BS bangla channel

BS bangla channel The truth is beautiful all the time

শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দা*বিতে প্রেমিকাকে অ*নশনে দেখা গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার ...
17/07/2025

শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দা*বিতে প্রেমিকাকে অ*নশনে দেখা গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান করছেন।

17/07/2025

ঢাকাদক্ষিন ক্রীড়াচক্র ফুটবল টিমের ক্যাপ্টেন রিপন সীরাজ কে ফুল দিয়ে বরণ করেনেন মাঠের খেলোয়াড় বৃন্দ,,,,,

ভাদেশ্বর গেইটলক সার্ভিস বাস এর বহরে যুক্ত হলো আরেকটি নতুন  এসি-বাস, তথা এখন দুটি এসি বাস সার্ভিস দিচ্ছে ভাদেশ্বর গেইটলক ...
17/07/2025

ভাদেশ্বর গেইটলক সার্ভিস বাস এর বহরে যুক্ত হলো আরেকটি নতুন এসি-বাস, তথা এখন দুটি এসি বাস সার্ভিস দিচ্ছে ভাদেশ্বর গেইটলক সার্ভিস এর বহরে, দুটি এসি বাস এর নাম শীতল SH*TOL, তথা নতুন বাস টি একটু বড় ও লম্বা, নতুন এসি বাসটি যুক্ত হওয়াতে প্রথম এসি বাসের টাইম সিডিউল পরিবর্তন হয়েছে, উভয় বাস মিলে মোট ছয় বার, ছয় বার করে ভাদেশ্বর টু সিলেট, সিলেট টু ভাদেশ্বর যাওয়া আসা করবে সপ্তাহের ছয় দিন, তথা শুক্রবার বন্ধ থাকে এই বাস গুলো, অতঃপর ভাদেশ্বর সাধারণ জনসাধারণের সুবিধার জন্য নিচে উভয় এসি বাসের টাইম সিডিউল উল্লেখ করা হলো:

নতুন এসি বাস ভাদেশ্বর টু সিলেট-
সকাল- ৯: ০০ ঘটিকায় , দুপুর ১:০০ ঘটিকায় ও বিকাল ৫:০০ ঘটিকার সময় হতে ছেড়ে যাবে।

নতুন এসি বাস সিলেট টু ভাদেশ্বর-
সকাল ১১: ০০ ঘটিকায়, দুপুর ৩:০০ ঘটিকায় ও সন্ধ্যা ৭ : ০ ঘটিকার সময় হতে ভাদেশ্বরের উদ্দেশ্য সিলেট থেকে রওয়ানা দিবে।

প্রথম এসি বাস টি ভাদেশ্বর থেকে সিলেট এর উদ্দেশ্যে-
সকাল ৭ : ৩০ মিনিট, সকাল ১১ : ০০ ঘটিকা ও বিকাল ৩: ০০ ঘটিকার সময় হতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

প্রথম এসি বাস টি সিলেট টু ভাদেশ্বরের উদ্দেশ্যে-
সকাল ৯: ০০ ঘটিকার, দুপুর ১ : ০০ ঘটিকার ও বিকাল ৫: ০০ ঘটিকার সময় সিলেট থেকে ভাদেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

তথা উভয় এসি বাস ই জনসাধারণের সুবিধার জন্য দিনের ছয় বার তাদের গুরুত্বপূর্ণ সার্ভিস দিয়ে যাবে।
ধন্যবাদ সবাই কে, পোস্ট টি শেয়ার করে জনসাধারণের কাছে পৌছে দিতে পারেন।

নতুন এসি বাস ( গেইটলক সুপার সার্ভিস ভাদেশ্বর)
বাসের কোম্পানি: EICHER
প্রস্তুত কারক দেশ: ভারত ( INDIA )

17/07/2025

কেন্দ্রীয় ঘোষিত বি–ক্ষো–ভ মিছিল সফল করতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ এর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান,,,,,

গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার জামিন নিতে কোর্টে এলে তাদের আদালত কারাগারে প্রেরণে...
17/07/2025

গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জামিন নিতে কোর্টে এলে তাদের আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃতরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর , আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, কাউন্সিলর ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম ও সাদেক আহমদ।

17/07/2025

ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির আহবায়ক কমিটির উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ চলছে,,,,,

ইন্নালিল্লাহি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, রাজিউন। ভাদেশ্বর দক্ষিণ ভাগ দরগা দাইড় নিবাসী ম,রহুম কামাল আহমেদ সাহেবের বড় ছেল...
17/07/2025

ইন্নালিল্লাহি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, রাজিউন।
ভাদেশ্বর দক্ষিণ ভাগ দরগা দাইড় নিবাসী
ম,রহুম কামাল আহমেদ সাহেবের বড় ছেলে
কামরুল হাসান আজ কাল সকল ৭:৪৫ মিনিটে সময় ইন্তেকাল করেছেন!
ম'রহুমের জানাজার নামাজ আজ বাদ আসর দক্ষিণ ভাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে, এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

16/07/2025

গোলাপগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদ এর নব গঠিত কমিটির থেকে পদত্যাগের হিরিক,,,,,, বিস্তারিত ভিডিও তে,,,,

16/07/2025

সিলেট সদর উপজেলায় টিলা কাটার মহোৎসব: পরিবেশ আইনে আটক ৪টি গাড়ি,,,,,.

16/07/2025

যুক্তরাজ্য নিউক্যাসেল বিএনপির সভাপতি গোলাম কিবরিয়ার স্বদেশ আগমন উপলক্ষে
সংবর্ধনা অনুষ্ঠান,,,,,
আয়োজনে : ৫নং বুধবারী বাজার ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন

16/07/2025

জমজমাট পুরকায়স্থ বাজারের সরকারি পশুর হাট,,,,,
ইজারাদার : 01715021225

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when BS bangla channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BS bangla channel:

Share