24/11/2025
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আজ ২৩ নভেম্বর বিকাল থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
একজন শিক্ষার্থী তার পছন্দমতো ১টি কলেজের সবগুলো বিষয় পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এবছর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধাক্রম নির্ধারিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন:
এসএসসি ও এইচএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর,
১টি ভালমানের পাসপোর্ট সাইজের ছবি
ন্যূনতম আবেদন যোগ্যতাঃ
◾ বিজ্ঞান: এসএসসি ২.২৫, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৭৫
◾ মানবিক: এসএসসি ২.০০, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৫০
◾ বাণিজ্য: এসএসসি ২.০০, এইচএসসি ২.০০, মোট জিপিএ: ৪.৫০
ভর্তির পরীক্ষার সিলেবাস ও মানবন্টনঃ
◾ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ:
বাংলা- ২০,ইংরেজি- ২০,সাধারণ জ্ঞান- ২০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়সমূহ থেকে- ৪০
এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০,পাশ নম্বর ৩৫।
ভুল উত্তরের জন্য কোন নম্বর কর্তন করা হবে না।
অনলাইনে সঠিক ও নির্ভুল ফরম পূরণের জন্য যোগাযোগঃ
ফোর স্টার মিডিয়া
শরীফগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট।
01778781006
FOUR STAR MEDIA Sharifgonj