26/04/2025
জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই। জন্মদিন আসা মানে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে যাওয়া।১৮ বছর হয়ে গেলো।বড় হলাম maturity আসলো বুঝতে শিখলাম,কি অবাক লাগে সেই ছোট ছিলাম ছিলো না কোনো চিন্তা,টেনশন,দায়িত্ববোধ কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকলাম সব বুঝতে শিখলাম।১৭ টা বছর সুখ দুঃখের মাঝে কেটে গেলো,১৮ বছরে পা দিলাম হয়তো সামনের দিন গুলো হাসি কান্নার মাঝে কেটে যাবে,আল্লাহ ভরসা।আব্বু ছাড়া আমার প্ৰথম জন্মদিন,কাজের সূত্রে দূরে,প্ৰতি জন্মদিনে আব্বু সকাল বেলায় ঘুম থেকে উঠিয়ে জড়িয়ে ধরে সবার আগে wish করতো,আম্মুকে বলতো মাগোর সব পছন্দের খাবার রান্না করবা,আজ কোনো বকা দিবা না।প্ৰতিটা বছর খুব সুন্দর কাটে আমার এই একটা দিন,থাকে না কোনো কষ্ট দুঃখ।আমি ৩৬৪ টা দিন অপেক্ষা করি,এই একটা দিনের জন্য।আম্মু ভাইয়া বুঝতে দেয়নাই যে আব্বু দূরে রাত ঠিক ১২ টাই কেক নিয়ে ঠিকি surprise দিয়েছে। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন।💝🦋