
24/09/2025
হায়রে মানুষ
তার মুখের ভাষা ঠিক নেই,
আলেম তো দুরের কথা—
সে অমানুষ!
তবুও কিছু মানুষ দেখি
তাকে বাহবা দেয়, হাততালি দেয়।
হায়রে মানুষ…
মানুষের বেশে জানোয়ার,
নামেই শুধু “ইনসান”—
আসলে মনটা শ'য়তানের।