ARAF Lifestyle

ARAF Lifestyle Facebook এ সফল হতে এসেছি বেইমানি নয়।

20/09/2025

টাইটানিকের গল্প (সংক্ষিপ্তভাবে):

টাইটানিক ছিল বিশ্বের অন্যতম বড় যাত্রীবাহী জাহাজ। এটি হোয়াইট স্টার লাইন কোম্পানি তৈরি করেছিল এবং ১৯১২ সালের এপ্রিল মাসে প্রথম যাত্রা শুরু করে।

🚢 জাহাজের পরিচিতি:

দৈর্ঘ্য: প্রায় ২৬৯ মিটার

উচ্চতা: ৫৩ মিটার

যাত্রী ধারণ ক্ষমতা: প্রায় ২২০০+ জন

এটিকে বলা হতো “অডুবনীয় জাহাজ” (Unsinkable Ship)

🌊 প্রথম যাত্রা:
১৯১২ সালের ১০ এপ্রিল, টাইটানিক ইংল্যান্ডের সাউদ্যাম্পটন বন্দর থেকে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে ধনী-গরিব, ব্যবসায়ী, শ্রমিক, এমনকি নতুন জীবনের স্বপ্ন নিয়ে অভিবাসীরাও ছিলেন।

🧊 দুর্ঘটনা:
১৪ এপ্রিল রাত প্রায় ১১:৪০ মিনিটে জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা খায়। আঘাতে জাহাজের নিচের অংশ ফেটে যায়, ফলে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

⚠️ ত্রুটি:

পর্যাপ্ত লাইফবোট ছিল না (২২০০ যাত্রীর জন্য লাইফবোট ছিল মাত্র ১১৭৮ জনের)।

বরফখণ্ডের সতর্কতা থাকা সত্ত্বেও গতি কমানো হয়নি।

💔 পরিণতি:
১৫ এপ্রিল ভোরের দিকে টাইটানিক ডুবে যায়। প্রায় ১৫০০ জন মারা যায় এবং মাত্র প্রায় ৭০০ জন বেঁচে যান। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা।

🎬 পরে:
এই দুর্ঘটনার পর থেকে সমুদ্রযাত্রায় নিরাপত্তা আইন আরও কঠোর করা হয়। টাইটানিকের গল্প নিয়ে অসংখ্য বই, গবেষণা এবং বিখ্যাত চলচ্চিত্র তৈরি হয়েছে।

17/09/2025

যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না

16/09/2025

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

14/09/2025

বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হয়ে উড়ে জেতাম সোনার মদিনায় রে,,,

12/09/2025

মন মাঝি খবরদার আমার তরী জেন ভেরেনা আমার নৌকা জেন ভেরেনা।

11/09/2025

আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন।

10/09/2025

তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে।

09/09/2025

কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে।

08/09/2025

আমার মত এত সুখী নয়তো কারো জীবন। .

06/09/2025

তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো।

31/08/2025

আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও।

18/08/2025

পৃথিবী নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, তােমার লক্ষ্যে নিবেদিত হও, মানুষের কাজ হল বলা, তারা বলুক।

Address

Aramkati, Shantirhat
Swarupkati

Alerts

Be the first to know and let us send you an email when ARAF Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share