ROW Gaming

ROW Gaming Entertainment
(6)

09/09/2025

জীবন খুবই ছোট! মানুষকে ক্ষমা করুন! সাহায্য করুন!
কৃতজ্ঞ থাকুন! ভালোবাসুন এবং হাসুন! দেখবেন! সুখী থাকবেন ❤️

- পুরো একটা জেনারেশন ২০১৮–১৯ সালকে খুব মিস করে আর বলে—ইস! যদি আবার ফিরে যেতে পারতাম। সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে সেরা সম...
02/09/2025

- পুরো একটা জেনারেশন ২০১৮–১৯ সালকে খুব মিস করে আর বলে—ইস! যদি আবার ফিরে যেতে পারতাম। সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে সেরা সময় ছিল ২০১৮–১৯ 🤍

01/09/2025

সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে, পরিবারের সবাইকে কোনো একটা বিষয় নিয়ে একসাথে হাসতে দেখা!🥺🤍

😂
01/09/2025

😂

৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেলো বাংলাদেশ। সেই সাথে সিরিজ ও জিতে গেলাম।।
01/09/2025

৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেলো বাংলাদেশ।
সেই সাথে সিরিজ ও জিতে গেলাম।।

01/09/2025

মানুষ গল্পে বাঁচে!

মানুষের মাথায় একটা দীর্ঘ জীবনের গল্প সেট হয়ে আছে!

গল্পে সে নিজে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। তার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার। তার পছন্দের সেই ক্যারেক্টার অনুযায়ী সে চুল কাটে, কাপড় কিনে।

নানা রকম পপুলিস্ট সামাজিক কায়দায় চলাফেরা করে।

ভালোবাসার মানুষ খুঁজে। নিজেরে নানা ব্যখ্যায়, নানা আচরণে মোরাল কারেক্ট হিসেবে মানুষের সামনে সে প্রকাশিত হয়।

তার ভুল নাই।
নিজের ভুল নিয়ে মানুষ বাঁচতে পারেনা।
ভিতরের তরতাজা অপরাধ বোধ নিয়ে মানুষের পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা কঠিন।

তার করা নানা রকম ভুলের / অপরাধের নানা রকম ব্যাখ্যা তার দাড় করানো লাগে!

নিজের জীবন, নিজের ইমেজ সম্পর্কিত যে গল্পটা আপনি দাড় করান সেইটা নির্ভর করে আপনার চাইল্ড হুডের উপর, আপনার আশেপাশে থাকা বড়দের আইকিউ, তাদের আলাপের বিষয়, ধরন
কম বয়সে আপনার দেখা মুভি, নাটক ইত্যাদি।

কোন গল্প ভালো, কোনটা সারফেস লেয়ারের বোকা বোকা গল্প, কোনটা ভুল, এইসব মূল কথা না।

মূল কথাটা হচ্ছে,
মানুষের উচিৎটা কি আসলে?

মানুষকে অনবরত সত্য জানানো?

একের পর এক গল্পের মূল উপাদান, জীবন এবং মানুষ সম্পর্কে বিশ্বাস করা অজস্র স্টেরিওটাইপ ভেঙে দেয়া?

তারে জানানো যে মানব জীবন, এন্টারটেইনমেন্ট ইনডাস্ট্রির মেলোড্রামাটিক সিনেমা না?

কেউ তোমারে নায়ক / নায়িকা ভাবতেছেনা কোথাও!

কম বয়সে এইরকম একটা আগ্রহ অনেকের হয়।

নিজের শার্প্নেস, ইন্টেলিজেন্স চাইখা দেখার একট মরবিড আগ্রহ, কলেজ ইউনি পড়া, স্মার্ট ব্রেইনের হয়।

পরিবারের নানা জনের সাথে সে তর্কে জড়ায়।
ধরে ধরে বহু মানুষের ইমাজিনেটিভ জীবন ভাইঙ্গা দিতে চায় সাদাকালো তীব্র বাস্তবতার লজিকে!

সে ব্রেইন ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠলে
সে বুঝতে শিখে, সত্য সবার জন্য জরুরি নহে!

গল্প যেমনই হোক, মানুষটা যেমন ভাবেই জীবন ব্যাখ্যা করুক, ইন্টারপ্রিট করুক

সব মস্তিষ্ককে, সব রকম সত্য জানানোর দরকারই নেই!

সে বাঁচুক তার নিজের মতন, নিজের গল্পে, বোকা বোকা হইলেও সে বেঁচে থাক।

সব গল্প মুছে দিলে, সব স্টেরিওটাইপ ভেঙে দিলে,
সব রঙিন মিথ্যা, বিশ্বাস, পছন্দ বদলে দিলে

সে বাঁচবে কি নিয়ে?

উদ্দেশ্যহীন, গল্পহীন, সেন্স অফ ভিক্টোরি হীন, ইগোহীন, করুন, সাদামাটা সত্য বইবার মতন দু:সাহস কটা হৃদয়ের আছে?🤍

মানুষ আসে আর যায়।
30/08/2025

মানুষ আসে আর যায়।

30/08/2025

বাংলাদেশের বর্তমানের সেরা স্পিনার তানভীর..! 😫🫶❤️‍🩹

29/08/2025

একসময় মোবাইল ইন্ডাস্ট্রিতে Nokia ছিল সমুদ্রের ঢেউয়ের মতো।
গর্জন, শক্তি, বাজার দখল— সবই তাদের হাতে।তারা ভাবত “আমাদের সামনে কে দাঁড়াবে?” কিন্তু ঢেউ যেমন গর্জন করে এগোয়,

অন্যদিকে Apple ছিল পাহাড়ের মতো। তারা নীরবে ধৈর্য ধরে কাজ করছিল। পাহাড় যেমন অহংকার করে না,তেমনই Apple চুপচাপ ইনোভেশনে বিনিয়োগ করল।

শেষমেশ সেই স্থিরতা আর ধৈর্যের শক্তিতেই তারা ঢেউ ভেঙে বাজার দখল করল।

আমাকে যখন কেউ জিজ্ঞেস করে—
“পাহাড় না সমুদ্র, আপনার কোনটি প্রিয়?”
আমি বলি, পাহাড়।
কারণ যারা আমাকে পাথর হতে সাহায্য করেছে,তাদের জন্য আমি পাহাড়ের মতো হয়ে থাকতে চাই।
সমুদ্রের মতো তারা যত বড় ঢেউ হয়ে আসুক, শেষমেশ মাথা নত করে ভেঙে পড়তে হবে পাহাড়ের কাছে।।।।

প্রতিদ্বন্দ্বী সবসময় ঢেউয়ের মতো আসবে—
কখনো বাজারে চমক দেখাবে, কখনো উচ্চস্বরে গর্জন করবে।
কিন্তু যদি আমরা পাহাড়ের মতো স্থির থাকি—
ধৈর্য আর দৃঢ়তায় বিশ্বাস রাখি, তাহলে ঢেউ যত বড়ই হোক, পাহাড়ের সামনে চূর্ণ হয়ে ফিরে যাবে।

27/08/2025

শেষেরটা নিঃসন্দেহে আমার বান্ধবী.! 🐸🥹আপনার কোন বান্ধুবি? 🤣🤣মেনশন করুন🤣🤣🤣🤣🤣😆😆🤣🤣

Address

Swarupkati

Telephone

+8801877752531

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROW Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ROW Gaming:

Share