হসন্ত প্রকাশন

হসন্ত প্রকাশন হসন্ত প্রকাশনী – হৃদয়কে জাগায়, চিন্তাকে আলো দেয়।
(1)

17/09/2025

১৯৯ টাকায় ৫ টি বই সাথে থাকবে সুন্দর কুটুমুটু বুকমার্ক।

বইয়ের নাম: তবুও ভালোবাসবলেখক: আদিব সালেহ—Adib Saleh প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫আদিব সালেহ রচিত 'তবুও ভালোবাসব' বইটি এক হৃ...
17/09/2025

বইয়ের নাম: তবুও ভালোবাসব
লেখক: আদিব সালেহ—Adib Saleh
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

আদিব সালেহ রচিত 'তবুও ভালোবাসব' বইটি এক হৃদয়বিদারক বাস্তবতার গল্প। এখানে তুলে ধরা হয়েছে হিন্দুত্ববাদীদের সেই ভয়ংকর ষড়যন্ত্র, যা মুসলিম সমাজে মুসলিম নারীদের মর্যাদা ও নিরাপত্তা ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। সমসাময়িক কিছু সংগঠিত ঘটনার সারমর্ম লেখক গল্পের আকারে উপস্থাপন করেছেন।

বইটি পড়তে পড়তে পাঠকের গায়ে কাঁটা দেবে, চোখ ভিজে উঠবে অজান্তেই। মুসলিম বোনদের ওপর সংঘটিত ভয়ংকর ঘটনাগুলো পাঠককে যেমন কাঁদাবে, তেমনি শিহরিত করবে। বর্তমানে ভারতে “লাভ জিহাদ” নিয়ে যেভাবে বিতর্ক চলছে—যেখানে হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে—তার বিপরীতে হিন্দুত্ববাদীরা নতুন ফাঁদ পেতেছে। তারা হিন্দু যুবকদের ব্যবহার করে মুসলিম নারীদের সতীত্ব ও সর্বস্ব কেড়ে নিচ্ছে চতুর ফাঁদে ফেলে।

পুরো বইটিতে বারবার প্রতিধ্বনিত হয়েছে আল্লাহর সতর্কবার্তা—
সূরা আলে ইমরান, আয়াত ১১৮:
“হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ছাড়া অন্যকে অন্তরঙ্গ বন্ধু করো না; তারা তোমাদের ক্ষতির কোনো সুযোগ ছাড়বে না, তারা চায় তোমরা দুঃখ-কষ্টে পতিত হও।”

বইটি কেবল কিছু গল্প নয়, বরং এক ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি, যা আমাদের সচেতন করে তোলে এবং মুসলিম জনপদের জন্য গভীর চিন্তার খোরাক জোগায়।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য তৈরি হোন❤️
16/09/2025

প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য তৈরি হোন❤️

যে যাই বলুক, আল্লাহ তায়ালার নির্দেশনা আর রাসুল ﷺ এর সুন্নাহ না মানলে মানুষ ক্ষতিগ্রস্ত হবেই। যত ভালো নিয়ত থাকুক কিংবা ...
16/09/2025

যে যাই বলুক, আল্লাহ তায়ালার নির্দেশনা আর রাসুল ﷺ এর সুন্নাহ না মানলে মানুষ ক্ষতিগ্রস্ত হবেই। যত ভালো নিয়ত থাকুক কিংবা যত বড় কল্যাণময় কাজ হোক—আল্লাহ ও তাঁর রাসুল ﷺ এর দেখানো পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করলে জীবন ধ্বংস হবে, ঈমান-আমল বরবাদ হবে—এটাই চূড়ান্ত এবং পরীক্ষিত ঘোষণা।

বই—তবুও ভালোবাসব!

একটি বই যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য বীরত্ব, ঈমান, আর ত্যাগের অনুপ্রেরণা।
16/09/2025

একটি বই যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য বীরত্ব, ঈমান, আর ত্যাগের অনুপ্রেরণা।

আপনার দৈন্দিন  আমলে সঙ্গী করে রাখুন এই বইটিকে।
15/09/2025

আপনার দৈন্দিন আমলে সঙ্গী করে রাখুন এই বইটিকে।

আসলে দুঃখ যদি কারো ভাগ্যের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে যায়, কে আছে তাকে রাহু মুক্ত করে। আমার জীবনের মেঠোপথ ছিল সর্বদাই কর্দ...
15/09/2025

আসলে দুঃখ যদি কারো ভাগ্যের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে যায়, কে আছে তাকে রাহু মুক্ত করে। আমার জীবনের মেঠোপথ ছিল সর্বদাই কর্দমাক্ত। কখনো সেখানে সূযোদয়ের প্রথম কিরণ থমকে দাঁড়ায়নি। শুকোতে দেয়নি আমার চলার পথ। তবুও থেমে থাকেনি আমার স্বপ্ন ওড়ানোর নাটাই-ঘুড়ি। মুক্ত আকাশে তারে বারেবারে উড়াতে চেয়েছি। ছুঁতে চেয়েছি অসীম আকাশে চূড়ো। কিন্তু সবই ছিল জীবনের সাথে কঠিন বোঝা-পড়ার খেলা। আমি হেরে গিয়েছি- বারবার, বহুবার।..

বই স্বপ্নের ভাঙা সাঁকো
পেজ:৬৭

আহা! কত মধুর ছিল ফেলে আসা ঐ দিনগুলো। ছোট্ট সাজানো সংসার, ছবির মতো পরিপাটি। দুরন্ত শৈশব! মা-বাবার পরম মমতার আঁচল। অভাব থা...
14/09/2025

আহা! কত মধুর ছিল ফেলে আসা ঐ দিনগুলো। ছোট্ট সাজানো সংসার, ছবির মতো পরিপাটি। দুরন্ত শৈশব! মা-বাবার পরম মমতার আঁচল। অভাব থাকলেও সুখের কোনো ঘাটতি ছিল না। সুখগুলো উপচে পড়তো যেন। জীবননদীর চারপাশ ছাপিয়ে ছুটে বেড়াতাম ঘাসফড়িংয়ের পিছু পিছু আর আমার পিছনে চরম বিষণ্ণতা নিয়ে দৌড়ে বেড়াতো আমার বোন। আমার স্বপ্ন অপ্সরা নিঃশব্দে নিভৃতে ঝরে পড়া পাতার মতো আজ আমি একা। নিকট অতীতের সেই পৃথিবীতে আর কেউ নেই আমার। কূল-তীর হারা নিঃস্ব এই আমি এখন মরণকে খুঁজে ফিরি। পৃথিবীর কোনো ঔষধ আমাকে ভালো করতে পারবে না। আমি যেন মরণরোগী।..

মোহাম্মদ আবু ইউসুফ ভাইয়ের লেখা বই থেকে..
বই: স্বপ্নের ভাঙা সাঁকো
পেজ:২৪

14/09/2025

বলো যারা জানে, আর যারা জানে না তারা কি এক সমান? জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। -সূরা যুমার;৯

পরিবর্তনটা আপনাকেই আনতে হবে, আপনার পরিবর্তনের দায়িত্ব কেউ হাতে তুলে নেবে না। অন্যের সময় কোথায় এমনটা করার?স্বপ্নটা আপন...
14/09/2025

পরিবর্তনটা আপনাকেই আনতে হবে, আপনার পরিবর্তনের দায়িত্ব কেউ হাতে তুলে নেবে না। অন্যের সময় কোথায় এমনটা করার?স্বপ্নটা আপনাকেই সাজাতে হবে। আপনার স্বপ্নটা কেউ রাঙিয়ে দেবে না। স্বপ্নটা যে কেবলই আপনার! আপনিও কি কখনো দায়িত্ব নেন অন্যের স্বপ্ন সাজানোর?ভালোটা আপনাকেই থাকতে হবে। আপনাকে ভালো রাখতে কেউ এগিয়ে আসবে না। দিন শেষে মন খারাপের ভার আপনাকেই বইতে হবে। ব্যথাভরা নির্ঘুম রাত হুট করেই ভোরের আলো দেখে না।কেউ আপনাকে বুঝবে না। আপনারই নিজেকে তৈরি করে সবাইকে নিজের মূল্য বুঝিয়ে দিতে হবে। গুরুত্বহীন জিনিসে কেউই মূল্য দিতে চায় না।আপনাকে কেউ মূল্য দেবে না। সমাজ যেন আপনাকে মূল্যায়ন করে, সে পথ আপনাকেই বের করতে হবে। সফল মানুষদের ভিড়ে ব্যর্থতার গল্প কারোই ভালো লাগে না..

ফিলিস্তিনি মুসলিমদের ওপর দখলদার ইহুদিদের নির্বিচার জুলুম-নির্যাতন এবং দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের এই প...
14/09/2025

ফিলিস্তিনি মুসলিমদের ওপর দখলদার ইহুদিদের নির্বিচার জুলুম-নির্যাতন এবং দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের এই প্রতিরোধযুদ্ধ নতুন কোনো ঘটনা নয়। এটা তো উসমানি খেলাফতের পতন-পরবর্তী ফিলিস্তিনে ইহুদি অনুপ্রবেশের পরের প্রতিদিনের ঘটনা। ফিলিস্তিনিরা তো জন্ম থেকেই নিপীড়নের শিকার। তাই তো তারা আজন্ম প্রতিরোধযোদ্ধা।
এহেন পরিস্থিতিতে দিলের গভীর থেকে বারবার মনে হচ্ছিল সংক্ষিপ্ত তবে সারগর্ভ আলোচনাসমৃদ্ধ এমন একটি বই লিপিবদ্ধ হওয়া উচিত, যাতে থাকবে ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাস, ইহুদিদের ফিলিস্তিন দখল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, ফিলিস্তিনে খ্রিষ্টানদের স্বার্থ, চলমান জুলুম-নিপীড়নে কুফরি বিশ্ব ও মুসলিমবিশ্বের ভূমিকা, ফিলিস্তিনি মুসলিমদের ভয়ংকর ভবিষ্যৎ ও আমাদের করণীয় সম্পর্কে। এই সকল বিষয় বিবেচনা করেই বক্ষ্যমাণ বইটি সাজানো হয়েছে।
সম্মানিত পাঠক! আসুন নিকট অতীত ও বর্তমানের তিনজন বিদগ্ধ মনীষীর কলমে ফিলিস্তিন ও তার অধিবাসীদের জানি নতুন করে!..

লজ্জা হলো যুগপরম্পরা যাবৎ মানবজাতির এক শ্রেষ্ঠত্বের উত্তরাধিকার। প্রতিটি মানবসমাজ একইভাবে এর উত্তরাধিকারে ভূষিত হয়েছে। প...
14/09/2025

লজ্জা হলো যুগপরম্পরা যাবৎ মানবজাতির এক শ্রেষ্ঠত্বের উত্তরাধিকার। প্রতিটি মানবসমাজ একইভাবে এর উত্তরাধিকারে ভূষিত হয়েছে। প্রকৃতপক্ষে লজ্জা হলো সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব ও মূল্যবোধীয় ঝরনার উৎস। এ কারণেই তো (লজ্জার আরবি) ‘হায়া’ শব্দটি ‘হায়াত’ শব্দের নিঃসৃত রূপ। কেননা, জীবন ও লজ্জার মাঝে সুগভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান; জীবন যেমন সৃষ্টি করতে চায় প্রাণচঞ্চলতা ও উদারতার, তদ্রূপ লজ্জাও মানবজাতির প্রতিটি অংশের চরিত্রগুণসমৃদ্ধ সমাজের মাঝে সে ধরনের প্রাণচঞ্চলতা ও উদারতার প্রতিচ্ছবি তৈরি করতে চায়।..

Address

Banglabazer
Sutrapur
DHAKA

Telephone

+8801628037591

Website

Alerts

Be the first to know and let us send you an email when হসন্ত প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category