খেইড়

খেইড় সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের নিজস্ব বৈশিষ্টমণ্ডিত সংস্কৃতির সরাসরি সম্প্রচার, গবেষণা ও বিনোদন মূলক পেইজ 'খেইড়'। প্রয়োজনেঃ ০১৭৬৪-২০২৭৫৬

04/11/2025

দাগার কুস্তি- মুক্তাখাই চাঁনপুর ১-৪ গৌরারং
ভেণ্যুঃ মুক্তাখাই মাঠ
৪ নভেম্বর ২০২৫

লাইভ স্পন্সরঃ শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জিন্দাবাজারে অবস্থিত "মেহমান"রেস্টুরেন্টের পরিচালক উজ্জ্বল হোসাইন ভাই।

বাংলা খাবারের আসল স্বাদ, ঘরের উষ্ণতা আর প্রজন্মের ঐতিহ্য- সবকিছু এক ছাদের নিচে সিলেটের সব থেকে বিশাল 'মেহমান রেস্টুরেন্ট'। ১০ নভেম্বর সিলেট জিন্দাবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা সবাই আমন্ত্রিত।

থ্যাংকস 🥀
উজ্জ্বল হোসাইন
গ্রামঃ মুক্তাখাই | শান্তিগঞ্জ | সুনামগঞ্জ।
পরিচালকঃ মেহমান রেস্টুরেন্ট,জিন্দাবাজার,সিলেট।

04/11/2025

মুক্তাখাই চাঁনপুর VS গৌরারং
ভেণ্যুঃ মুক্তাখাই মাঠ
৪ নভেম্বর ২০২৫

লাইভ স্পন্সরঃ শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জিন্দাবাজারে অবস্থিত "মেহমান"রেস্টুরেন্টের পরিচালক উজ্জ্বল হোসাইন ভাই।

বাংলা খাবারের আসল স্বাদ, ঘরের উষ্ণতা আর প্রজন্মের ঐতিহ্য- সবকিছু এক ছাদের নিচে সিলেটের সব থেকে বিশাল 'মেহমান রেস্টুরেন্ট'। ১০ নভেম্বর সিলেট জিন্দাবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা সবাই আমন্ত্রিত।

থ্যাংকস 🥀
উজ্জ্বল হোসাইন
গ্রামঃ মুক্তাখাই | শান্তিগঞ্জ | সুনামগঞ্জ।
পরিচালকঃ মেহমান রেস্টুরেন্ট,জিন্দাবাজার,সিলেট।

04/11/2025

আগামীকাল বুধবার
কাঠালিয়া VS নুরুল্লা এর কুস্তি, ভীমখালি স্কুল মাঠে।
স্পনসর করতে ইচ্ছুক হলে- 01764-202756 (হোয়াটসঅ্যাপ)

মুক্তাখাই চাঁনপুর VS গৌরারংভেণ্যুঃ মুক্তাখাই মাঠ৪ নভেম্বর ২০২৫লাইভ স্পন্সরঃ শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বিশিষ্ট...
03/11/2025

মুক্তাখাই চাঁনপুর VS গৌরারং
ভেণ্যুঃ মুক্তাখাই মাঠ
৪ নভেম্বর ২০২৫

লাইভ স্পন্সরঃ শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জিন্দাবাজারে অবস্থিত "মেহমান"রেস্টুরেন্টের পরিচালক উজ্জ্বল হোসাইন ভাই।

বাংলা খাবারের আসল স্বাদ, ঘরের উষ্ণতা আর প্রজন্মের ঐতিহ্য- সবকিছু এক ছাদের নিচে সিলেটের সব থেকে বিশাল 'মেহমান রেস্টুরেন্ট'। ১০ নভেম্বর সিলেট জিন্দাবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আপনারা সবাই আমন্ত্রিত।

থ্যাংকস ভাই 🥀
উজ্জ্বল হোসাইন
গ্রামঃ মুক্তাখাই | শান্তিগঞ্জ | সুনামগঞ্জ।
পরিচালকঃ মেহমান রেস্টুরেন্ট,জিন্দাবাজার,সিলেট।

Raju Ahmed

নাদিম মাল এবং সাইকুল মালের খেলা নিয়ে বড় ভাই মোসাহিদ মিলটন একটা কথায় মজা লাগাইতে গিয়ে সাইকুল মালকে হেয় করেছেন। যেটা উনার ...
03/11/2025

নাদিম মাল এবং সাইকুল মালের খেলা নিয়ে বড় ভাই মোসাহিদ মিলটন একটা কথায় মজা লাগাইতে গিয়ে সাইকুল মালকে হেয় করেছেন। যেটা উনার মতো একজন মানুষের কাছ থেকে আমাদের সমাজ কোন ভাবেই আশা করেন না।

ঐ দিন রাতেই উনি উনার ভুলটা বুঝতে পেরে ফেইসবুকে লাইভে এসে পুরো কুস্তি ফেডারেশনের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল কুস্তি প্রেমী দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন। একজন মানুষ ভুল করে তার ভুলের জন্য যখন নিজে থেকে ক্ষমা চায় ঐখানে আর কিছু থাকার কথা না। তার পর ও যদি কিছু বাকি থাকে সেটা না হয় কুস্তি ফেডারেশনের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ পরিচালনা কমিটি দেখবেন। কিন্তু আপনারা যারা উনার সম্পর্কে অশালীন কমেন্ট করছেন এটা কি আপনাদের জন্য উচিত হয়েছে? উনি যদি উনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে আপনি কেন আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? যে ভুল করে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে সে মানুষ। আর যে ভুল করে নিজের ভুলের মাঝে অটল থাকে সে অমানুষ। এখন আপনারা যারা ভুল করেছেন নিজেরাই বিচার করবেন আপনি মানুষ নাকি মানুষ রুপি জানোয়ার?

উনার একটা কথাই ভুল ছিল যে সাইকুল মালরে তিন হাজার ফুট মাটির নীচে হারাইলিছে। যেটার জন্য উনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। উনার বাকি কথাগুলো ছিল এবছরের জন্য। আসলে কি সাইকুল মাল এবছর সোহাগ,নাদিম,রিয়াজ,মিলন,বড় মনির, ফকরুল, কামরুল,নয়ন,সুজন,কামরুল,ছোট জুনায়েদ, নুর আহমদ, জনি, মোস্তাক, মামুন,জাহিদ,সয়ফুল ফরিদ, নিজাম,মুরাদ, এই ধরনের প্রথম সারির কোন খেলোয়াড়কে পরাজিত করতে পেরেছে? গত বছর ও পারে নাই আর এবছর এখনো পারে নাই। আর কাল নাদিমের কাছে পরাজিত হয়ে গেল। কুস্তি খেলার কিং হতে গেলে এদের সাথে খেলে এদেরকে পরাজিত করতে হবে। তবে আমার কাছে মনে হয় সাইকুল মালের এই সামর্থ্য আছে।

নিঃসন্দেহে বর্তমান সময়ের একজন তারকা খেলোয়াড় সাইকুল মাল। তার খেলা আমার ও খুব ভাল লাগে। কুস্তি খেলা পরিচালনা করার জন্য ভাটি বাংলা কুস্তি ফেডারেশন রয়েছে। যেকোন ধরনের সমস্যা হলে ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি সাহেবকে অবহিত করলেই এর সুন্দর সমাধান পাওয়া যায়। তাই আমরা নিজেরা একে অপরের মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকি। যারা ভুল করেছেন আশা করছি নিজে থেকে শুধরানোর চেষ্টা করবেন।

পরিশেষে একটা কথাই বলব আমরা যেন কুস্তি খেলা নিয়ে এমন কোন কথা বা কমেন্ট না করি যাহা অন্য জনের মনে আঘাত দেয়।

আবু সালেক | সমন্বয়ক ভাটি বাংলা কুস্তি ফেডারেশন
পরিচালক- গৌরারং কুস্তি টিমের সদস্য

Md. Abu Salek

02/11/2025

আগামীকাল
সুজাতপুর VS জীবদাড়া'র কুস্তি | স্পনসর করতে ইচ্ছুক হলে 01764-202756 (হোয়াটসঅ্যাপ)

02/11/2025

বাংলা খাবারের আসল স্বাদ, ঘরের উষ্ণতা আর প্রজন্মের ঐতিহ্য—
সবকিছু এক ছাদের নিচে সিলেটের সব থেকে বিশাল মেহমান রেস্টুরেন্টে!

খিচুড়ি থেকে ইলিশ, ভর্তা থেকে কাচ্চি —
প্রতিটি পদে আছে বাংলার গল্প, আর ভালোবাসার ছোঁয়া ❤️

এসে উপভোগ করুন ভাঙালিয়ানায় ষোল আনা আয়োজন!

📍 সিতারা ম্যানশন, জিন্দাবাজার পয়েন্ট, সিলেট
উদ্বোধন: ১০ ই নভেম্বর ২০২৫

#মেহমানরেস্টুরেন্ট #ঐতিহ্যবাহীবাংলাখাবার #ভাঙালিয়ানায়ষোলআনা

01/11/2025

সাইকুল মালকে পরাস্ত করে বিজয় উল্লাস নাদিম মালের ভক্তদের

01/11/2025

দাগার কুস্তি_ জগাইরগাঁও ৪-০ সুজাতপুর
স্থান :- জগাইরগাঁও মাঠ।।

স্পন্সরদাতা:- মুনসুর সানি (মোহাম্মদ মুনসুর আলম)
বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা একজন গীতিকার ও সুরকার। সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ থানা, সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামের সন্তান। কুস্তি খেলা নিয়ে অসাধারণ একটি গান রিলিজ হয়েছে Ik music station YouTube channel

কুস্তি খেলা ভাটির খেলা লাগে যে ভাল শত কৌশল আছে যাদের তারা খেলে মালও।। গানটি পেয়ে যাবেন।

তারিখঃ ১ নভেম্বর ২০২৫ ইং
লাইভ | খেইড়

01/11/2025

জগাইরগাঁও বনাম সুজাতপুর।।
স্থান :- জগাইরগাঁও মাঠ।।

স্পন্সরদাতা:- মুনসুর সানি (মোহাম্মদ মুনসুর আলম)
বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা একজন গীতিকার ও সুরকার। সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ থানা, সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামের সন্তান। কুস্তি খেলা নিয়ে অসাধারণ একটি গান রিলিজ হয়েছে Ik music station YouTube channel

কুস্তি খেলা ভাটির খেলা লাগে যে ভাল শত কৌশল আছে যাদের তারা খেলে মালও।। গানটি পেয়ে যাবেন।

তারিখঃ ১ নভেম্বর ২০২৫ ইং
লাইভ | খেইড়

আগামীকাল আসছি জগাইরগাঁও মাঠে, হাই ভোল্টেজ খেলাটি সরাসরি সম্প্রচার করতে, আগামীকাল মনসুর সানি ভাইয়ের লেখা, গ্রাম বাংলার ঐত...
31/10/2025

আগামীকাল আসছি জগাইরগাঁও মাঠে, হাই ভোল্টেজ খেলাটি সরাসরি সম্প্রচার করতে, আগামীকাল মনসুর সানি ভাইয়ের লেখা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কুস্তি খেলা নিয়ে গান টি রিলিজ হবে, গানটি শুনতে চোখ রাখুন, 🌟 IK Music Station ইউটিউব চ্যানেলে
যেখানে থাকবে সুনামগঞ্জের ঐতিহ্য কুস্তি খেলার , স্মৃতিমাখা গল্প আর কুস্তি খেলা হইলো সুনামগঞ্জের এক ঐতিহ্যবাহী খেলা 💪🔥
✍️ 🎼 Lyrics & Tune : Munsur Sunny

✨ Premiere: ১রা নভেম্বর | শনিবার
📺 শুধুমাত্র IK Music Station-এ!

💞 শুনলেই বুঝবেন — এই গানের টান আপনাকে বারবার ফিরিয়ে আনবে সেই শৈশবের মাঠে, কুস্তির রোমাঞ্চে!
🎶 “ও ভাই কুস্তি খেলা” — এক গান, এক ঐতিহ্যের গল্প! 🌾

30/10/2025

মুক্তাখাই চানপুর VS গৌরারং
৪ নভেম্বর মঙ্গলবার, মুক্তাখাই মাঠে। ফিরতি খেলা ৮ নভেম্বর শনিবার, গৌরারং মাঠে।

Address

Sunamganj
Sunamganj
3000

Telephone

+8801764202756

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেইড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেইড়:

Share

Category