02/08/2025
*❝দোয়া কবুলের গল্প পরীক্ষিত আমল❞*
হিন্দুস্তানের একজন আলেম তাঁর যিন্দেগির একটি কারগুজারী (সত্য ঘটনা) শুনাচ্ছিলেন। যা আমি তাঁর যবান থেকে নিজ কানে শুনেছি। তিনি বলেন। আমি হিন্দুস্তানের একটি মসজিদ থেকে এশরাক নামাজ আদায় করে বের হচ্ছিলাম, হঠাৎ! পেছন থেকে একটি নারী কণ্ঠঃস্বর!! মওলভী! মওলভী!! আমি পেছনে তাকিয়ে দেখি, বোরখাবৃতা একটি মেয়ে! আমি কৌতূহলী হয়ে তাকালে সে বললো,আমিই ডেকেছি!
তারপর বললো; আমার ৪০বছর বয়স। কিন্তু বিয়ে হচ্ছে না! কি আমল করতে পারি? হুজুর বলেন। আমি তাকে বললাম, আপনি প্রতিদিন ❝সূরাতুল ইখলাস❞ ১০০ বার পড়বেন। সে জিজ্ঞেস করলো বিসমিল্লাহর সাথে পড়তে হবে? আমি বললাম, খানার প্রতি লোকমায় বিসমিল্লাহ পড়তে হলে খাবে না পড়বে!?সারাদিনে যখন সময় পাবেন পড়বেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে ২০বার করেও পড়তে পারেন। আমি তাকে বললাম, এটা এমন আমল, যা নিয়মিত করলে, পাঠকারী 'মুস্তাজাবুদ দা'আওয়াহ'(যার সকল দোয়া কবুল) হয়ে যায়! পাশাপাশি, এ আমলটি হল জাানদার!শাানদার!! মাালদার!!! এরপর তিনি নিজ হাত থেকে ❝তাসবিহ❞ তাকে দিয়ে বললেন, এটা দিয়ে আমলটা করবেন। কারণ, এ তাসবিহ টাও জানদার শানদার মালদার! একবছর পরে ঠিক সেই মসজিদ থেকে আমি বের হবার সময় সেই একই কণ্ঠের ডাক! মওলভী জি!! পেছনে তাকিয়ে দেখি, বাচ্চা কোলে একটি বোরখা পরিহিতা রমণী! বললো, আমি সেই হালিমা! আপনার সেই আমল করার ৪০ দিনের মধ্যে আমার বিয়ে হয়। আল্লাহ তায়ালা আমাকে জানদার, শানদার, মালদার বানিয়েছেন জানদার—আমাকে ফুটফুটে একটি সন্তান দিয়েছেন। শানদার—ধণী পরিবারের সুদর্শন যুবকের সাথে আমার বিবাহ হয়েছে। মালদার—আমাকে অভাব মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ আরো আনন্দের ব্যাপার হলো এ আমল করে আমার আরো ৭/৮জন পরিচিতদের বিবাহ হয়েছে। (আমল প্রমাণ করতে চাইলে ফায়দা কম। একিনের সাথে করলে দ্রুত ফায়দা হয়।)
~ সংগৃহীত