Muhammed Abul Hassan

Muhammed Abul Hassan Indeed, Allah is always with us.

17/11/2023

স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। বাস্তবে এর ছিটেফোঁটাও নাই!💔💥💔

"বাণিজ্যমেলা খোলা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! কিউট না ব্যাপারটা?"
21/01/2022

"বাণিজ্যমেলা খোলা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ!
কিউট না ব্যাপারটা?"

স্বপ্ন দেখেন? জেগে নাকি ঘুমিয়ে?স্বপ্ন দেখতে কার না ভাল লাগে! কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে ক'জন!স্বপ্ন আমরা ...
02/07/2021

স্বপ্ন দেখেন?
জেগে নাকি ঘুমিয়ে?

স্বপ্ন দেখতে কার না ভাল লাগে!

কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে ক'জন!

স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি! তাই অরিজিৎ সিংয়ের ভাষায়, "স্বপ্ন সত্যি হয় না!"

কিন্তু আপনি কি জানেন এই স্বপ্ন সম্পর্কে ভারতের সাবেক প্রেসিডেন্ট, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালাম কি বলেছেন?

তিনি বলেন," স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে! স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না!"

এখন ভেবে দেখুন, আপনি কি সেইরকম স্বপ্ন দেখছেন!

যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তো আপনার সামনে গতি আর কিছুতেই রুখতে পারবে না, ইনশাআল্লাহ।

😎 লেটস স্টার্ট ড্রিমিং 🌟🌟

➡️ SYL .
➡️ Hassan .

Happy Eid 🖤🖤🖤
13/05/2021

Happy Eid 🖤🖤🖤

Nothing is worthy but life.🖤🖤🖤
19/03/2021

Nothing is worthy but life.🖤🖤🖤

ঢাকা ম্যারাথন শুরুর প্রাক্কালে ইউএনও কনফারেন্স রুমে প্রস্তুতি বৈঠক!🥰🥰🥰
04/03/2021

ঢাকা ম্যারাথন শুরুর প্রাক্কালে ইউএনও কনফারেন্স রুমে প্রস্তুতি বৈঠক!🥰🥰🥰

07/02/2021
Sometimes, we should take u-turn like a two-wheeler in life, isn't it?
30/01/2021

Sometimes, we should take u-turn like a two-wheeler in life, isn't it?

Caption is in your eyes...👁️👁️
09/11/2020

Caption is in your eyes...👁️👁️

🔴সবকিছুতে QUALITY প্রিন্সিপাল হিসেবে কাজ করে। বিশ্বাস করেন না! ওয়েট, একটা উদাহরণ দিয়ে আপনার Doubt ক্লিয়ার করার চেষ্টা কর...
15/10/2020

🔴সবকিছুতে QUALITY প্রিন্সিপাল হিসেবে কাজ করে। বিশ্বাস করেন না! ওয়েট, একটা উদাহরণ দিয়ে আপনার Doubt ক্লিয়ার করার চেষ্টা করছি।

কিছুদিন আগে কোথাও যাচ্ছিলাম! গাড়িতে পাশের সিটে বসা শ্যামলবর্ণ একজন লোক! ৫০ ছুঁই ছুঁই বয়স! যাক গে, উনার শারীরিক গড়ন বর্ণনা আমার উদ্দেশ্য নয়!

ভদ্রলোক কথায় কথায় পান নিয়ে অনক কিছুই বলছেন! কথার ফাঁকে আমিও অনেক কিছুই জিজ্ঞেস করলাম!

খানিকক্ষণ পর জিজ্ঞেস করলাম, "পানের বাজার কেমন?"হেসে বললেন, বাজার তো মোটামুটি ঠান্ডা! তবে ভালো পানের দাম ভালোই!

আবার আমি অনুসন্ধিৎসু চোখ নিয়ে জানতে চাইলাম, "আজকে যেগুলো বিক্রি করলেন সেগুলো কেমন?" উত্তরে যা বললেন তা শুনতে আমি মোটেই প্রস্তুত ছিলাম নাহ!

কারণ একজন পান বিক্রেতার কাছ থেকে এরকম মার্কেট রিসার্চ কিংবা মার্কেটপ্লেসে জায়গা করার জন্য কৌশল অবলম্বন আমাদের দেশে একটু অবাক লাগারই কথা!

তো ভদ্রলোক বললেন," আমি আজকে এই বাজারে প্রথম গিয়েছি। নিয়েছি একদম ভালো দেখে কিছু পান! কিন্তু এগুলো সচরাচর বাজারে যে দামে বিক্রি হয় আমি তা থেকে কিছুটা কম দামে বিক্রি করেছি!সেখানে মানুষের নজরে আসতে হলে "ভালো পান দিয়ে কম দাম নিতে হবে। পরে টিকে গেলে আস্তে আস্তে আমার লাভ আমি তুলে নেব যদি আল্লাহ চাহে তো!"

লোকটির কথায় আমি পুরাই থ বনে গেলাম! ভাবলাম একজন সামান্য পান ওয়ালা যদি Quality কে এতোই গুরুত্ব দেয় তাহলে নিশ্চয়ই Quality একটা বিশাল ফ্যাক্ট যেকোন ব্যবসার ক্ষেত্রে!

আসলে আগ থেকেই আমরা সবাই জানি Quality matters a lot. কিন্তু সেদিন আমার ধারণা আরো পাকাপোক্ত হল!

আমরা যারা অনলাইন বা অফলাইনে বিভিন্ন Product বা Service সেল করি আমাদের সর্বাগ্রে Product/Service এর Quality নিশ্চিত করা খুবই জরুরি। নয়তো মার্কেট থেকে আউট হতে সময় লাগবে না!

🧡হ্যাপি বিজনেস & হ্যাপি শপিং!🧡
🖤হ্যাপি ওয়ার্ল্ড কোয়ালিটি ডে(১৪ই অক্টোবর)!🖤

এতোক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!

facebook.com/favouritepages.

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammed Abul Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share