Kaloziraকালোজিরা

Kaloziraকালোজিরা Personal & social activities

02/01/2025
25/08/2024

🇧🇩জাতীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষন

07/08/2024

আওয়ামীলীগ সরকার বলেছিল যাকে টুপ করে পদ্মা সেতুতে ফেলে দিবে তিনিই হলেন
সর্বজন শ্রদ্ধেয় জনাব প্রফেসর ডঃমুহাম্মদ ইউনুস

সামান্যতম লজ্জা থাকা উচিত২ঘন্টা ফিল্ডিং করে ৪-৫ মিনিট ব্যাটিং করে পরের আরো ২ঘন্টা বেঞ্চ গরম করে কি লাভ,আউট হওয়ার ধরণ দেখ...
10/06/2024

সামান্যতম লজ্জা থাকা উচিত
২ঘন্টা ফিল্ডিং করে ৪-৫ মিনিট ব্যাটিং করে পরের আরো ২ঘন্টা বেঞ্চ গরম করে কি লাভ,আউট হওয়ার ধরণ দেখে বুঝা যায় উনি বাউন্স বল জীবনে ও খেলে নাই,
আপনার সমবয়সী মাহমুদউল্লাহ যদি তাওহীদ হৃদয় এর সাথে জুটি করে খেলা টা টেনে এগিয়ে নিতে পারে,আপনি কেন পারেন না,আপনার কি সমস্যা,আপনার বয়স আর এক্সপেরিয়েন্স এর কাছে তাওহীদ হৃদয়,জাকের আলী,রিসাদ রহমান এখন ও বাচ্চা।
প্রত্যেকটা ম্যাচ এ কেন ওদের মতো কেউ না কেউ ম্যাচের হাল ধরা লাগবে,আপনাদের কোনো দায়িত্ববোধ নেই,বিশ্ব সেরা অলরাউন্ডার এর আমার কোনো প্রয়োজন নাই ভাই,যদি সে জাতীয় দলের কোনো কাজেই না আসে,
আর জনাব সৌম্য দাদা,লিটন দাদা,শান্ত স্যার আপনাদের আর কি বলব,
সালাম আপনাদের🫡🫡

04/06/2024

নতুন অভিবাসন আইন পাশ
বিস্তারিত শুনুন কমিউনিটি ব্যাক্তি ও সোসালিষ্ট পার্টি নেতা জনাব রানা তাসলিম উদ্দিনের কাছ থেকে
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚viral

16/05/2024

দেশের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং সিলেটের খ্যাতিমান সংগীতশিল্পী ডাঃ জহিরুল ইসলাম একটি ভিডিও বার্তার মাধ্যমে শরীফ আহমদ লিটন নামের এই যুবক যে কিনা এক সময় গান গাইতো কিন্তু আজ এক দুরারোগ্য চক্ষু রোগে আক্রান্ত হওয়ায় নেই তার চোখের দৃষ্টি! যে বুঝেনা দিন আর রাতের পার্থক্য, সেই মানুষটির জীবনের দুর্বিষহ কষ্টকে খানিকটা লাঘব করতে তার পাশে দাঁড়িয়েছেন এবং আহ্বান জানিয়েছেন সমাজের সকল বিত্তবান মানুষের প্রতি শরীফ আহমদ লিটনকে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং সহমর্মিতা নিয়ে দৃষ্টিহীন লিটনের পাশে দাঁড়াবার জন্য।

শরিফ আহমদ লিটনকে আর্থিক ভাবে সহযোগিতা করতেঃ
▪️বিকাশ এবং নগদ নাম্বার- +8801712-811800
▪️ব্যাংক নাম - BANK ASIA LIMITED
▪️ব্যাংক একাউন্ট নাম - SARIF AHMAD CHOWDHURY (LITON) & MD DELOEAR HOSSEN
▪️ব্যাংক একাউন্ট নাম্বার - 0050511002331
▪️বাসা - এবার গ্রিন ঝেরঝেরি পাড়া, সিলেট।

01/05/2024

কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়।

09/04/2024

🌙ঈদ মোবারক🌙

09/04/2024

োবারক 🌙🤝🌙 োবারক
#ডিজাইনার_জেন্টস_গ্যালারির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
আপনাদের সুপরিচিত গোবিন্দগঞ্জ রিলেশন শপিং সেন্টারের ১ম দোকান তে চলছে ঈদুল ফিতর উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। 💁🗣

পুরুষ ও বাচ্চাদের যেকোনো পণ্য কিনলেই পাচ্ছেন 10% ডিসকাউন্ট এবং মানসম্মত মানের কোয়ালিটিফুল কাপড়।💯💯💯💯

অফার টি ঈদের আগ রাত পরযন্ত । আপনার পছন্দের কাপড়টি পেতে আজই চলে আসুন সরাসরি আমাদের DESIGNER GENTS GALLERY তে!❤️🫡

08/04/2024

ঈদ মোবারক

06/04/2024

এই যে দেখছেন একজনকে। ভাল করে খেয়াল করুন দয়া করে। আপনি নিশ্চয়ই দেখছেন, উনি উপরের দিকে তাকিয়ে আছে। অপূর্ব কিছু দেখে বেশ ভাল লেগেছে, মুগ্ধ হয়েছে বলে অসাধারণ এক হাসি দিয়ে তা উপভোগ করছে!

থামুন, আপনি যদি তা-ই ভেবে থাকেন, তাহলে ১০০% ভুল করেছেন। এই দৃষ্টির ওপারে ১০০% অন্ধকার। একদম নিকষ কালো অন্ধকার। যে চোখকে উপরের দিকে চেয়ে থাকতে দেখছেন, ওই চোখ আলোর কোনো ইঙ্গিতও পায় না। দিন না রাত— কিছুই বুঝে না। চোখের সামনে ১০০০ বোল্ডের আলো ধরলেও সে সেই অন্ধকারই দেখে! ভাবতে পারেন, এমন একটি চাহনি আর হাসির আড়ালে পৃথিবী দেখতে না পাওয়ার কতটা বেদনা পোষা উনার!

না, তিনি যে জীবনঅন্ধ, তা নয়। এই কয়বছর আগেও তিনি আপনার-আমার মত দিব্যি দেখতে পেয়েছে। সিলেট মাতিয়ে বেড়িয়েছেন! নাম লিটন শরীফ। গান করতেন একসময় খুব। আমার ভাইয়ের বন্ধু। সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের দুতলায় ব্যবসা ছিল। দেখতে ছিলেন নজরকাড়া। সবাইকে সহজে আপন করে নেবার ক্ষমতা ছিল উনার। দৃষ্টিতে ছিল অপার সম্ভাবনা!

কিন্তু আজ সব ফিকে! কয়েক বছরের ব্যবধানে তিনি পুরোপুরি চোখের আলোশূন্য অন্ধকারে! উনার চোখের আলো ফিরিয়ে আনার আকুতি ছিল নিজের, পরিবারের, চেনাজানা স্বজনদের, বন্ধুদের! কিন্তু কোনো আকুতিই সফল হলো না। আজ তিনি পৃথিবীর আলোর বাইরে থাকা এক মানুষ! ওই চোখে আর কোনোদিনই আলো ফিরবে না! এখন তিনি বাসা আর মসজিদের পথের ঠিকানা ছাড়া কিছুই চেনেন না! সাদাছড়ি দিয়ে আসতে-যেতে পারে এটুকুই!

উনার চোখের আলো ফুরিয়ে যাবার সাথে সাথে এখন শরীরের অন্য জটিলতা চলে এসেছে। কানেরও। হতে পারে মরণব্যাধি রোগও! চিকিৎসা না হলে অন্য অঙ্গেও প্রভাব রাখবে ফেইল হয়ে যাওয়া চোখ। আলো না দেখুক, অন্তত তাকে পৃথিবীতে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে দরকার অব্যহত চিকিৎসা! অথচ আয়ের উৎসহীন লিটন ভাই বড় একা! এ দুনিয়ায় উনাকে দুই পয়সা দিয়ে সহায়তা করবার মত কেউ নেই! বরং ছোটবোন নিয়ে তিনি আছেন জীবন-মরণ দুঃশ্চিন্তায়!

দুনিয়া কয়দিনের? আপনি আমি কিন্তু দেখছি এই পৃথিবীর আলো! উনি তো তাও দেখছে না। আর দেখবেনও না। ধীরে ধীরে মানসিক ভাবে তিনি যেন এখন স্ব-ইচ্ছায় পা বাড়িয়ে চলছে আরেক আঁধারে ঘেরা জগতের দিকে!

এই হাসিটা আরও কতদিন আমরা টিকিয়ে রাখতে পারি না? পারি তো? দুদিনের দুনিয়াই তো। এক সাথে কয়দিন সবাই মিলে বাঁচতে পারি না?

লিটন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ : +8801712811800 (এটি বিকাশ নাম্বারও)

Address

Sylhet

Telephone

+351920057407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaloziraকালোজিরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaloziraকালোজিরা:

Videos

Share