RHE NewsTv আরএইচই নিউজ টিভি

RHE NewsTv  আরএইচই নিউজ টিভি আসসালামু আলাইকুম
সত্যের সন্ধানে RHE News Tv আরএইচই নিউজ টিভি, - ফেসবুক পেজে আপনাকে স্বাগতম
RHE News আরএইচই Tv নিউজ টিভি -ফলো করে আমাদের পাশে থাকবেন:-

মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ (আলী আসগর) সুনামগঞ্জ প্র...
22/11/2025

মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ (আলী আসগর)

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও নিজ গ্রামে এক ঐতিহাসিক উঠান বৈঠক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

২১-১১-২৫ ইংরেজি রোজ শুক্রবার রাত ৮ সময় খাইরগাঁও গ্রামের নিজ বাসায় গ্রামবাসির উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজনে করা হয়েছিল। জমকালো অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ মুরুব্বি ও বিভিন্ন গ্রামের তরুণ প্রজন্মের যুবক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দের অনুভূতি জোয়ার এসেছে প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় ইউনিয়নে। ট্রাক প্রতিকের মানুষের মুখে মুখে এ যেন এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে।

সুনামগঞ্জের ০৫ আসনে ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ (আলী আসগর)তিনি বলেন মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। আপনাদের এই আস্থা ও ভালোবাসাকেই পুঁজি করে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। জন্মভূমির প্রতিটি সমস্যার সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। আমার রাজনীতি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য।আমি বিশ্বাস করি, জনগণই গণতন্ত্রের মূল ভিত্তি।জাতীয় সংসদ নির্বাচন এলে প্রার্থীরা টাকা বিনিয়োগের প্রতিযোগিতায় নামে, কে কার থেকে বেশি খরচ করতে পারে! নির্বাচিত হলে খরচের কয়েশগুন বেশি ইনকাম করে নিবে! এবং এই টাকা তুলে নেয়ার খাদগুলো হলো উপজেলার বরাদ্দকৃত অর্থের কমিশন, কাবিখা, নিয়োগ, বদলী ও তদবির বানিজ্য, সরকারি কাজের টেন্ডারের কমিশন, মাদকের কেনাবেচার ভাগ, থানার ইনকামের ভাগ ইত্যাদি। যা জনগণের জন্য বরাদ্দকৃত সুবিধাজনক খাত থেকেই চলে যায় তাদের পকেটে! কাজেই ইলেকশনে জনপ্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তরও পরিবর্তন আনা দরকার।
গণঅধিকার পরিষদ পুরাতন এই ট্রাডিশন ভেঙে ফেলতে ভবিষ্যতে কাজ করবে ইনশাআল্লাহ!!

এসময় বক্তব্য রাখেন:- এত্ত গ্রামের মোঃ মানিক মিয়া, মোঃ সুরুজ্জামান, মা-ও আরব আলী, তারা বলেন:- আমাদের গ্রামের এক উজ্জ্বল সৎ সাহসী ও মানবতার ফেরিওয়ালা সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী আসগর,তিনি আমাদের এলাকায় একজন ভালো মানুষ আমরা তাহার পাশে রয়েছি। ইনশাআল্লাহ

এ সময় বক্তারা আরও বলেন :- আলী আসগর সাহেব তিনি খুবই নর্মভদ্র একজন সাদাসিধা মানুষ, তিনি এমপি প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতিক নিয়ে আসছেন, আমরা তাহার সাথে আছি এবং ভবিষ্যতে ও সাথে থাকব। দল যেহেতু নতুন ইনশাআল্লাহ, পরবর্তীতে ট্রাক প্রতিক মানুষের মুখে মুখে মুখরিত হবে।

উপস্থিত ছিলেন :- সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ হান্নান আকাশ, দোয়ারাবাজারে গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জুয়েল আহমেদ,দোয়ারা উপজেলা আহবায়ক,লুৎফর রহমান, জাকারিয়া বিন সুরুজ, সফিক মিয়া, রাসেল আহমদ, জুয়েল আহমেদ, তাজির আলী, আইয়ুব রহমান, মা-ও জুয়েল আমীন, সাবেক মেম্বার ছোবান আলী, সিরাজ মিয়া,

সর্ব শেষ আপ্যায়ন এর মাধ্যমে সমাপ্তি ঘটে।

উল্লাপাড়ায় ঘুষের অভিযোগ তোলায় শিক্ষিকা বরখাস্ত, এলাকায় তোলপাড়মোঃ লিটন সরকারসিরাজগঞ্জ জেলা প্রতিনিধিসিরাজগঞ্জের উল্লাপাড়া...
17/11/2025

উল্লাপাড়ায় ঘুষের অভিযোগ তোলায় শিক্ষিকা বরখাস্ত, এলাকায় তোলপাড়

মোঃ লিটন সরকার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর দাখিল মাদ্রাসায় ঘুষের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের সুপার আব্দুস সামাদের বিরুদ্ধে ঘুষ দাবি, কর্তৃত্বের অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ এনে লিখিত অভিযোগ করার পরপরই এক শিক্ষিকাকে বরখাস্ত করার ঘটনা স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা মোমেনা খাতুন–এর কাছ থেকে যোগদানের সময় সুপার আব্দুস সামাদ দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে এমপিও করানোর কথা বলে আরও ২০ হাজার টাকা দাবি করেন তিনি। শুধু তাই নয়, মাদ্রাসার অডিট সংক্রান্ত কাজে স্টাফদের কাছ থেকেও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষিকা মোমেনা খাতুন বলেন,
“আমি বৈধভাবে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হলেও সুপার বারবার টাকা দাবি করতেন। টাকা না দেওয়ায় আমাকে নানাভাবে হেনস্তা করেন। বাধ্য হয়ে ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিই। এর পরের দিনই তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মাত্র এক দিনের নোটিশে বরখাস্ত করেন।”

স্থানীয়দের অভিযোগ, সুপার আব্দুস সামাদ তাঁর স্ত্রীকে মাদ্রাসার সভাপতি করে প্রতিষ্ঠানে পারিবারিক আধিপত্য বিস্তার করেছেন। হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে—সুপারসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক নিয়মিত অনুপস্থিত থাকেন। একাডেমিক কার্যক্রমের বড় অংশ পরিচালনা করছেন সুপারের ঘনিষ্ঠ শিক্ষক আব্দুস সালাম।

শিক্ষক অনুপস্থিতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে মাদ্রাসার শিক্ষার মান ভয়াবহভাবে অবনতি হয়েছে বলে জানান অভিভাবকরা। অনুপস্থিত শিক্ষকদের ক্লাস নিচ্ছে আয়া-পিয়নরা—ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় নেমে এসেছে মারাত্মক স্থবিরতা। স্থানীয়দের মতে, প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলের ধসের মূল কারণও এ অনিয়ম এবং বিশৃঙ্খলা।

এ বিষয়ে সুপার আব্দুস সামাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান,
“বিষয়টি জানার পরই তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছি। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চুরি ঠেকাতে জীবন দিলেন ঈশ্বরদীর গেটকিপার পিন্টু।মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টারঈশ্বরদীতে একটি মহিষ চুরি ঠেকাতে গিয়ে ...
17/11/2025

চুরি ঠেকাতে জীবন দিলেন ঈশ্বরদীর গেটকিপার পিন্টু।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

ঈশ্বরদীতে একটি মহিষ চুরি ঠেকাতে গিয়ে নিজের মূল্যবান জীবন হারালেন আশিকুর রহমান পিন্টু (৪৫)। টানা ৯ দিন আইসিইউতে থেকে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই সৎ ও দায়িত্বপরায়ণ গেটকিপার। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় নিথর দেহে পরিণত হলো তাঁর সমস্ত সাহসিকতা।

নিহত পিন্টু লক্ষিকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত নুর সালাম সরদারের ছেলে। কর্মস্থল দাশুড়িয়া রেলগেট— যেখানে প্রতিদিন শত শত মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন তিনি। কিন্তু সেই দায়িত্ব পালনই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন।

গত ৯ নভেম্বর ভোরে সবাই যখন অন্ধকারে ঘুমে মগ্ন, তখন দাশুড়িয়া রেলগেটে দায়িত্ব পালন করছিলেন পিন্টু। ভোর চারটার দিকে নীরবতা ভেদ করে তিনি টের পান অস্বাভাবিক নড়াচড়া। রেলগেটের পাশে স্থানীয় মনির উদ্দিনের গোয়ালঘর থেকে দুর্ধর্ষ কিছু চোর একটি মহিষ টেনে এনে রেলগেট এলাকার কাছে দাঁড়ানো একটি পিকআপে তোলার চেষ্টা করছে।

কর্তব্যপরায়ণ পিন্টু একটু দেরি না করে এগিয়ে যান। তার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে চোরেরা মুহূর্তে বদলে যায় হিংস্র পশুতে। এলোপাতাড়ি কিল-ঘুষির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পিন্টুকে আঘাত করতে থাকে তারা। একা, নিরস্ত্র, নিজের দায়িত্ব আর সততাকে ঢাল করে দাঁড়িয়ে থাকা পিন্টু একসময় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তার করুণ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে চোরেরা মহিষটি ফেলে পিকআপ নিয়ে পালিয়ে যায়। রক্তে মাখামাখি পিন্টুকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে ঢাকায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
দিনের পর দিন আইসিইউতে পড়ে থেকেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। অবশেষে চিকিৎসকরা যখন সব আশা হারিয়ে তাকে ঈশ্বরদী ফিরিয়ে আনেন, তখনও হয়তো তিনি ভিতরে ভিতরে জীবনের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু নিয়তির নির্মমতা— সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজ আহমেদ গভীর শোক জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। চোরদের শনাক্তে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে পিন্টু স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্নীয়-স্বজন ও প্রচুর গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার লক্ষিকুন্ডা কৈকুন্ডায় তার নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী গোরস্থানে তাকে দাফন করা হবে।

সচেতন মহলের অনেকেই বলছেন, পিন্টুর মৃত্যু শুধু তার পরিবারকেই শোকের সাগরে ভাসায়নি, স্তব্ধ করেছে পুরো ঈশ্বরদীকে। একটি মহিষ বাঁচাতে গিয়ে যে মানুষটি নিজের জীবনই হারালেন, তার সাহসিকতা, সততা ও ত্যাগের গল্প আজ মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। এই মৃত্যু শুধু একজন মানুষকে হারানো নয়—এ যেন আমাদের সমাজ থেকে আরেকটি সততা, আরেকটি দায়িত্ববোধ, আরেকটি মানবিকতা।

মুন্সিগঞ্জ জেলা নতুন ডিসি যোগদান সৈয়দা নুরমহল আশরাফী। মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ জেলা নতুন প্রশাসক যোগদান পরিকল্পনা বি...
17/11/2025

মুন্সিগঞ্জ জেলা নতুন ডিসি যোগদান সৈয়দা নুরমহল আশরাফী।

মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ জেলা নতুন প্রশাসক যোগদান পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদায়নকৃত হলেন ফাতেমা তুল জান্নাত।

জনপ্রশাসনে রদবদলে নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত পৃথক উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেন।

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংসজামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের মহেশখালী...
11/09/2025

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ও আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একাধিক ভ্রাম্যমাণ কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ কয়েকজনকে আ-টক করেছে র‌্যাব। অভিযানে কয়েকটি অস্ত্র কারখানা ধ্বংস করে দেওয়া হলেও এখনও পাহাড়ের গহীনে আরও কারখানা অ-ক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, চারদিকে সাগরবেষ্টিত হওয়ায় একপ্রান্তে অভিযান শুরু হলে সন্ত্রাসী ও অস্ত্র কারিগররা অন্যপ্রান্তে পালিয়ে যায়। ফলে পুরো পাহাড়জুড়ে চিরুনি অভিযান চালালেই এই অবৈধ অস্ত্র কারখানাগুলো সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।
অভিযানে শতাধিক র‌্যাব সদস্য ছাড়াও পুলিশ অংশ নেয়। র‌্যাব-৭ চট্টগ্রাম ও কক্সবাজার ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে বি-স্ফোরণের মতো শব্দও শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুএস এম রেদ্বোয়ান | বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস০৮ সেপ্টেম্বর ২০২৫, সোমব...
08/09/2025

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

এস এম রেদ্বোয়ান | বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস
০৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জিহাদ পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবনগর–কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিহাদ গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি অপমৃত্যুর মামলা হয়, তবে তা রাজশাহীতেই হবে।”

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিকী ফাতেহা অনুষ্ঠিতস ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্র...
08/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিকী ফাতেহা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মাহমুদাবাদ দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা ১০তম উদযাপন উপলক্ষে মিলাদ মাহাফিল ও আলোচনা সভা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর শনিবার বাদে মাগরিব হতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এস.এম.এম. সেলিম উল্লাহ্ মাইজভাণ্ডারী, বিশিষ্ট লেখক, ও গবেষক- মাইজভাণ্ডারী একাডেমি, সাবেক প্রধান খাদেম বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ এর রওজা শরীফ।
বিশেষ অতিথি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সম্বয়কারী মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী উপজেলা।
প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মাদরাসা এ গাউসুল আজম মাইজভাণ্ডারী। বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ রফিক, মাওলানা মোহাম্মদ ফরিদ, মাওলানা এমদাদুল হক সানি, মিলাদ কিয়াম করেন শায়ের মাওলানা মোঃ জাহেদুল ইসলাম। মাহফিল শেষে আখেরী মোনাজাত করেন এস.এম.এম. সেলিম উল্লাহ্ মাইজভাণ্ডারী।

এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মাহমুদাবাদ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাবুল, মোহাম্মদ এনামুল হক, অত্র কমিটির সভাপতি আলী আকবর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব চৌধুরী, মোহাম্মদ হাছান (হেলাল) মুন্সি, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ লোকমান, আব্দুর শাক্কুর, আবদুল গফুর মানিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদালিয়া শাখার সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া চৌধুরী, আবুল বশর, মোহাম্মদ নাছির, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ তামজিদ হোসাইন সহ সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে রাতব্যাপী শানে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইজভাণ্ডারী জিকরে সামা মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ মেহদী হাসান, মোহাম্মদ রফিকসহ তার দল।

17/07/2025

🤗💓

#কোরআনশরিফ #তেলাওয়াত #ভাইরাল #আল্লাহ

BD Chhatak News-1 এর প্রতিষ্ঠাতা ও দৈনিক বেশি নিউজ 24–এর বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ জামিল হোসেনের ঈদ শুভেচ্ছা বার্তাস...
06/06/2025

BD Chhatak News-1 এর প্রতিষ্ঠাতা ও দৈনিক বেশি নিউজ 24–এর বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ জামিল হোসেনের ঈদ শুভেচ্ছা বার্তা

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশ ও বিদেশে অবস্থানরত প্রিয় ছাতকবাসীসহ সকল প্রবাসী ভাই-বোন, আত্মীয়-স্বজন, এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার হৃদয়ছোঁয়া শুভেচ্ছা ও মোবারকবাদ।

মোঃ জামিল হোসেন,
প্রতিষ্ঠাতা – BD Chhatak News-1
বিশেষ প্রতিনিধি – দৈনিক বেশি নিউজ 24,
এক শুভেচ্ছা বার্তায় বলেন:

এই পবিত্র দিনে আমরা যেন কেবল নিজের জন্য নয়, সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্যও কিছু করতে পারি। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সবাই মিলে ভাগ করে নিই। ছাতকের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি গরীব মানুষের মুখে যদি আমরা একটুখানি হাসি ফুটাতে পারি, তাহলেই এই ঈদের ত্যাগ সফল হবে।

তিনি আরও বলেন:

ছাতক আমার হৃদয়ের শহর। এখানকার মানুষের সহজ-সরল জীবন, মেহনত, আর বন্ধুত্বপূর্ণ মনোভাব আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। BD Chhatak News-1 সবসময় চেষ্টা করে ছাতকবাসীর কথা, চাওয়া-পাওয়া ও সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরতে। আমার সাংবাদিকতা জীবনের মূল শক্তি—এই জনপদের মানুষের ভালোবাসা।

সবশেষে তিনি বলেন:

সবার দোয়া চাই, যেন সত্য ও ন্যায়ের পথে থেকে ছাতকবাসীর কল্যাণে কাজ করে যেতে পারি।

ছাতকবাসীসহ দেশ-বিদেশের সকলকে জানাই —
ঈদ মোবারক!

30/04/2025

মন খুলে হাসুন 😂🤣

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when RHE NewsTv আরএইচই নিউজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share