আবেগ

আবেগ ---

11/06/2025

্মেই _তোমাকে_পাওয়ার_জন্য_বেহায়া_হই..💔😓

 #তোমার_কি_মনে_আছে? সেই দিনটির কথা, যেদিন আমি সর্বপ্রথম তোমার হাত স্পর্শ করেছিলাম,সত্যি বলতে আমার অনুভূতিটা একটু অন্যরকম...
11/06/2025

#তোমার_কি_মনে_আছে? সেই দিনটির কথা, যেদিন আমি সর্বপ্রথম তোমার হাত স্পর্শ করেছিলাম,

সত্যি বলতে আমার অনুভূতিটা একটু অন্যরকমে ছিল,,

ভালো তো বাসতে পারে সবাই, কিন্তু সেই ভালোবাসার মূল্য দিতে পারে কয়জন,

এই মানুষগুলোর ভিতরে তুমিও আছো,, ভালোবেসে ছিলাম আমি কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারো নি।

সত্যি বলতে বুকের বা পাশে এখনো তোমার জন্য অনেকটাই জায়গা পড়ে আছে

আফসোস এই জায়গায় কেউ কখনো আসতে পারবে না যতদিন বেচে আছি এই জায়গাটা তোমারই থাকবে,,,

10/06/2025

পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণার বোধহয় এক মানুষে আসক্ত থাকা! 😓😓

পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণা বোধহয়, এক মানুষে আসক্ত থাকার পরেও সেই মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া!। ঠিক সেই মানুষই যখন আপনাকে বুঝতে চাইবে না, ধরেও না ধরার মতো করে থাকবে, কথা বলবে না, সময় দিবে না, সেই অনুভূতিটা আসলেই খুব বাজে!।

একজনে তৃপ্ত থাকা দোষের কিছু নয়, বরং এটা আনন্দের। আর সেই আনন্দ ঠিক তখনই আসে, যখন ঐ একটা মানুষ আপনাকে বুঝতে পারে। আপনাকে তৃপ্ত রাখতে সে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে।

কিন্তু যে মানুষটা আপনাকে বোঝে না, আপনার কোনো খোঁজ রাখে না, আপনি বেঁচে আছেন কিনা, ঠিক আছেন কিনা, যে এতটুকু কেয়ার করে না, তার প্রতি আসক্তি দিনদিন বাড়লেও যন্ত্রণায় আপনি কাতরাতে থাকবেন!

একজন মানুষে আসক্ত থাকার ব্যাপারটা তখনই সুন্দর হয়, যখন সে আপনাকে তৃপ্ত রাখে, খুশি রাখে। যে মানুষটার কাছ থেকে আপনি সব পাচ্ছেন, সেই মানুষটাকে ঠকাতে গেলেও আপনাকে হাজারবার ভাবতে হবে!। পৃথিবীর এটা অপরিহার্য নিয়ম। যে মানুষটা আপনাকে বিন্দুমাত্র বুঝবে না, সেই মানুষটার প্রতিই আপনার অনুভূতি কাজ করবে। যে মানুষটার বিন্দুমাত্র সময় নেই আপনার জন্য, ঘুরেফিরে সেই মানুষটার সঙ্গ পেতে আপনি মরিয়া হয়ে থাকবেন। যে মানুষটা আপনাকে অবহেলার চরম মাত্রায় ফেলে রাখবে, সেই মানুষটার প্রতিই আপনার দুর্বলতা কাজ করবে,, আর আপনি ঠিক তার ভালোবাসাই কামনা করবেন।

আর তাই তো একজনে আসক্ত থাকা মানুষগুলো নিতান্তই অসহায়! সেই নির্দিষ্ট একটা মানুষই তাদের বুঝতে চায় না। অথচ বিকল্প খোঁজা মানুষগুলোর একজন না বুঝলেও, আরও হাজার জন তাদের বিকল্প হিসাবে থাকে!।❤️❤️💔

যাকে হারানোর ভয়ে বুকে ভেতর উত্তাল সমুদ্র প্লাবিত হয়, তাকে ছাড়াই আমৃত্যুকাল বেঁচে থাকতে হয়!তোমাকে ধরে রাখার জন্য দু'হ...
09/06/2025

যাকে হারানোর ভয়ে বুকে ভেতর উত্তাল সমুদ্র প্লাবিত হয়, তাকে ছাড়াই আমৃত্যুকাল বেঁচে থাকতে হয়!

তোমাকে ধরে রাখার জন্য দু'হাত বাড়িয়েছিলাম, কিন্তু তুমি,, তুমি ছিলে বালির মতো-যতই মুঠো বন্ধ করেছি, ততই ফাঁক গলে ঝরে পড়েছো।

মস্তিষ্ক স্থির হয়ে যায় মাঝেমধ্যে। হাজারো ব্যস্ত রেখেছি নিজেকে, তাও কেন জানি এক মুহূর্তের জন্যও স্মৃতি ফেলতে হয় না। আর মানুষ বলে ব্যস্ত হয়ে গেলে নাকি সব ভুলে যায়!! যারা ভালোবাসা পেয়ে গেছে তারা তো বলবেই ভালোবাসা সুন্দর,ভালোবাসা হারিয়ে যারা রাতে ঘুমাতে পারে না, তারাই জানে ভালোবাসা কত ভয়ংকর...!

তুমি চাইলে সব হত! আমাদের একটা প্রেম হত, সংসার হত, ঘর হত। কিন্তু, তুমি চাইলে না!! হ্যাঁ!
তুমি চাইলেই একসাথে সারাজীবন দু'জন থাকতাম, আমাদের কত শত স্বপ্ন ছিল, কিন্তু তুমি চাইলে না বলে আজ দুজন দুই পথে।
সে ঠিকই চেয়েছে তবে অন্য কাউকে" যেমন ভাবে আমি তাকে চেয়েছিলাম!!🥱

 #কিছু_কিছু_অনুভূতি_এমন_হয়, যা বোঝার চেষ্টা করলেও বোঝা যায় না!!অনুভূতির কোনো শেষ নেই, একটু অবহেলাতেই তার গতিবিধি বদলে ...
09/06/2025

#কিছু_কিছু_অনুভূতি_এমন_হয়, যা বোঝার চেষ্টা করলেও বোঝা যায় না!!

অনুভূতির কোনো শেষ নেই, একটু অবহেলাতেই তার গতিবিধি বদলে যায়। একটা সময় যে মানুষটাকে কাছে পেতে চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আজ তার দূরত্বেই অভ্যস্ত হয়ে গেছি।

বলে না, একবারই অভ্যস্ত হয়ে গেলে, অসচেতনে অনুভূতি হয়ে যায়! কিন্তু কেউ কি কখনো প্রশ্ন করেছে— কিছু অসুখ কি বেঁচে থাকার জন্য নয়, মৃত্যুর মতো ধীরে ধীরে কুরিয়ে যাওয়ার জন্য?

তুমি হয়তো বদলে গেছো, কিংবা আমি আগের মতো নেই! তবে এটুকু সত্য-ভালোবাসা বিনিময়ের কোনো জিনিস নয়, এটা একবার দেওয়া হয়ে গেলে, ফিরে পাওয়া যায় না!

কিছু কিছু অনুভূতি এমন হয়, যা বোঝার চেষ্টা করলেও বোঝা যায় না। নিজেকে বুদ্ধিমান এগিয়ে যেতে হয়, কিন্তু ভিতরে কোথাও একটা শূন্যতা রয়ে যায়!

মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই এগিয়ে যাচ্ছি, নাকি এক জায়গাতেই আটকে আছি? সময়ের সাথে সব বদলায়, তবে কিছু স্মৃতি ঠিক আগের মতোই রয়ে যায়!!

যা বোঝার চেষ্টা করলেও বোঝা যায় না। নিজেকে বুদ্ধিমান এগিয়ে যেতে হয়, কিন্তু ভিতরে কোথাও একটা শূন্যতা রয়ে যায়!

অবশেষে একটা প্রশ্ন থেকে যায়-আমিই কি সময়কে ঠকিয়ে দিচ্ছি, নাকি সময়ই আমাকে ভুল প্রমাণ করছে? আমি জানি না।

 #সিংহের_রাজসভায়_বানরের_বিচারসুন্দরবনের প্রান্তে এক দম্ভিক সিংহ রাজত্ব করত। একদিন সে ঘোষণা দিল:  "আজ থেকে প্রতিদিন একজন...
08/06/2025

#সিংহের_রাজসভায়_বানরের_বিচার

সুন্দরবনের প্রান্তে এক দম্ভিক সিংহ রাজত্ব করত। একদিন সে ঘোষণা দিল:
"আজ থেকে প্রতিদিন একজন প্রাণীকে আমার খাবার হিসেবে আত্মসমর্পণ করতে হবে!"

**প্রথম দিন:**
এক বুদ্ধিমান বানর বলল,
"মহারাজ! গতকাল এক ভয়ানক দানব আপনাকে হত্যা করেছে! আমরা শোকার্ত..."

সিংহ গর্জে উঠল:
"মিথ্যা কথা! আমি তো জীবিত!"

বানর নতজানু হয়ে বলল:
"তাহলে সেই দানব নিশ্চয় মিথ্যা বলেছিল! সে দাবি করেছিল সে আপনাকে খেয়ে ফেলেছে!"

সিংহের গর্ব চূর্ণ হলো। সে বুঝতে পারল:
"মূর্খের মতো ভয় দেখিয়ে রাজত্ব করা যায় না!"

সেদিনের পর থেকে সিংহ বানরটিকে সন্দেহের চোখে দেখতে শুরু করল। একদিন সে বানরকে ডেকে বলল:
**"তুমি প্রতিদিন আমার জন্য একটি করে মিষ্টি ফল আনবে, নাহলে..."**

বানর ভাবল: *'এবার কী করা যায়?'*

পরদিন সে এসে হাজির করল একটি **কাঁটাওয়ালা বেল ফল**!
**সিংহ:** (রাগে গর্জন করে) "এটা কী? খেতে পারব না!"
**বানর:** (মিষ্টি হেসে) "মহারাজ, আপনার রাজ্যে সবচেয়ে দামি ফল এটাই! কাঁটা ছাড়া মূল্য নেই!"

সিংহ অসন্তুষ্ট হলেও বুঝতে পারল, বানর তাকে বোকা বানাচ্ছে। সে এবার কৌশল বদলাল।

**সিংহের নতুন পরিকল্পনা:**
"আমি ঘুমের ভান করব, যখন বানর কাছে আসবে, তখন..."

কিন্তু বুদ্ধিমান বানর দূর থেকে চিৎকার দিল:
**"অদ্ভুত! মৃত সিংহেরও ঘুম আসে!"**

সিংহ লাফিয়ে উঠে বলল:
**"কে বলেছে আমি মৃত?"**
**বানর হাসতে হাসতে বলল:**
**"যে ঘুমের ভান করে, সে মৃত্যুরও ভান করতে পারে!"**

এবার সিংহ ভাবল, বানরকে শাস্তি দিতে হবে। সে ডাকল সব প্রাণীকে এক সভায়।

**সিংহ:** (গর্জন করে)
"এই বানর প্রতিদিন আমাকে অপমান করে! আজ থেকে এটা হবে আমার নতুন খাব—"

হঠাৎ!

বানর লাফিয়ে সিংহের পিঠে চড়ে বসল আর চিৎকার দিল:
**"ধরা পড়ে গেছিস রে মিথ্যাবাদী! গতকাল তুই গোপনে হরিণ শিকার করে খেয়েছিস!"**

সব প্রাণী হতভম্ব!

**হরিণের দল:** "সত্যি নাকি?"
**সিংহ:** (ঘামতে ঘামতে) "এ... এটা..."
**বানর:** (সিংহের কান টানতে টানতে) "এই দেখো মাংস লেগে আছে দাঁতে!"

সেই দিনই প্রাণীরা মিলে:
1️⃣ সিংহকে পদচ্যুত করল
2️⃣ নতুন রাজা বানালো... সেই বানরকে!
(কারণ সে একমাত্র সাহসী প্রাণী যে সিংহের দাঁত পরীক্ষা করতে পেরেছে!)

বানর রাজা হওয়ার পর প্রথম আদেশ দিল:
**"আজ থেকে কেউ কারো উপর জুলুম করবে না! সবাই শান্তিতে বাস করবে!"**

কিন্তু...

**১ সপ্তাহ পর:**
- হরিণেরা সব ফসল খেয়ে ফেলছে
- বাঘেরা অভিযোগ করছে "শাকাহারি হতে বলছেন?"
- সিংহ গুহায় বসে ষড়যন্ত্র করছে

একদিন বানর দেখল, **সব প্রাণী ঝগড়া করছে**:
🐅 বাঘ বলছে: "আমাদের মাংস খাওয়া অধিকার!"
🦌 হরিণ চিৎকার করছে: "আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই!"

**বানরের বুদ্ধি:**
সে একটি **বৃহৎ পাত্রে মধু** এনে বলল:
"যে এই মধু চাটতে পারবে, সে সব নিয়ম বানাতে পারবে!"

সবাই চেষ্টা করল, কিন্তু...
পাত্রটা ছিল **এত গভীর** যে কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না!

**বানর তখন শিক্ষা দিল:**
"এই দেখো! যখন সবাই আলাদা চেষ্টা করছিল, কেউই মধু পায়নি। কিন্তু যদি..."

সে একটি **লম্বা লাঠি দিয়ে সবাইকে একসাথে মধু চাটতে** বলল। এবার সফলতা!

 #স্বরুপকাঠির_পেয়ারা: বাংলাদেশের এক সবুজ গর্ব!এক সময় শুধুই গ্রামের বাজারে পাওয়া যেত এই পেয়ারা।আজ সেই  স্বরুপকাঠির পেয়ারা...
27/05/2025

#স্বরুপকাঠির_পেয়ারা: বাংলাদেশের এক সবুজ গর্ব!

এক সময় শুধুই গ্রামের বাজারে পাওয়া যেত এই পেয়ারা।
আজ সেই স্বরুপকাঠির পেয়ারা যাচ্ছে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি ইউরোপেও!

বরিশালের পিরোজপুর এর স্বরুপকাঠি । এখানকার পেয়ারা এখন পরিচিত বিশ্ববাজারে "Bangladeshi Sugar Guava" নামে।

কীভাবে সম্ভব হলো?

স্থানীয় কৃষকদের পরিশ্রম

উন্নত চাষাবাদ পদ্ধতি

সরকারি ও বেসরকারি উদ্যোগ

আধুনিক প্যাকেজিং ও এক্সপোর্ট ব্যবস্থাপনা

এই সব মিলেই পেয়ারা পাড়ি দিল আন্তর্জাতিক বাজারে।
আর বদলে গেল কৃষকের জীবন, গ্রামের অর্থনীতি, আর বাংলাদেশের সম্মান।

এই গর্ব শুধু স্বরুপকাঠির নয়—আমাদের সবার।

14/10/2024

🥀🥀

Address

Swarupkati
8520

Telephone

+8801740795335

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share