16/08/2024
রাজা কার?
মেজবা মিজু
রাজা কার?
তোমার না কি আমার?
পালা বদলের ক্ষণ,
তুমি পক্ষে, তুমি দেশপ্রেমিক ;
আমি বিপক্ষে,আমি বিদ্রোহী ;
তবে রাজা কার?
রাষ্ট্রের না কি স্বার্থের?
রাজা দাবার কোটের মহা নায়ক,
আর তুমি আমি ২০০ টাকা পারিশ্রমিকের পার্শ্বচরিত্র!
যার নাম প্রজা!
তুমি আমিই তার পুঁজি,
রাষ্ট্রের বাজারে সময় ফুরোনো পঁচা মাল,
কিংবা সর্বহারা জুয়ার কোট।
তবে রাজা কার?
রাজপথের না কি ফুটপাতের?
তুমি আমি রাজার ব্যবহারিক খাতার
এক একটি পৃষ্ঠা,
প্রয়োজন শেষে ফেরিওয়ালার ঝুড়িতে
নয়ত স্তুপেই মেলে পরিচয়!
ঐ যে সময়ের প্রয়োজন,
ঝালমুড়ির ঠোঙা হও
নাহয় জমে থাকা ধূলোয় চাপা পরো!
রাজা কার?
তোমার না কি আমার?
রাজা যারই হোক
তাতে তোমার আমার লোম ছেঁড়া!