03/11/2025
নাদিম মাল এবং সাইকুল মালের খেলা নিয়ে বড় ভাই মোসাহিদ মিলটন একটা কথায় মজা লাগাইতে গিয়ে সাইকুল মালকে হেয় করেছেন। যেটা উনার মতো একজন মানুষের কাছ থেকে আমাদের সমাজ কোন ভাবেই আশা করেন না।
ঐ দিন রাতেই উনি উনার ভুলটা বুঝতে পেরে ফেইসবুকে লাইভে এসে পুরো কুস্তি ফেডারেশনের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল কুস্তি প্রেমী দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন। একজন মানুষ ভুল করে তার ভুলের জন্য যখন নিজে থেকে ক্ষমা চায় ঐখানে আর কিছু থাকার কথা না। তার পর ও যদি কিছু বাকি থাকে সেটা না হয় কুস্তি ফেডারেশনের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ পরিচালনা কমিটি দেখবেন। কিন্তু আপনারা যারা উনার সম্পর্কে অশালীন কমেন্ট করছেন এটা কি আপনাদের জন্য উচিত হয়েছে? উনি যদি উনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে আপনি কেন আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? যে ভুল করে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে সে মানুষ। আর যে ভুল করে নিজের ভুলের মাঝে অটল থাকে সে অমানুষ। এখন আপনারা যারা ভুল করেছেন নিজেরাই বিচার করবেন আপনি মানুষ নাকি মানুষ রুপি জানোয়ার?
উনার একটা কথাই ভুল ছিল যে সাইকুল মালরে তিন হাজার ফুট মাটির নীচে হারাইলিছে। যেটার জন্য উনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। উনার বাকি কথাগুলো ছিল এবছরের জন্য। আসলে কি সাইকুল মাল এবছর সোহাগ,নাদিম,রিয়াজ,মিলন,বড় মনির, ফকরুল, কামরুল,নয়ন,সুজন,কামরুল,ছোট জুনায়েদ, নুর আহমদ, জনি, মোস্তাক, মামুন,জাহিদ,সয়ফুল ফরিদ, নিজাম,মুরাদ, এই ধরনের প্রথম সারির কোন খেলোয়াড়কে পরাজিত করতে পেরেছে? গত বছর ও পারে নাই আর এবছর এখনো পারে নাই। আর কাল নাদিমের কাছে পরাজিত হয়ে গেল। কুস্তি খেলার কিং হতে গেলে এদের সাথে খেলে এদেরকে পরাজিত করতে হবে। তবে আমার কাছে মনে হয় সাইকুল মালের এই সামর্থ্য আছে।
নিঃসন্দেহে বর্তমান সময়ের একজন তারকা খেলোয়াড় সাইকুল মাল। তার খেলা আমার ও খুব ভাল লাগে। কুস্তি খেলা পরিচালনা করার জন্য ভাটি বাংলা কুস্তি ফেডারেশন রয়েছে। যেকোন ধরনের সমস্যা হলে ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি সাহেবকে অবহিত করলেই এর সুন্দর সমাধান পাওয়া যায়। তাই আমরা নিজেরা একে অপরের মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকি। যারা ভুল করেছেন আশা করছি নিজে থেকে শুধরানোর চেষ্টা করবেন।
পরিশেষে একটা কথাই বলব আমরা যেন কুস্তি খেলা নিয়ে এমন কোন কথা বা কমেন্ট না করি যাহা অন্য জনের মনে আঘাত দেয়।
আবু সালেক | সমন্বয়ক ভাটি বাংলা কুস্তি ফেডারেশন
পরিচালক- গৌরারং কুস্তি টিমের সদস্য
Md. Abu Salek