Yeassin Arafat

Yeassin Arafat আমাদের রক্ত পুঁজিবাদী দেওয়ালের রং।

24/10/2023

তথাকথিত মঞ্চ বক্তাগণ সহনশীল হয়ে উঠুন।





28/10/2021

মুসলিমের তরে মুসলিম কাঁদে,হিন্দুর তরে হিন্দু,

মানুষের তরে মানুষ কখনও কাঁদেনি এক বিন্দু।

27/10/2021

কথা ছিল টাকা হলে ঘুরতে যাব সমুদ্রে।
কথা ছিল একদিন দুরন্ত প্রেমিক হবো
প্রবালে ভেসে আসা কোনো এক অনূঢ়ার।
অতঃপর ইচ্ছে হলে,(যদি না-ও হয়)
দৃষ্টিরোধক পাহাড়ী অরণ্যের বলয় পেরিয়ে চলে যাব সমুদ্রের প্রসারিত বুকে।
দুহাত ছড়িয়ে দিয়ে জলপায়ী দিগন্তের সম্মুখে
চিৎকার করে বলে দেব পুঞ্জিত একাকিত্বের কথা।
ভাটার গলায় পরিয়ে দিয়ে ভেতরের মরিচা-মালা
শুক্লাদশী পূর্ণিমার রাতে প্রেমিকার হাত ধরে হাঁটতে -হাঁটতে কুড়িয়ে নেব সমুদ্র ও নারী বিষয়ক কবিতা।

অর্থের অভাববোধ আজ গুছে গেছে বটে
প্রেমিকাও বনে গেছে এক বিদূষী সমুদ্রকন্যা।
আর দুই হাতে থাকা অফুরন্ত অলস সময়।

আজকাল প্রায়শই
প্রেমিকার হাত ধরে হাঁটা হয়,রেস্টুরেন্টে খাওয়া হয়,সামসময়িক বিশ্ব নিয়ে গল্প হয়।
কেবল লেখা হয়ে ওঠে না নারী ও সমুদ্রের কবিতা।
বস্তুত সে সমুদ্র ভালোবাসে না,
ভালোবাসে পাহাড়।
সে ভালোবাসে পাহাড়ের নিশ্চল অরণ্য বেয়ে নেমে আসা জোছনাবান্ধব ঝর্নার আধো নীল রাত।
ভালোবাসে বৃক্ষ,লতা,ফুল,আর প্রণয়ীনী পাখির গুঞ্জন।

কথা ছিল
ইয়াসিন আরাফাত

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটেআমি বাইবো না,আমি বাইবো না মোর খেয়াতরী এই ঘাটে গো,
29/09/2021

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইবো না,
আমি বাইবো না মোর খেয়াতরী এই ঘাটে গো,

27/08/2021
আসছে প্রি-অর্ডার...
10/11/2020

আসছে প্রি-অর্ডার...

আগুন জ্বলবে এবার।আসছে শিগ্রই।
29/10/2020

আগুন জ্বলবে এবার।

আসছে শিগ্রই।

বিপ্লব ভাই আমার অত্যন্ত কাছের মানুষ কভিড-১৯ কে পরাজিত করেছেন। কিভাবে? দেখে নিতে পারেন।
31/05/2020

বিপ্লব ভাই আমার অত্যন্ত কাছের মানুষ কভিড-১৯ কে পরাজিত করেছেন। কিভাবে? দেখে নিতে পারেন।

আপনার করোনা পজিটিভ? নিয়ম গুলা জেনে নিন, সুস্থ হবেন দুই দিনের মধ্যে। অামরা জানি করোনা ভাইরাসের কোন চিকিৎসা নেই,, তব....

রুখো ধর্ষক বাঁচাও দেশ________________ ইয়াসিন আরাফাতপ্রতিটি রাত শঙ্কা নিয়ে স্বাধীন নীড়ে নিদ্রা যাই,হয়না যেনো এমন সকাল...
19/05/2020

রুখো ধর্ষক বাঁচাও দেশ
________________ ইয়াসিন আরাফাত

প্রতিটি রাত শঙ্কা নিয়ে স্বাধীন নীড়ে নিদ্রা যাই,
হয়না যেনো এমন সকাল যে সকালের হৃদয় নাই।
চাইনা শুনতে সজীব বাতে করুণ সুরে আর্তনাদ,
ছিন্ন জামায় জ‍্যান্ত প্রাণের অপমৃত্যুর অপবাদ।

সাতচল্লিশটি বছর গেলেও বর্গি জাতি হয়নি শেষ,
জানোয়ারের চালচলনে দূষিত ফের আমার দেশ।
মানবতার দোহাই দিয়ে করছে খেলা অবিরাম,
প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতি ধর্ষিত আজ দেশের নাম।

এই দেশেতে অনিরাপদ সকল বোনের চলার পথ,
এমন হালে কেমন করে গড়বে তাদের ভবিষ্যৎ।
চলবে কতো বাহানা আর,বর্জে গেড়ে জাতির শির,
ধর্ষকেরা বুক ফুলিয়ে বলছে আবার তারাই বীর।

আর কতোকাল দেখবে তুমি কালিমাখা রক্ত ছাপ,
রুখো ধর্ষক,রুখো এবার,আর নিও না অভিশাপ।
ভয়ের প্রাচীর টপকে এসে দুহাত করো উত্তোলন,
ছদ্মবেশীর অলীক মুখোশ করবো এবার উম্মুচন।

বঙ্গ মাতার সবুজ আঁচল করছে যারা রক্তে লাল,
ইতিহাসের দিক্ষা নিয়ে আমরা এবার ধরবো হাল।
তেরোশত নদীর জলে ভাসছে দেখো বোনের লাশ,
পর্দা ঘেরা দালান হতে আসছে বুনো জয়োল্লাস।

অমানবিক নির্যাতনের উচিৎ জবাব না পেয়ে,
নিচ্ছে সুযোগ দূর্বলতার সোনার দেশের ভাত খেয়ে
যতই সুযোগ পাবে ওরা ছিঁড়বে টেনে জাতির ছাল,
আজ মরেছে প্রতিবেশী তোমার ঘরে আসবে কাল।

করবো স্বাধীন দেশটা আবার ধ্বংস করে অনিয়ম,
মুখের তালা চূর্ণ করে বাঁচাও বোনের সু-সম্ভ্রম।
বাঙালিরা কাপুরুষ নয় জুলুম নাশে প্রখর দাঁড়,
ঘুমিও না জাগো সবে খোলো এবার বিবেক দ্বার।

অরি দমন শপথ নিয়ে দাঁড়ায় যদি একটি বার,
কমবে দেশের উগ্রবাদী মুক্তিকামী হুঁশিয়ার।

07/05/2020

. চাঁদ দেখে কতো জনে কবি হয়ে যায়
আমি শুধু তোমাকেই খুঁজি কবিতায়।
ঘরের বাহিরে চাঁদ যতো দিক আলো,
তুমি ছাড়া মুছা দায় ভিতরের কালো।

ইয়াসিন আরাফাত

Address

Sylhet

Telephone

+8801581447449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeassin Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yeassin Arafat:

Share