দিন শেষে সন্ধ্যা আসবে।

দিন শেষে সন্ধ্যা আসবে। আসসালামু আলাইকুম �

04/07/2025

পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কমতি আছে, আর সেই কমতি গুলোকে যদি ভালোবাসা যায়, তাহলে সেটাই প্রকৃত ভালোবাসা
চলো হারিয়ে যাই।

15/06/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না 💔
যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ 🧐 তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন....❤️

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে...🙂

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য...🤔

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে 😳😢

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়... 🖤
লবন আর চিনি দেখতে এক হলেও স্বাধ ভিন্ন হয়। জীবনে যদি সবচেয়ে কঠিন কোনো কাজ থাকে তা হলো মানুষ চেনা 😅
পরিশেষে বলা যায় যে,, - নিম পাতা তিতো হলেও এর ফল ভালো ❤️
একটু তিতো সইতে পারলে আজীবন ভালো থাকা যায় 💥

15/06/2025

আমরা দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে 💔

জীবনটা অনেক ছোট—ভালোবাসো, হাসো, বাঁচো নিজের মতো করে। ✨🕊️
14/06/2025

জীবনটা অনেক ছোট—
ভালোবাসো, হাসো, বাঁচো নিজের মতো করে। ✨🕊️

রাইট
13/06/2025

রাইট

13/06/2025

❤️🖤জুম্মা মোবারক🖤❤️

ফুলের মত সুন্দর হক তোমার জীবন♥️
12/06/2025

ফুলের মত সুন্দর হক তোমার জীবন♥️

12/06/2025

- আমার নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি এক আকাশ সমান অভিযোগ..!🥺
- আমার মতো ছন্ন ছাড়া জীবন আর কারো না হোক..?

12/06/2025

দিন শেষে রাত আসে
জোয়ার শেষে ভাঁটা
তেমনি দুঃখের শেষে সুখ আসবে এটাই বাস্তবতা।
Good night

750 taka Only
19/11/2023

750 taka Only

Address

Sylhet

Telephone

+8801317803222

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিন শেষে সন্ধ্যা আসবে। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share