Latifia Media-লতিফিয়া মিডিয়া

  • Home
  • Latifia Media-লতিফিয়া মিডিয়া

Latifia Media-লতিফিয়া মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Latifia Media-লতিফিয়া মিডিয়া, TV Channel, .

22/07/2025

ওয়াশিংটন না ঢাকা স্লোগানে উত্তাল সিলেট🔥

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।

22/07/2025
18/07/2025

তালামীযে ইসলামিয়া দেশের ক্ষমতা নিতে চায় না, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করতে চায়।
-তালামীয সভাপতি ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন

14/07/2025

যার সৎ সাহসে এদেশের আকাশে
উঠবে সোনালী সুর্য আবার।✊

ফুলতলী জামে মসজিদ 🥰
02/07/2025

ফুলতলী জামে মসজিদ 🥰

30/06/2025

মিলাদ কিয়ামে কান্না🌺💝 ইয়া রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম 🙏💝

25/06/2025

Peace of mind❤️

22/06/2025

মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা?

তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্নজুবায়ের  সভাপতি,আবু সালেহ সম্পাদকবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ...
16/06/2025

তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন
জুবায়ের সভাপতি,আবু সালেহ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন বালাগঞ্জ উপজেলার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।

১৫ জুন ২০২৫ ঈসায়ী, রবিবার,সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য শাহিন আহমদ,আফসার আলী

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শেখ জুবায়ের আহমদ কে সভাপতি,আবু সালেহ হোসাইন কে সাধারণ সম্পাদক ও রাহেল আহমদ -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মনিরুজ্জামান, রেদ্বওয়ান আহমদ,সহ-সাধারণ সম্পাদক মো:আল আমিন,আবুল কালাম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল শিমু,আলমগীর হোসাইন,শেখ জয়নুল আলম,শেখ রাসেল, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ,হাসান চৌধুরী, আলী আহমদ,সাদিক আহমদ, অর্থ সম্পাদক হাসান আহমদ, অফিস সম্পাদক শেখ মাহমুদ হাসান, সহ-অফিস সম্পাদক আহমদ হাসান জুমান,জসিম বেগ, প্রশিক্ষণ সম্পাদক আলী নুর, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ খান,শেখ তাওহিদ,আমিনুল ইসলাম এহিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল শাহ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমদ, সুমাইল আহমদ,শিহাব আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকির হোসাইন নাইম,সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাসেল আহমদ,রাজু আহমদ,ময়নুল ইসলাম, সদস্য- আবু বক্কর,তামজীদ গুলজার,মাছুম আহমদ,সৈয়দ রাদি,খায়রুজ্জামান নাহিদ,মুনাঈম আহমদ,সৈয়দ জাওয়াদ,শুভন আহমদ,শেখ আতিকুর রহমান, মামুন আহমদ,মুহিবুর রহমান,হাবিবুর রহমান,নাদিল হোসেন মজুমদার, মাহফুজ আলম তুহিন,মুহিবুর রহমান।

09/06/2025

উনি যখন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন তখন তোমার অবস্থান ছিলো চিপায়😊
সো উই আর নট সেম😀

অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তালামীযে ইসলামিয়া শমশেরনগরের চমৎকার আয়োজন।পবিত্র ঈদুল আদহার ২য় দিন বাংলা...
08/06/2025

অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তালামীযে ইসলামিয়া শমশেরনগরের চমৎকার আয়োজন।

পবিত্র ঈদুল আদহার ২য় দিন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে দেশ ও প্রবাসের সম্মানিত দাতাগণের সহযোগিতায় কুরবানি প্রজেক্ট-২০২৫ এর মাধ্যমে ২টি গরু কুরবানি মাধ্যমে দুইশত পরিবারের হাতে কুরবানির গোশত তুলে দেওয়া হয়।

মহান আল্লাহ এই কার্যক্রম ও সকল দাতাগণের সহযোগিতাকে কবূল করুন,আমীন।
৮.০৬.২০২৫ ইং

তুমি কি চিনো উনাকে❓👉 না, তিনি কোনো বড় নেতা নন।👉 না, তিনি কোনো ক্যামেরার নায়ক নন।👉 না, তিনি কোনো বড় মঞ্চের বক্তাও নন।তাঁর...
08/06/2025

তুমি কি চিনো উনাকে❓

👉 না, তিনি কোনো বড় নেতা নন।
👉 না, তিনি কোনো ক্যামেরার নায়ক নন।
👉 না, তিনি কোনো বড় মঞ্চের বক্তাও নন।

তাঁর পরিচয় আরও বড়, আরও গভীর...
👉 তিনি হাজার হাজার এতিমের “বাবা”।
👉 তিনি অসংখ্য গরিব-অসহায় মানুষের “ভরসা”।
👉 তিনি সেই মানুষ, যার একটা ফোনেই শত ক্ষুধার্ত পেট ভরে।
👉 তিনি সেই মানুষ, যার চুপচাপ একটা কাজে অগণিত মানুষের জীবন বদলে যায়।

আমরা সবাই নতুন জামায় ছবি তুলছি📸,
স্ট্যাটাস দিচ্ছি, গল্প করছি, হাসছি...

আর এই মানুষটা?
👉 সাধারণ সাদা পোশাক পরে,
👉 মাথায় সাদা টুপি,
👉 চুপচাপ ভীড়ের মাঝে বসে খুতবা শুনছেন।

না আছে VIP চেয়ার,
না আছে ঘিরে থাকা ক্যামেরা,
না আছে কোনো আলাদা পরিচয়...

আছে শুধু এক বুক ভালোবাসা।
আছে শুধু চোখে একরাশ শান্তি।
আছে শুধু মন ভরা মানবতা।

আজ তাঁকে দেখেই শিখলাম —
👉 বড় মানুষরা নিজেকে বড় করে দেখায় না, ছোট হয়ে মানুষের পাশে দাঁড়ায়।

👉 ঈদের আসল আনন্দ হলো — নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোতে।

এই মানুষটার জন্য একটুকু দোয়া চেয়ে নিই —
আল্লাহ তাঁকে দীর্ঘ হায়াত দিন, আরও হাজার মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দিন। 🤲

এমন মানুষগুলো আমাদের সমাজের অদৃশ্য নায়ক —
যাদের দেখে মাথা নিজে থেকেই নত হয়ে যায়।
আল্লাহ তায়ালা উনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন 🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Latifia Media-লতিফিয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share