27/05/2025
উদ্দেশ্যের إخلاص )নিয়তের আন্তরিকতা(
আমের হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু প্রক্রিয়া চলাকালীন দেখা গেল তার নাম-সংক্রান্ত একটি সমস্যা রয়েছে, যার কারণে সে বিমানে উঠতে পারবে না।
তারা বলল, "আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করব, তবে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে।" এই সময়ে বাকি হজযাত্রীরা তাদের প্রক্রিয়া শেষ করে বিমানে উঠে পড়ল, দরজাও বন্ধ হয়ে গেল। যখন আমেরের সমস্যাটি অবশেষে সমাধান হল, তখন পাইলট দরজা খুলতে অস্বীকার করল এবং বিমান ছেড়ে চলে গেল।
বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী তাকে বলল, "আল্লাহর হুকুমই বাস্তব হয়। আপনার কপালে হয়তো এই হজ ছিল না।" কিন্তু আমের বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করল। হঠাৎ খবর এলো, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি আবার ফিরে আসছে। বিমানটি ফিরে এলো, মেরামতও হল, কিন্তু পাইলট তখনও দরজা খুলতে অস্বীকার করল। তখন অফিসার বলল, "এটা আপনার জন্য লেখা নেই।" কিন্তু আমের দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, "আমার নিয়ত হজ করার, ইনশাআল্লাহ আমি যাব।"
বিমানটি আবার রওনা হল। কিছু সময় পরে আবার খবর এল যে বিমানে আবারও ত্রুটি দেখা দিয়েছে, তাই সেটি আবার ফিরে আসছে। এবার পাইলট ঘোষণা দিলেন: "আমার ফ্লাইট আমি চালাব না যতক্ষণ না আমের ওঠে।"
পরবর্তীতে আমের সৌদি আরবের বিমানবন্দর থেকে একটি ভিডিও করে পাঠাল - সে খুব খুশি!
সুবহানাল্লাহ!
বিস্তারিত ক্যাপশনে,
“তাঁর আদেশ তো এমনই যে, তিনি কোনো কিছুর ইচ্ছা করলে বলেন 'হও', সাথে সাথে তা হয়ে যায়।"
— [সূরা ইয়াসীন, আয়াত ৮২]
ইয়া রব,,,,!! আমাদের কবুল করুন। আমাদেরও হজ্জের জন্য কবুল করুন।