FOUR STAR MEDIA Sharifgonj

FOUR STAR MEDIA Sharifgonj লেখা-পড়া ও চাকুরি সংক্রান্ত নির্ভরযো?

অনার্স ভর্তি বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আজ ২৩ নভেম্বর বিকা...
24/11/2025

অনার্স ভর্তি বিজ্ঞপ্তি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আজ ২৩ নভেম্বর বিকাল থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
একজন শিক্ষার্থী তার পছন্দমতো ১টি কলেজের সবগুলো বিষয় পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এবছর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধাক্রম নির্ধারিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন:
এসএসসি ও এইচএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর,
১টি ভালমানের পাসপোর্ট সাইজের ছবি
ন্যূনতম আবেদন যোগ্যতাঃ
◾ বিজ্ঞান: এসএসসি ২.২৫, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৭৫
◾ মানবিক: এসএসসি ২.০০, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৫০
◾ বাণিজ্য: এসএসসি ২.০০, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৫০
ভর্তির পরীক্ষার সিলেবাস ও মানবন্টনঃ
◾ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ:
বাংলা- ২০,ইংরেজি- ২০,সাধারণ জ্ঞান- ২০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়সমূহ থেকে- ৪০
এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০,পাশ নম্বর ৩৫।
ভুল উত্তরের জন্য কোন নম্বর কর্তন করা হবে না।
অনলাইনে সঠিক ও নির্ভুল ফরম পূরণের জন্য যোগাযোগঃ
ফোর স্টার মিডিয়া
শরীফগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট।
01778781006

FOUR STAR MEDIA Sharifgonj

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্...
09/11/2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
✅ শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের CGPA-সহ স্নাতক বা স্নাতক (সম্মান)।
কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
✅ বয়সসীমা:
৩০ নভেম্বর ২০২৫ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
🗓 আবেদনের সময়সীমা:
▶ শুরু: ০৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ টা)
▶ শেষ: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ টা)
📞 আবেদন করতে যোগাযোগ করুন:
ফোর স্টার মিডিয়া
📍 শরীফগঞ্জ বাজার
📱 01778781006

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে এবং সিলেট সার্কিট হাউজে নিম্নবর্ণিত ...
11/10/2025

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে এবং সিলেট সার্কিট হাউজে নিম্নবর্ণিত শূন্যপদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৫,
শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন করতে যোগাযোগ করুন :
ফোর স্টার মিডিয়া
01778781006

অনেকেই পাসপোর্ট হাতে পেয়েছেন আমাদের সহযোগিতায়কম খরচে ই-পাসপোর্ট করার জন্য চলে আসুন আমাদের প্রতিষ্ঠান ফোর স্টার মিডিয়ায়শু...
08/10/2025

অনেকেই পাসপোর্ট হাতে পেয়েছেন আমাদের সহযোগিতায়

কম খরচে ই-পাসপোর্ট করার জন্য চলে আসুন আমাদের প্রতিষ্ঠান ফোর স্টার মিডিয়ায়

শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র হলেই ই-পাসপোর্ট করা যাবে।

01/10/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় এবং সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ৫টি কলেজে আবেদন করা যাবে।

আবেদন করতে যোগাযোগ করুন :
ফোর স্টার মিডিয়া
01778781006

চাকরির খবর:বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শি...
24/09/2025

চাকরির খবর:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিগ্রী বা অনার্স পাস।
অনলাইনে সঠিক ও নির্ভুল আবেদন করতে প্রয়োজন:
০১। এসএসসি, এইচএসসি ও ডিগ্রী/ অনার্স পরীক্ষা পাশের মার্কসীটের কপি
০২। একটি পাসপোর্ট সাইজের ভালমানের ছবি ও আবেদনকারীর স্বাক্ষর
০৩। পোস্টকোডসহ সঠিক স্থায়ী ঠিকানা
০৪। সচল মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৫ইং।

আমাদের ঠিকানা:
ফোর স্টার মিডিয়া
মোবা: 01778781006

ডিগ্রী পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস কোর্সে ভর্তির প্রাথমিক আবেদ...
15/09/2025

ডিগ্রী পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এবছর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমানো হয়ে- যা সত্যিই প্রশংসনীয়। কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পাশের জিপিএ এর উপর ভিত্তি করে ফল প্রকাশ করা হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন করতে প্রয়োজন:
০১। এসএসসি ও এইচএসসি পাশের রোল নং ও রেজিস্ট্রেশন নম্বর
০২। ১টি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন।

ডিগ্রী পাস কোর্সের নাম:
মানবিক: বি.এ/ বি.এস.এস
বাণিজ্য: বি.বি.এস
বিজ্ঞান: বি.এসসি

* একজন শিক্ষার্থী ১টি কলেজে একাধিক কোর্সে আবেদন করতে পারবেন।

*আবেদনের জন্য যোগাযোগ করুন:*
*ফোর স্টার মিডিয়া*
শরীফগঞ্জ বাজার
মোবা: 01778781006

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্য়ক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবে...
28/08/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্য়ক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৮ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা পর্য়ন্ত চলবে।

*আবেদন করতে যোগাযোগ করুন: ফোর স্টার মিডিয়া*
মোবাইল: 0178781006

কলেজ ভর্তি:২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কিছু দিনের মধ্যে শুরু হবে। অনলাইনে আবেদনের জন্য কমপক্ষে ৫ট...
23/07/2025

কলেজ ভর্তি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কিছু দিনের মধ্যে শুরু হবে।
অনলাইনে আবেদনের জন্য কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন।
কোন ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি পরীক্ষায়ত প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি করে ফল প্রকাশ হবে।

অনলাইনে আবেদন করতে প্রয়োজন:
০১। এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর
০২। একটি সচল মোবাইল নম্বর এবং
০৩। কলেজের সঠিক পছন্দক্রম (অতি গুরুত্বপূর্ণ)

পরামর্শ:
কলেজের সঠিক পছন্দক্রম দিবেন। এ ক্ষেত্রে কলেজের ভৌগলিক অবস্থান, টিউশন ফি এবং পড়াশুনার মান যাচাই করা ভাল।
প্রয়োজনে অভিভাবক/শিক্ষকের পরামর্শ নেয়া। প্রথম দিন অনলাইন আবেদনের সার্ভারে সমস্যা থাকে তাই ১/২ দিন পর থেকে আবেদন করলে ভাল।
সর্তাকতা:
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ এর কম প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভাল কলেজ পছন্দ করা / চান্স পাওয়া অনেক কষ্টকর হবে।

সঠিক ও নির্ভুল অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আমাদের রয়েছে ১৩ বছরের অভিজ্ঞতা

❇️আবেদনের জন্য যোগাযোগ করুন:
ফোর স্টার মিডিয়া
শরীফগঞ্জ বাজার
মোবা: 01778781006

যারা নতুন ভোটার হয়েছেন কম সময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে আইডি কার্ড উত্তোলন নিতে পারবেন।নতুন ভোটাররা পাসপোর্ট করতে চাহিলে আ...
29/06/2025

যারা নতুন ভোটার হয়েছেন কম সময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে আইডি কার্ড উত্তোলন নিতে পারবেন।

নতুন ভোটাররা পাসপোর্ট করতে চাহিলে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন, নির্ভূল ও কম খরচে পাসপোট করতে পারবেন।

বি: দ্র: শুধু নতুন ভোটারগণ পাসপোর্ট করলে ভোটার আইডি কার্ড উত্তোলন করে দিবো একদম ফ্রিতে!

HSC ও Alim 2025 পরীক্ষার চুড়ান্ত সময়সুচি।
25/06/2025

HSC ও Alim 2025 পরীক্ষার চুড়ান্ত সময়সুচি।

MRP থেকে E_Passpprt ৫/১০ বছরের করে নতুন পাসপোর্ট করে ফেলুন!পাসপোর্ট করার জন্য যোগাযোগ করুনঃ  #ফোর স্টার মিডিয়াhttp://www...
13/06/2025

MRP থেকে E_Passpprt ৫/১০ বছরের করে নতুন পাসপোর্ট করে ফেলুন!

পাসপোর্ট করার জন্য যোগাযোগ করুনঃ
#ফোর স্টার মিডিয়া
http://www.facebook.com/fourstarofficial
শরীফগঞ্জ বাজার

Address

Sharifgonj Bazar, Zakigonj
Sylhet
3190

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801757983029

Website

Alerts

Be the first to know and let us send you an email when FOUR STAR MEDIA Sharifgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FOUR STAR MEDIA Sharifgonj:

Share