সুনামগঞ্জ ২৪ ঘন্টা

সুনামগঞ্জ ২৪ ঘন্টা © সত্যের সন্ধানে প্রতিদিন,
সুনামগঞ্জ ২৪ ঘন্টা। সুনামগঞ্জের গ্রাম - বাংলার সকল সংবাদ, ঐতিহ্য আর সংস্কৃতির তথ্য নিয়েই আমাদের পথ চলা।

*বিজ্ঞপ্তি*এই ছেলেকে দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে পাওয়া গেছে। সে সঠিকভাবে নাম ঠিকানা বলতে পারছে না...
05/11/2025

*বিজ্ঞপ্তি*
এই ছেলেকে দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে পাওয়া গেছে। সে সঠিকভাবে নাম ঠিকানা বলতে পারছে না। তাহাকে জিজ্ঞাসা করলে তার নাম জাহিদুল, পিতা-রশিদ,বাড়ি-ছাতক বলে জানায়। সে তার গ্রামের নাম কিংবা কোন মোবাইল নম্বর বলতে পারছে না। তার বয়স অনুমান ৯ বছর হইবে। কেউ চিনে থাকলে 01320120920 নাম্বারে বিস্তারিত জানাবেন।

Post: OC Dowarabazar

দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক!বিস্তারিত আসছে…
30/10/2025

দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক!
বিস্তারিত আসছে…

খাসিয়ামারা নদী, দোয়ারাবাজার।
27/10/2025

খাসিয়ামারা নদী, দোয়ারাবাজার।

সুনামগঞ্জ সড়ক দু র্ঘট *নায় শান্তিগঞ্জে বাস খাদে পড়ে হাওরে ঘুরতে আসা মা মেয়ের মৃ*ত্যু আহত অনেকেই।
24/10/2025

সুনামগঞ্জ সড়ক দু র্ঘট *নায় শান্তিগঞ্জে বাস খাদে পড়ে হাওরে ঘুরতে আসা মা মেয়ের মৃ*ত্যু আহত অনেকেই।

16/10/2025
শান্তিগঞ্জে ভয়াবহ সিএনজি দুর্ঘটনা, ৫ জন গুরুতর আহতসুনামগঞ্জের শান্তিগঞ্জ জয়কলস কাজীবাড়ির সামনে ভয়াবহ সিএনজি দুর্ঘটনায় অন...
06/10/2025

শান্তিগঞ্জে ভয়াবহ সিএনজি দুর্ঘটনা, ৫ জন গুরুতর আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ জয়কলস কাজীবাড়ির সামনে ভয়াবহ সিএনজি দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় এক যুবকের হাত দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকে, তবে তিনি জীবিত আছেন। আরও একজন যাত্রী অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন, শান্তিগঞ্জ হাইওয়েতে সিএনজি দুর্ঘটনা এখন প্রায় নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

বাশতলা  স্লুইস গেট (Sluice Gate)
29/09/2025

বাশতলা স্লুইস গেট (Sluice Gate)

সুনামগঞ্জের নীলাদ্রি যেটাকে সবাই ‘বাংলাদেশের সুইজারল্যান্ড’ বলে চেনে। 🇧🇩কিন্তু সত্যিকারের সুইজারল্যান্ড হতে হলে মাত্র ১ ...
26/09/2025

সুনামগঞ্জের নীলাদ্রি যেটাকে সবাই ‘বাংলাদেশের সুইজারল্যান্ড’ বলে চেনে। 🇧🇩
কিন্তু সত্যিকারের সুইজারল্যান্ড হতে হলে মাত্র ১ কিলোমিটার আধুনিক সড়ক প্রয়োজন।
প্রকৃতি আর সৌন্দর্য আছে, শুধু যোগাযোগ ব্যবস্থার অভাবে আমরা পিছিয়ে আছি।
আমাদের দাবি ,তাহেরপুর সুনামগঞ্জ রোড উন্নয়ন করে নীলাদ্রিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।
এটা শুধু আমাদের কথা না এটা হাজারো মানুষের স্বপ্ন। 🙏
আসুন সবাই আওয়াজ তুলি, তাহলেই সম্ভব পরিবর্তন।

‘সব হারিয়ে’ মেয়েকে নিয়েই বেঁচে ছিলেন, সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুজনকেস্বামীর মৃত্যুর পর সম্পদসহ নানা বিষয় নিয়ে পরিবারের অন্...
26/09/2025

‘সব হারিয়ে’ মেয়েকে নিয়েই বেঁচে ছিলেন, সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুজনকে

স্বামীর মৃত্যুর পর সম্পদসহ নানা বিষয় নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে কিছুটা মনোমালিন্য দেখা দেয়। একপর্যায়ে আবেদিতা চৌধুরী (আঁখি) একমাত্র মেয়ে প্রথমা চৌধুরীকে নিয়ে হবিগঞ্জ থেকে চলে আসেন সুনামগঞ্জে। শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। মেয়ে পড়ত শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে, অষ্টম শ্রেণিতে। মেয়েকে নিয়ে সব স্বপ্ন ছিল আঁখি চৌধুরীর। তাকে অবলম্বন করেই বেঁচে ছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় সব কিছু থেমে গেছে। আজ শুক্রবার সকালে সড়কে ঝরে গেছে মা ও মেয়ের প্রাণ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবেদিতা চৌধুরীর (৪০) বাবার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তাঁর বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা প্রণয় দাসের সঙ্গে। বছর আট আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যান।

আজ সকালে দুর্গাপূজা সামনে রেখে মেয়েকে নিয়ে হবিগঞ্জ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবেদিতা। তাঁদের বহনকারী অটোরিকশাটি সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবেদিতা চৌধুরী, তাঁর মেয়ে প্রথমা চৌধুরী ও অটোরিকশা চালক সজল ঘোষ (৫০) মারা যান।
আবেদিতা চৌধুরীর আত্মীয় পবিত্র দাস বলেন, সড়কে একটি পরিবার শেষ হয়ে গেছে। মেয়েকে নিয়ে সব স্বপ্ন ছিল আবেদিতা চৌধুরীর।

সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য জানান, আবেদিতা চৌধুরী মেয়েকে নিয়ে মহিলা পরিষদের সাপ্তাহিক পাঠচক্রে নিয়মিত আসতেন। স্বামী মারা যাওয়ার পর মেয়ের কথা ভেবে আর সংসার পর্যন্ত করেননি। তিনি বলেন, বেপরোয়া ট্রাক মহূর্তেই মা–মেয়েসহ তিনজনের প্রাণ কেড়ে নিল। আসলে সড়ক নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না, যে কারণে সড়কে মৃত্যু বাড়ছে। একেকটি পরিবার শেষ হয়ে যাচ্ছে।
একই সড়কে সম্প্রতি বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন মারা গেছেন। এর আগে ১৩ সেপ্টেম্বর সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটনাস্থলেই জেলা প্রশাসনের জারিকারক সুহেল মিয়া (৩৮) ও সবদর আলী (৩৭) মারা যান।

একই সড়কে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় ৬ সেপ্টেম্বর একটি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনিস্টিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খুশি ও ব্যবসায়ী শফিকুল ইসলাম (৭০) মারা যান। তাঁরা একটি অটোরিকশায় করে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলা শহরে ফিরছিলেন।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস ক্ষোভ প্রকাশ করে করেন, ‘এই সড়কের কয়েক কিলোমিটারের মধ্যে কিছু দিনের মধ্যে দুর্ঘটনায় দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মীসহ আটজনের মৃত্যু হয়েছে। আমরা মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক চলাচল বন্ধের বিষয়ে বিভিন্ন ফোরামে কথা বলি। কিন্তু দায়িত্বশীলেরা কানে তোলেন না। যে কারণে সড়কে মৃত্যু বাড়ছে। অবিলম্বে মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করা উচিত।’

নিউজ: প্রথম আলো।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩আজ সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলা এলাকায় একটি ট্রাক ও সিএনজি...
26/09/2025

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

আজ সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলা এলাকায় একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী যাত্রী ও সিএনজি চালক রয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Beauty Of Sunamganj
25/09/2025

Beauty Of Sunamganj

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলারকারেন্টের বাজারে অবস্থিত বোয়াল চত্বরের অসাধারণ দৃশ্য।  #হাওরের_রাজধানী_সুনামগঞ্জ
25/09/2025

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার
কারেন্টের বাজারে অবস্থিত বোয়াল চত্বরের অসাধারণ দৃশ্য।

#হাওরের_রাজধানী_সুনামগঞ্জ

Address

Sylhet
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনামগঞ্জ ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share