
08/03/2025
__ বৌমা...! এখনও না খেয়ে বসে আছো? আজকেও বাবুর আসতে দেরী হবে নাকি?
__ হ্যাঁ মা মনে হয়।
__ সেকী বাবু বলে দেয়নি লেট হবে? আর যাও বসে থেকো না, খেয়ে নাও। তোমার ছেলেটাও ঘুমিয়ে গেছে। আজ নাহয় ও আমাদের কাছেই ঘুমাক।
__ না না মা! মাঝরাতে আবার উঠে কাঁদলে আপনাদেরই ঘুম নষ্ট হবে। আমি খেয়ে উঠে ওকে নিয়ে আসছি।
__ ঠিক আছে। আগে ঠিক করে খাও তুমি। তারপর। আজকাল ঠিক মতো খাওয়া দাওয়া করছো না তুমি।
__ না না মা, খাই তো।
__ আমি খাবার বেড়ে রেখেছি। পুরোটা যেন খাওয়া হয়।
__ একী? এতো কে খাবে?
__ তুমি, আবার কে?
__ মা...!
__ চুপ। কোনো কথা শুনবো না। পুরোটা খাবে তারপর উঠবে।
মৌ অনেক কষ্টে পুরো খাবারটা শেষ করে ওর শ্বাশুড়ির ঘরে যায় ছেলেকে আনতে।
__ মা!
__ খেয়েছো পুরোটা?
__ হুম্, অনেক কষ্টে।
__ গুড গার্ল। নাও ওকে নিয়ে যাও তাহলে। বললাম আমার কাছে থাক, তা শুনবে না।
__ না মা আজ আমার কাছেই থাক। আপনার ছেলের তো আজকাল দেরী হয় আসতে। আমি একা একা কি আর করবো। ও থাকলে তাও ওর সাথেই দুটো কথা বলতে পারি আরকি।
__ যাও শুয়ে পড়ো। বাবু এলে আমি দরজা খুলে দেবো। তুমি রেস্ট করো।
(আজ হচ্ছে বাবুর! বৌমাকে টাইম না দেওয়া ওর বের করছি।)- মনে মনে বলে মৌয়ের শ্বাশুড়িমা।
কিছুক্ষণ পরেই ডোরবেলটা বেজে ওঠে।
__ সময় হলো আসার?
__ আর বোলো না। সব বাইরের দেশের ক্লায়েন্টগুলোর সাথে কথা বলতে হচ্ছে। তাই এতো দেরী হয়ে যাচ্ছে আজকাল।
__ সবই ঠিক আছে। তাই বলে তুই বৌমাকে তো একটু টাইম দিবি বল? বেচারী সারাদিন একাই থাকে। আমার সাথে আর কতই বা কথা বলবে। তাও মাঝে মাঝে পাশের বাড়ির তনুটা একটু আসে বলে বৌমার ভালো লাগে।
__ কেন মৌ কিছু বলেছে তোমায়?
__ ও মুখচোরা মেয়ে। কিছুই তো বলেনা। উল্টে আমায় বলে তোমার ছেলের কাজের প্রেসার ওকে এসব বোলো না। আমিও তো বুঝি ওর দিকটা। তোর বাবা এরম করলে আমি খুব রেগে যেতাম। সেখানে বৌমা তো তোকে কিছুই বলেনা। কপাল করে বউ পেয়েছিস বাবু। ওকে অযত্ন করিসনা।
__ না মা। আসলে আমারই এটা খেয়াল করা উচিত ছিল। এতো কাজের প্রেসারে ওর সাথে ভালো করে কথা বলাই হয়ে ওঠে না।
__ ঠিক আছে যা খেয়ে নিয়ে একটু সময় কাটা ওর সাথে।
__ হুম্।
খেয়ে উঠে চুপচাপ ঘরে ঢোকে অমিত। মৌ জানেও না অমিত এসেছে। সবে হালকা ঘুমঘুম এসেছে ওর। হঠাৎ কেউ একজন ওকে জড়িয়ে ধরে..!
__ কে কে?
__ কে আবার তোমার একমাত্র বর।
__ ওহ্! ভয় পাইয়ে দিয়েছিলে সত্যি বাবা! এরকম কেউ করে? আরেকটু হলে সোনাই উঠে যেতো।
__ গেলে যেতো। ওরও একটু দেখে রাখা উচিত এখন দিয়েই বাবা মায়ের প্রেমটা। নাহলে বড়ো হয়ে দেখলে ভাববে বাবা মা কী করছে এগুলো। হাহা...!
__ কি ভুলভাল কথা। অনেক রাত হয়েছে শুয়ে পড়ো।
__ উম্..! না। এই নাও এটা তোমার জন্য।
__ কী এটা?
__ খুলেই দেখো না।
__ ওমা আইসক্রিম! থ্যাংক ইউ!
__ বাহ্ এসব শুকনো থ্যাঙ্ক ইউ তে যে হবে না ম্যাডাম!
__ শুকনো থ্যাঙ্ক ইউ টা আবার কি?
__ ওসব থ্যাঙ্ক ইউ লাগবে না। অন্য কিছু হলে ভালো লাগবে।
__ আচ্ছা এই নাও একটা বাইট দিচ্ছি আইসক্রিমের। খুশি?
__ ধুর!
__ এই কী হয়েছে বলোতো?
__ আমার আজ খুব প্রেম করতে ইচ্ছা করছে। তোমায় আমি একদম সময় দিতে পারিনা গো। সরি!
__ আমি কী সেসব নিয়ে কখনও কিছু বলেছি ?
__ জানি তুমি বলবেও না। আমায় এতো ভালোবাসো তাই আমার কোনো দোষই তুমি দেখতে পাওনা। যাইহোক..! এসব কথা থাক এখন..!
__ তো এখন হবে টা কী?
__ এখন....!
এরপর, অমিত মৌয়ের ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়।
__ ধ্যাত! সোনাই উঠে যাবে।
__ উঠুক গে। আমার বউকে ভালোবাসছি এখন। ওর দেখে রাখা উচিত ভবিষ্যতে ওর কাজে লাগবে।
__ যা তা একটা।