Dream Sylhet Live

Dream Sylhet Live all kind of programme live show...
creative video...

27/05/2025

উদ্দেশ্যের إخلاص )নিয়তের আন্তরিকতা(

আমের হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু প্রক্রিয়া চলাকালীন দেখা গেল তার নাম-সংক্রান্ত একটি সমস্যা রয়েছে, যার কারণে সে বিমানে উঠতে পারবে না।

তারা বলল, "আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করব, তবে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে।" এই সময়ে বাকি হজযাত্রীরা তাদের প্রক্রিয়া শেষ করে বিমানে উঠে পড়ল, দরজাও বন্ধ হয়ে গেল। যখন আমেরের সমস্যাটি অবশেষে সমাধান হল, তখন পাইলট দরজা খুলতে অস্বীকার করল এবং বিমান ছেড়ে চলে গেল।

বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী তাকে বলল, "আল্লাহর হুকুমই বাস্তব হয়। আপনার কপালে হয়তো এই হজ ছিল না।" কিন্তু আমের বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করল। হঠাৎ খবর এলো, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি আবার ফিরে আসছে। বিমানটি ফিরে এলো, মেরামতও হল, কিন্তু পাইলট তখনও দরজা খুলতে অস্বীকার করল। তখন অফিসার বলল, "এটা আপনার জন্য লেখা নেই।" কিন্তু আমের দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, "আমার নিয়ত হজ করার, ইনশাআল্লাহ আমি যাব।"

বিমানটি আবার রওনা হল। কিছু সময় পরে আবার খবর এল যে বিমানে আবারও ত্রুটি দেখা দিয়েছে, তাই সেটি আবার ফিরে আসছে। এবার পাইলট ঘোষণা দিলেন: "আমার ফ্লাইট আমি চালাব না যতক্ষণ না আমের ওঠে।"
পরবর্তীতে আমের সৌদি আরবের বিমানবন্দর থেকে একটি ভিডিও করে পাঠাল - সে খুব খুশি!

সুবহানাল্লাহ!

বিস্তারিত ক্যাপশনে,
“তাঁর আদেশ তো এমনই যে, তিনি কোনো কিছুর ইচ্ছা করলে বলেন 'হও', সাথে সাথে তা হয়ে যায়।"

— [সূরা ইয়াসীন, আয়াত ৮২]
ইয়া রব,,,,!! আমাদের কবুল করুন। আমাদেরও হজ্জের জন্য কবুল করুন।

সিলেটের জৈন্তাপুর সীমান্তের চোরাকারবারি ও ছাএলীগের নেতা মারজান  এস এ পরিবহন মাধ্যমে দামি দামি বাইক ও ইয়াবা পাচার করেন কক...
23/05/2025

সিলেটের জৈন্তাপুর সীমান্তের চোরাকারবারি ও ছাএলীগের নেতা মারজান এস এ পরিবহন মাধ্যমে দামি দামি বাইক ও ইয়াবা পাচার করেন কক্সবাজার মিনহাজের কাছে

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ‎খরাদিপাড়া নিবাসী আনন্দ-৩৮ করিম উল্লাহ হাউজ  মরহুম করিম উল্লাহ সাহেবের  ৩য় পুত্র ...
22/05/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
‎খরাদিপাড়া নিবাসী আনন্দ-৩৮ করিম উল্লাহ হাউজ মরহুম করিম উল্লাহ সাহেবের ৩য় পুত্র ও মিরাবাজার মারচেন্ট টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব রহমত উল্লাহ জাহাঙ্গীর সাহেব আজ দুপুর ২ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা আজ রাত ৯ ঘটিকায় শাহী ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।
‎এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
‎ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

20/05/2025

বিএনপির বড় নেতার ফোনে আনোয়ারুজ্জামানের কল! কী বলছেন বিএনপির সেই নেতা?সিলেটজুড়ে তোলপাড়!



20/05/2025

১২টি স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে:-

০১। দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা। ০২। ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা। ০৩। আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা। ০৪। আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়া। ০৫। তেমুখী পয়েন্ট (টুকের বাজার) সংলগ্ন খালি জায়গা। ০৬। মাছিমপুরস্থ কয়েদির মাঠের (পার্শ্বস্থ) খালি জায়গা। ০৭। মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা। ০৮। টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোড এর খালি জায়গা। ০৯। শাহপরাণ (রহ:) বাজার সংলগ্ন খালি জায়গা। ১০। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী। ১১। পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা। ১২। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা (কাজির বাজার ব্রীজের নীচ বাবনা পয়েন্ট হতে গোপশহর রোড), বরইকান্দি।

শোক সংবাদ সিলেটের হাউজিং এস্টেট এর বাসিন্দা,বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, মৌলভীবাজার সমিতি সিলেট এর সাবেক সভাপতি ও বর্তমান উ...
12/05/2025

শোক সংবাদ
সিলেটের হাউজিং এস্টেট এর বাসিন্দা,বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, মৌলভীবাজার সমিতি সিলেট এর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেট ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেট এর অন্যতম পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, সিলেট ডায়বেটিক সমিতি, আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট, লায়ন্স শিশু হাসপাতাল সিলেট, লায়ন্স চক্ষু হাসপাতাল সিলেট সহ অসংখ্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহিত সংশ্লিষ্ট বিশিষ্ট সমাজসেবী, লায়ন্স প্রফেসর ডা. আজিজুর রহমান সাহেব আজ ১২-০৫-২৫ ইং সোমবার বিকাল ৩.১৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাহার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক যেন
তাহার দুনিয়াবি ভুলত্রুটি ক্ষমা করে তাহাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা হযরত শাহজালাল দরগাহ মসজিদে অনুষ্ঠিত হইবে।

সবাই শেয়ার করুন খুঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 🤲প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ছেলেরেজাউর রহমান রনি নিখোঁ...
11/05/2025

সবাই শেয়ার করুন খুঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 🤲
প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ছেলে
রেজাউর রহমান রনি নিখোঁজ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে মো. রেজাউর রহমান রনি নিখোঁজ রয়েছে। সে গত শুক্রবার (৯ মে) রাতে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
জানা যায়, রনি একজন মানসিক ভারসাম্যহীন। নগরীর ৬৩নং মেন্দিবাগের বাসিন্দা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ২য় ছেলে। তার বয়স ২৭ বছর। যদি কোনো হৃদয়বান ব্যাক্তি রনির খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। যোগাযোগের নং- ০১৭১১-৪৪৫৩৫৩।

আয়নাঘর ছিল বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তার কক্ষই      #আয়নাঘর
07/05/2025

আয়নাঘর ছিল বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তার কক্ষই
#আয়নাঘর

03/05/2025

কিভাবে কি

আজকের ছবি নগরীর উপশহর থেকে তুলা
21/04/2025

আজকের ছবি নগরীর উপশহর থেকে তুলা

13/04/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিম লাউয়াই (রায়ের গ্রাম) জামে মসজিদ, দক্ষিণ সুরমা,সিলেট'র জন্য একজন ইমাম ও খতিব এবং একজন মুয়াজ্জিন প্রয়োজন।
শর্ত:- ইমাম সাহেব হাফিজ,ক্বারী মাওলানা এবং বিবাহিত হতে হবে,(রমজানে তারাবীর নামাজ পড়াতে হবে)
#মুয়াজ্জিন সাহেব হাফিজ ক্বারী এবং বিবাহিত হতে হবে। (রমজানে তারাবীর নামাজ পড়াতে হবে)

৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইমাম/মুয়াজ্জিন সাহেবগণ নিম্নের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের একটা তেলাওয়াত এবং একটা ছবি পাঠিয়ে দিবেন। অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না।
01717414409
মসজিদে সকালে মক্তব রয়েছে, কুরআন শিক্ষা দেওয়ার মন মানসিকতা থাকতে হবে।
📞📞 01712904231

বি:দ্র:আগ্রহী প্রার্থীগণ আগামি ১৯ এপ্রিল ২০২৫ ইংরেজি রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে নিয়ে উপস্থিত হতে হবে।

07/04/2025

জরুরী এ নেগেটিভ রক্তের প্রয়োজন
গর্ভবতী মহিলার জন্য এ নেগেটিভ রক্তের প্রয়োজন। সিলেট পাইওনিয়ার হাসপাতালে আছেন।

Address

Sylhet

Telephone

+8801770053921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Sylhet Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Sylhet Live:

Share