Mohammod Muhibul Islam Misba

Mohammod Muhibul Islam Misba Ex Vice-President
Bangladesh Students' League
Shahjalal University Branch, Bangladesh

30/12/2024

স্বাধীনতার ঘোষণাপত্র একটাই।।
মুজিবনগর, বাংলাদেশ
১০ ই এপ্রিল, ১৯৭১

You may write me anonymous letters without identity! Lets have a experiment on me 😀
21/12/2024

You may write me anonymous letters without identity! Lets have a experiment on me 😀

Let's go back a few decades and send @{data.user .username} anonymous messages with handwritten styles!

19/12/2024

তারাভরা রাতে এক পসলা বৃষ্টি এসে
ভিজিয়ে দিয়ে গেলো আমায় অবশেষে |
বহু প্রতিক্ষার পর আগমন এই রাতের
নেই কোন তাড়া আজ প্রভাতের ||

19/07/2024

সরকারের কাছে 'আট দফা দাবি' কোটা সংস্কার আন্দোলনকারীদের|
শুক্রবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধির সাথে সরকারের তিনজন প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা হলেন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহ-সমন্বয়ক তানভীর আহমেদ।

বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তথ্যসূত্র : বিবিসি বাংলা।

26/05/2022

ইচ্ছাশক্তি

হও যদি নীল আকাশ
ধরনীর সংকীর্ণতাগুলো ঢেকে দিতে বিশালতায়।
বৃক্ষ যদি হতে পারতে,
জীর্নতা ঝড়িয়ে আবার জন্ম নিতে।
যদি সবুজ মাঠ হতে,
সজীবতা ছড়িয়ে যেতো সবখানে।
সমুদ্র হলে মন্দ হতোনা
দৈনতা ভেসে যেতো তার স্রোতে।
দূর আকাশের চাঁদটা হলে,
প্রতিটা আঙ্গিনায় জোছনা গড়াত।
বাতাস হলেও বেশ হতো
সকল প্রাণ শুদ্ধ হতো বিশুদ্ধতায়।

২৪ মে, ২০২২ খ্রীস্টাব্দ

25/03/2022

আধারে আলো

একাত্তরের পঁচিশে মার্চ- মধ্যরাত
উদ্বেগ উৎকন্ঠা
আর চারিদিকে শুনসান নিরবতা

সংগ্রামী ক্লান্ত জনতা ঘুমের রাজ্যে চলে গেছে
স্বাধীনতা অর্জনের স্বপ্নে তারা আজ বিভোর
অপেক্ষার প্রহর গুনছে

নিদ্রাহীন কিছু মানুষের হৃদয়ে বাজছে এক ঘোষনা
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

মধ্যরাতে হায়নার ডাকে ঘুম ভাঙে
দরজায় করাঘাত
হায়নার বেয়োনেটের আঘাতে ঝড়লো হাজারো প্রাণ

চারিদিক্ব দ্বিগ্বিধিক ছুটাছুটি
রক্তক্ষরণ মনে, শরীরে, চেতনায়
নেতাকেও তুলে নিয়েছে হানাদার বাহিনী

নতুন সূর্যদয়ে মুক্তিকামী বাঙ্গালী করলো এক পণ
রক্ত যখন দিয়েছি আরো দেবো রক্ত
নয় মাস লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলা

বিনম্র শ্রদ্ধা জানাই স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।

২৫শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

https://www.sylhettoday24.news/news/details/Campus/129775
23/01/2022

https://www.sylhettoday24.news/news/details/Campus/129775

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার প্রয়োজ.....

শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দুঃসাহসিক কাজের জন্য অন্তত ভিসি মহোদয়ের এখনি স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত মনে করি। নাহলে স...
21/01/2022

শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দুঃসাহসিক কাজের জন্য অন্তত ভিসি মহোদয়ের এখনি স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত মনে করি। নাহলে সম্মান নিয়ে বিদায় হতে পারবেন না হয়তো!
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতির দৌরাত্ম্য কমলেই দেশে সুশিক্ষার সুবাতাস বইবে এবং জ্ঞানভিত্তিক অধ্যয়নে আমাদের সম্মানিত শিক্ষাগুরুরা মনোনিবেশ করতে পারবেন আশা করি। এই শিক্ষক রাজনীতির দৌরাত্ম্যের কারনে ছাত্রীদের যৌক্তিক দাবীকেও সহ্য করতে পারেননি ক্ষমতাবান প্রভোস্ট ম্যাডাম। দিনশেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। শাবিপ্রবিতে বিগত বেশ কয়েক বছরে শিক্ষক রাজনীতির প্রভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে, ছাত্ররাজনীতি কুলষিত হয়েছে, মুক্ত সংস্কৃতি চর্চা ব্যাহত হয়েছ, সর্বোপরি মনগড়া নিয়ম প্রনয়ন করে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়কে ছোটখাট জেলে রুপান্তর করা হয়েছে। এই দায় কার??

Have a pleasant 2022
31/12/2021

Have a pleasant 2022

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা মা বোন ও যাদের অবদানে আজকের এই বিজয় তাঁদের সকলের প্রতি গভী...
16/12/2021

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা মা বোন ও যাদের অবদানে আজকের এই বিজয় তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা।

৫০ বছরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ আজ বিশ্বের এক বিষ্ময়ে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকার পাশাপাশি সকল খাতে স্বচ্ছতা নিশ্চিত করলে ২০৪১ সালে বাংলাদেশ সুখী সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে।

09/12/2021
15/08/2021

বাংলাদেশের বুকের উপর
শুয়ে আছে একটি লাশ!
বিনম্র শ্রদ্ধা জাতির পিতা

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammod Muhibul Islam Misba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammod Muhibul Islam Misba:

Share