
06/06/2025
BD Chhatak News-1 এর প্রতিষ্ঠাতা ও দৈনিক বেশি নিউজ 24–এর বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ জামিল হোসেনের ঈদ শুভেচ্ছা বার্তা
সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশ ও বিদেশে অবস্থানরত প্রিয় ছাতকবাসীসহ সকল প্রবাসী ভাই-বোন, আত্মীয়-স্বজন, এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার হৃদয়ছোঁয়া শুভেচ্ছা ও মোবারকবাদ।
মোঃ জামিল হোসেন,
প্রতিষ্ঠাতা – BD Chhatak News-1
বিশেষ প্রতিনিধি – দৈনিক বেশি নিউজ 24,
এক শুভেচ্ছা বার্তায় বলেন:
এই পবিত্র দিনে আমরা যেন কেবল নিজের জন্য নয়, সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্যও কিছু করতে পারি। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সবাই মিলে ভাগ করে নিই। ছাতকের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি গরীব মানুষের মুখে যদি আমরা একটুখানি হাসি ফুটাতে পারি, তাহলেই এই ঈদের ত্যাগ সফল হবে।
তিনি আরও বলেন:
ছাতক আমার হৃদয়ের শহর। এখানকার মানুষের সহজ-সরল জীবন, মেহনত, আর বন্ধুত্বপূর্ণ মনোভাব আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। BD Chhatak News-1 সবসময় চেষ্টা করে ছাতকবাসীর কথা, চাওয়া-পাওয়া ও সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরতে। আমার সাংবাদিকতা জীবনের মূল শক্তি—এই জনপদের মানুষের ভালোবাসা।
সবশেষে তিনি বলেন:
সবার দোয়া চাই, যেন সত্য ও ন্যায়ের পথে থেকে ছাতকবাসীর কল্যাণে কাজ করে যেতে পারি।
ছাতকবাসীসহ দেশ-বিদেশের সকলকে জানাই —
ঈদ মোবারক!