10/06/2025
অধিকাংশ বিবাহিত মেয়েদের সংসার ভাঙ্গার কারণ তার বাপের বাড়ির লোক😡😡
বাপের বাড়ির সকল সমস্যা বিবাহিত মেয়ের কানে ঘ্যান ঘ্যান না করে নিজেরা সমাধান করলেই তো হয়।।
স্বামীর সাথে ঐ সকল মেয়েদের বনিবনা কম হয়, যাদের বাপের বাড়ির সমস্যাগুলো সারাদিন মাথায় নিয়ে ঘুরপাক করে😝😝 বোনের সংসার, ভাইয়ের সংসার সবকিছুতে নাক না গলিয়ে নিজের সংসারের নাক গলান।। ভবিষ্যৎ সুন্দর হবে।। স্বামীর সাথে বনতি থাকা বিবাহিত মেয়েদের একটা বড় চেলেঞ্জ✌️✌️ স্বামীকে বাপের বাড়ির লোকজন দিয়ে বেইজ্জত করানো মেয়েরা কিভাবে আশা করে সেও স্বামীর কাছ থেকে সম্মান পাবে 🤣🤣 বউ হইয়া যদি চলো বেডার মতে তাহলে স্বামী তো বেডা!!! সে তো আরো উপরে দিয়া যাবে।।। আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমারে চিন্তা করা লাগবো ।৷ স্বামী, সে তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত শুধু স্বামী 💞💞💞 বাচ্চা হওয়ার পর তার আরেকটা পরিচয়, সে আমার বাচ্চার বাবা🥰 নিজের সন্তানের বাবাকে অসম্মানিত করাবে বাপ, ভাই দ্বারা আর তুমি অসম্মানিত হবে না এটা কোনো কথা,,, 🙁🙁 পদে পদে তুমি অপদস্ত হবে, অশান্তি নামক বস্তু তোমার পিছু ছাড়বে না।। আর যদি হন ইমম্যাচুর না মানে হাবাবোবা গ্রাম বাংলায় মাকাল ফলের মতো বাহিরে ফিট ভেতরে গু 😜 তাহলে আর কথাই নেই।। সমস্যা. সমস্যা. সমস্যা = সমস্যা^৩ বানাইয়া নিজের সংসারে আগুন লাগিয়ে আর নিভানোর পানি পায় না।। সমাধান দেওয়া তোমার দ্বারা হবে না 🤣🤣
বিয়ের আগেই তুমি বাবার সংসারে অটো রাজকন্যা 🤭 আর বিয়ের পর স্বামীর সংসারে রাজরানী হতে নিজের চেষ্টা আর ভাগ্য লাগে।। #আমি আবার কোনোটাতেই বিশ্বাসী নই। নিজের শরীর সুস্থ আছে যত সময় খেটে খাওয়াই উত্তম। বাপের হোটেলে পায়ের উপর পা তুলে বেকার খাইয়া রাজকন্যা হইয়া লাভ কি?? পরের ঘরের ঘরনীরা কোনো সময়ই ভাবা উচিত না যে আমি রানী।। সধারণ হইয়া মূল থেকে থাকলে দুঃখ কষ্টগুলো তোমার কিছুই করতে পারবে না।৷ আপসোস ও লাগে না।
বিয়ের পরও #রাজকন্যার ভাব নিয়ে চলা আর কাকের পেছনে ময়ুরের পালক লাগিয়ে চলা এক কথা😜😜
কারো ভিন্নমত থাকতেই পারে 👏👏