15/10/2020
🔴সবকিছুতে QUALITY প্রিন্সিপাল হিসেবে কাজ করে। বিশ্বাস করেন না! ওয়েট, একটা উদাহরণ দিয়ে আপনার Doubt ক্লিয়ার করার চেষ্টা করছি।
কিছুদিন আগে কোথাও যাচ্ছিলাম! গাড়িতে পাশের সিটে বসা শ্যামলবর্ণ একজন লোক! ৫০ ছুঁই ছুঁই বয়স! যাক গে, উনার শারীরিক গড়ন বর্ণনা আমার উদ্দেশ্য নয়!
ভদ্রলোক কথায় কথায় পান নিয়ে অনক কিছুই বলছেন! কথার ফাঁকে আমিও অনেক কিছুই জিজ্ঞেস করলাম!
খানিকক্ষণ পর জিজ্ঞেস করলাম, "পানের বাজার কেমন?"হেসে বললেন, বাজার তো মোটামুটি ঠান্ডা! তবে ভালো পানের দাম ভালোই!
আবার আমি অনুসন্ধিৎসু চোখ নিয়ে জানতে চাইলাম, "আজকে যেগুলো বিক্রি করলেন সেগুলো কেমন?" উত্তরে যা বললেন তা শুনতে আমি মোটেই প্রস্তুত ছিলাম নাহ!
কারণ একজন পান বিক্রেতার কাছ থেকে এরকম মার্কেট রিসার্চ কিংবা মার্কেটপ্লেসে জায়গা করার জন্য কৌশল অবলম্বন আমাদের দেশে একটু অবাক লাগারই কথা!
তো ভদ্রলোক বললেন," আমি আজকে এই বাজারে প্রথম গিয়েছি। নিয়েছি একদম ভালো দেখে কিছু পান! কিন্তু এগুলো সচরাচর বাজারে যে দামে বিক্রি হয় আমি তা থেকে কিছুটা কম দামে বিক্রি করেছি!সেখানে মানুষের নজরে আসতে হলে "ভালো পান দিয়ে কম দাম নিতে হবে। পরে টিকে গেলে আস্তে আস্তে আমার লাভ আমি তুলে নেব যদি আল্লাহ চাহে তো!"
লোকটির কথায় আমি পুরাই থ বনে গেলাম! ভাবলাম একজন সামান্য পান ওয়ালা যদি Quality কে এতোই গুরুত্ব দেয় তাহলে নিশ্চয়ই Quality একটা বিশাল ফ্যাক্ট যেকোন ব্যবসার ক্ষেত্রে!
আসলে আগ থেকেই আমরা সবাই জানি Quality matters a lot. কিন্তু সেদিন আমার ধারণা আরো পাকাপোক্ত হল!
আমরা যারা অনলাইন বা অফলাইনে বিভিন্ন Product বা Service সেল করি আমাদের সর্বাগ্রে Product/Service এর Quality নিশ্চিত করা খুবই জরুরি। নয়তো মার্কেট থেকে আউট হতে সময় লাগবে না!
🧡হ্যাপি বিজনেস & হ্যাপি শপিং!🧡
🖤হ্যাপি ওয়ার্ল্ড কোয়ালিটি ডে(১৪ই অক্টোবর)!🖤
এতোক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!
facebook.com/favouritepages.