সুনামগঞ্জ ২৪ ঘন্টা

সুনামগঞ্জ ২৪ ঘন্টা © সত্যের সন্ধানে প্রতিদিন,
সুনামগঞ্জ ২৪ ঘন্টা। সুনামগঞ্জের গ্রাম - বাংলার সকল সংবাদ, ঐতিহ্য আর সংস্কৃতির তথ্য নিয়েই আমাদের পথ চলা।

12/09/2025

"জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি"

আগামীকাল ১৩সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শনিবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন মূলক কাজের জন্য সকাল ০৭.০০ ঘটিকা হইতে দুপুর ০১.০০ ঘটিকা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আওতাধীন ১১কেভি দিরাই, ১১কেভি মল্লিকপুর ফিডারের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১কেভি দিরাই ফিডার এলাকা সমূহ- ইকবাল নগর, বাহাদুরপুর, জানিগাও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া, চন্ডিটিয়র।

১১কেভি মল্লিকপুর ফিডার এলাকা সমূহ- পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর,বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর, হবতপুর

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিউবো সুনামগঞ্জ আন্তরিক ভাবে দুঃখিত।

বিশেষ দ্রষ্টব্য: সকল বিদ্যুৎ ব্যবহারকারীর কাছে খবরটি পৌঁছাতে পোষ্টটি শেয়ার করুন।

নির্বাহী প্রকৌশলী
বিক্রয় ও বিতরণ বিভাগ
বিউবো, সুনামগঞ্জ থেকে সংগ্রহীত।



পাটলাই নদীর ব্রিজ।শ্রীপুর,তাহিরপুর, সুনামগঞ্জ।
12/09/2025

পাটলাই নদীর ব্রিজ।
শ্রীপুর,তাহিরপুর, সুনামগঞ্জ।

11/09/2025

শুক্রবার সকাল ৭টা থেকে সকাল ১১ টা পর্যন্ত উন্নয়নমূলক কাজের জন্য সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ থাকবে না।
একই সাথে ১৩/০৯/২৫ ইংরেজি তারিখে সকাল ৭ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এইতো সময় হাওর, নদী আর লেকের সৌন্দর্যে হারিয়ে যাওয়ার।
11/09/2025

এইতো সময় হাওর, নদী আর লেকের সৌন্দর্যে হারিয়ে যাওয়ার।

জাউয়া বাজারে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নি,হ,ত।।ছাতক প্রতিনিধিঃছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামে...
10/09/2025

জাউয়া বাজারে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নি,হ,ত।।

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া (কোনাপাড়া) গ্রামের এক মাদ্রাসার ছাত্র ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নি,হ,ত হয়েছে।

নি,হ,ত শিশু জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র ছিলো। যানাজায় কছির মিয়ার ছেলে আবু সুফিয়ান বাড়ী পাসে বুধবার সন্ধার সময় অটো রাইস মিলের মাঠে দাড়ানো ছিলো, হটাত জাউয়া (কোনাপাড়া) গ্রামের হেলাল উদ্দিন এর ছেলে বিপ্লব পারকিং করা ডি আই ট্রাক ব্রেকগিয়ারে (পিচোনে)এসে সুফিয়ান কে চাপাদিয়ে আ,হ,ত করে, সাথে সাথে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মূত্যু হয়েছে বলে জানান। নি,হ,তের বিষয় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি হজরত আলী নিশ্চিত করেছেন।।

09/09/2025

যেখানে নদীর গভীরতার চেয়ে নৌকার ঘনত্ব বেশি। খাসিয়ামারা নদী, দোয়ারবাজার, সুনামগঞ্জ।

08/09/2025

ব্রেকিং নিউজ ::শান্তিগঞ্জের মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর হ'ত্যার দায়ে গ্রে*ফ*তার আব্দুল হাফিজকে আদালতে নিয়ে আসার সময় উ-ত্তে-জনা, উ'ত্তে'জি'ত জনতার ডিম নিক্ষেপ..... #বিস্তারিত ভিডিওতে দেখুন।

বাসতলা শহীদমিনার।
06/09/2025

বাসতলা শহীদমিনার।

05/09/2025

সুরমা নদী সুনামগঞ্জ।
ভিডিও: M Tazul IslaM

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজার বন্ধের নির্দেশদোয়ারাবাজার প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নদী...
27/08/2025

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজার বন্ধের নির্দেশ

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নদী খাসিয়ামারা—যার উৎপত্তি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামের পূর্ব খাসি পাহাড়ের বনভূমি থেকে। দক্ষিণমুখী এই নদী প্রায় ১৪ কিলোমিটার বাংলাদেশ অতিক্রম করে সুরমা নদীতে মিলিত হয়েছে।

নদীটি এ অঞ্চলের জীবন-জীবিকা, সেচ এবং বর্ষাকালে নিস্কাশন ও বন্যা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাসিয়ামারার উজানে বিশ্বের অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় নদীতে সারা বছর প্রচণ্ড স্রোত দেখা যায়। ২০২২ সালে জিরাগাঁও গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর নদীর স্রোতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, উজানে বালু আটকে যাওয়া এবং রাবার ড্রাম ব্যবহারের কারণে নদীর স্রোত আরও তীব্র হচ্ছে।

নদীর ভাঙনে প্রতিবছর বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে স্থানীয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজারসহ বহু প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বাড়ছে।

অনেক বছর ধরে খাসিয়ামারা নদী ইজারা হয়ে আসছে। আগে ইজারাদাররা সনাতন পদ্ধতিতে—হাতে বেলচা ব্যবহার করে বালু তুলতেন। মাঝে মাঝে গোপনে ড্রেজার ব্যবহার করা হলেও এবছর প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ড্রেজার ব্যবহার চলতে থাকলে আশপাশের গ্রাম, মসজিদ-মাদ্রাসা ও বাজার নদীগর্ভে বিলীন হবে।

গতকাল উপজেলা প্রশাসনের অভিযানে নদী থেকে একটি ড্রেজার জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। এর পরপরই আজ জেলা প্রশাসন খাসিয়ামারা নদীতে ড্রেজার বন্ধের নির্দেশ জারি করেছে।

স্থানীয়দের দাবির সঙ্গে একাত্ম হয়ে সচেতন মহল বলছে—
“অবৈধ ড্রেজার বন্ধ হোক, নদী বাঁচুক, জীবন বাঁচুক।”

দিরাই সড়কে দুর্ভোগ: ব্রিজ ভেঙে ট্রাক আটকা, ঘণ্টার পর ঘণ্টা যানজটদিরাই রাস্তায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একটি ব্রিজ ভ...
27/08/2025

দিরাই সড়কে দুর্ভোগ: ব্রিজ ভেঙে ট্রাক আটকা, ঘণ্টার পর ঘণ্টা যানজট

দিরাই রাস্তায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একটি ব্রিজ ভেঙে সেখানে ট্রাক আটকা পড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঠিক কখন এ জ্যাম নিরসন হবে তা কেউ বলতে পারছে না। বাধ্য হয়ে অনেক যাত্রী পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

23/06/2025

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জনসাধারণের কষ্টের প্রতিচ্ছবি—অবহেলিত একটি সড়ক

এটি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক। দুঃখজনক হলেও সত্য, সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি কাঁদায় পরিণত হয়, ফলে চলাচল হয়ে পড়ে চরম দুর্বিষহ ও বিপদজনক।প্রায় ৩ কিলোমিটার জুড়ে এমন ভেঙে পড়া অবস্থা, যেখানে হাঁটাও কষ্টকর, যানবাহন তো দূরের কথা। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই জনদুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Address

Sylhet
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনামগঞ্জ ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share