once upon a time our leader said🔥

31/07/2025

পশ্চিমারা আমাদের যা বানাতে চায়❌
আর আমরা যা হতে চাই☝️✅

29/07/2025

Every Muslim ummah's Dream🥹🤍
May allah accept our silent dua🤲

゚viralシfypシ゚viralシ

29/07/2025

কোনো চিন্তা বা দুঃখ যখন তোমাকে ঘিরে ফেলে, তখন বলো – ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’ – আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক।"
➤ হাদিস: সহিহ বুখারি

Address

Sunamganj Sadar Upazila
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Haqq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share