SAKIL

SAKIL Thanks For Visiting Our page

23/05/2025

যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়,
মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়।
https://youtu.be/2Clha8sMcjc?si=r65v8Ec1dCpLLkEb

~ নিজেকে নিজেই সামলাতে শিখো; যা দেখছো সব মোহ মায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ...আর মানুষের কথা বলছো সে তো আবহাওয়ার চেয়ে প...
27/04/2025

~ নিজেকে নিজেই সামলাতে শিখো; যা দেখছো সব মোহ মায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ...আর মানুষের কথা বলছো সে তো আবহাওয়ার চেয়ে পরিবর্তনশীল! 💚🌼

শুধু একটা খা'রাপ অ'তীতের জন্য কত মানুষ ভালোবাসতে ভ'য় পায়!💔😅
27/04/2025

শুধু একটা খা'রাপ অ'তীতের জন্য কত মানুষ ভালোবাসতে ভ'য় পায়!💔😅

“খুব কি ক্ষতি হতো?”আমাদের বোধহয় পরিচিত হওয়াটাই ছিল মস্ত বড়ো ভুল; অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এজন্মে। নাই-বা চিনতাম তোমা...
25/04/2025

“খুব কি ক্ষতি হতো?”
আমাদের বোধহয় পরিচিত হওয়াটাই ছিল মস্ত বড়ো ভুল; অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এজন্মে। নাই-বা চিনতাম তোমায়, নাই-বা জানা হতো তোমায় সব স্বরবর্ণের মতো করে ধরে ধরে।

নাই-বা শুনতাম তোমার কণ্ঠস্বরের শিলালিপি সুর; নাই-বা ঘেঁষতাম দুজনে আজন্মের দূরত্ব চিড়ে খুব কাছাকাছি।

তাতে খুব কি ক্ষতি হতো?
কিছু পরিচয়ের পরিণামটা সবসময় সুন্দর হতে দেখেনি। এক পৃথিবীর বুক জুড়ে না হয় অপরিচিত হয়েই রয়ে যেতাম দুজন এজন্মের তর।

-যে থাকতেও চায় না, তাকে ধরে রাখার মানে নিজের অস্তিত্বকে ছোট করে দেখা।ভালোবাসা যদি একপাক্ষিক হয়, তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়...
23/04/2025

-যে থাকতেও চায় না, তাকে ধরে রাখার মানে নিজের অস্তিত্বকে ছোট করে দেখা।
ভালোবাসা যদি একপাক্ষিক হয়, তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়ায়।
আমি তো কাউকে বাধা দেই না, শুধু চেয়ে দেখি—কারা রয়ে যায় নিজের ইচ্ছায়।
সবাই আসলেও, থেকে যাওয়াটা দামি।
যে থাকতে জানে না, তার জন্য মন ভাঙানো বোকামি ছাড়া কিছু না..!!❤️‍🩹

অনেকেই বলবে 'আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকব' এদের কথা গুলো সম্পূর্ণ ভুল দিনশেষে আপনিই শুধু আপনার! আপনি একাই! 💚
23/04/2025

অনেকেই বলবে 'আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকব' এদের কথা গুলো সম্পূর্ণ ভুল দিনশেষে আপনিই শুধু আপনার! আপনি একাই! 💚

তোমারই হয়েছে বিজয় ধন্য তোমার অভিনয় 🥲🥲
21/04/2025

তোমারই হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয় 🥲🥲

28/03/2025

অনেক অনেক মানুষকে অতিক্রম করে অবশেষে আমরা ঠিক নির্দিষ্ট একজনের কাছে ধরা দিই যাকে আর কোনোভাবেই পার করা যায় না। সমস্ত রকম কাঁটাকুঁটি অদ্ভুতভাবে মিলে যায়,, ভালো-খারাপ-চোখের জল-রাতের ঘুম- সমুদ্র সমান আনন্দ সবটা ওই একজনকে ঘিরেই সুঁই-য়ের মতো গেঁথে থাকে।

15/03/2025

তুমি আমার প্রিয়তমা

আবেগীয় মন হচ্ছে, আমাদের বিপদকে সনাক্ত করার রাডার।
01/01/2024

আবেগীয় মন হচ্ছে, আমাদের বিপদকে সনাক্ত করার রাডার।

বিশ্বাস করে হায় চিরদিনকারো কারো কষ্ট মেনে নিতে হয়....সুখেরি কারণে কেউ কেউবেশীটাই করে যায় মিছে অভিনয়...। .
31/12/2023

বিশ্বাস করে হায় চিরদিন
কারো কারো কষ্ট মেনে নিতে হয়....
সুখেরি কারণে কেউ কেউ
বেশীটাই করে যায় মিছে অভিনয়...। .

Address

Kaurikhara
Swarupkati
8522

Alerts

Be the first to know and let us send you an email when SAKIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAKIL:

Share