10/09/2024
ভেবেছিলাম প্রকৃত ত্যাগিদের আপনারা খোঁজে বের করতে পারবেন। কারণ ওঁরা পেছনে থাকে। ২০২৪ সে সৈনিক হিসাবে আপনারা সেখানে ব্যর্থ হয়েছে।
আপনারা একবার জিজ্ঞেস করতে পারতেন আন্দোলনে কারা ছিল, সংস্কারে কারা আছে?
সমন্বয় করল কারা ?
সুনামগঞ্জে আন্দোলন জমল কেন ?
আপনারা কি করে ভাবেন, ‘অসহযোগ আন্দোলন’ , একতরফা মতো আন্দোলন সমন্বয়ক ছাড়া জমে উঠেছে ? ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সমন্বয়কের প্রয়োজন ছিল না?
__বলুন এখন প্রয়োজন নেই! আমরা থাকব না। ত্যাগিরা সব সময় ত্যাগিই হয়।
সব বাদ দিয়ে আপনি এক হাত থেকে ২০+ নাম নিয়ে পরে আমাকে বলেন নাম দেওয়ার জন্য আমি কার নাম দেব ?
যে আন্দোলনে বন্দুকের সামনে দাড়িয়ে ছিল তার নাম নাকি সংস্কারের নামে ঘুরা ডিঙ্গিয়ে যে ঘাস খেয়েছে তার নাম ?
আমি ২নং এ সম্তুষ্ট নই বলে খল নায়ক বলে আমাকে উপস্থাপন করছেন এতে আমি দুঃখ পাইনি।
খেপে আমাকে বলছেন, ‘তিন মাস ইমনের পিছনে ঘুরতে হবে সদস্য হওয়ার জন্য’। তাতেও আমার আপত্তি নাই তিনি আমার সিনিয়র ৩ হাজার মাস ঘুরতেও আক্ষেপ নেই।
কিন্তু দুই ভাগ করে কমিটির নামে বিপ্লবীদের সাথে বৈষম্য হল তার জবাব কি আপনিদেবেন?
আমি রাজনৈতিক ব্যক্তি নই, রাজনৈতিক সচেতন নাগরিক। আপনি আমাকে তৈরি করতে পারেন নি! আপনি ব্যর্থ!
আপনি ২৪সে সৈনিক আপনি ভয় পান কেন স্টেইট বলে দিতেন, উছমান তুমাকে দিয়ে সংস্কারের কাজ হবে না। আমি হাসি মুখে সেচ্ছায় অবাহতি নিতাম।
কিন্তু আমাকে কলঙ্কিত করার সুযোগ করে দেওয়ার অধিকার আপনাকে আমি দেই নি।
#আব্দুল বারি ইস্যুতে সবচেয়ে বেশি টিলেমি ও পা চাটা মনোভাব পোষণ করেছে ইমন। পোগ্রামে বারি বিষয় টা ক্লিয়ার করার জন্য বার বার মাউথপিস নিতে চাইলেও আমাকে দেওয়া হয় নি।।
ভাগ কর শাসন কর নীতি প্রয়োগ করে
__ কেলেঙ্কারির কলঙ্ক লেপনের করার সুযোগ করে দিয়ে যাবেন। আপনি প্রধান উপদেষ্টা হলেও জবাব আমি চাইবই।
____আমি বাংলাদেশের নাগরিক_____