18/09/2025
ছিলো আওয়ামীলীগ ডেবিল সেজেছে বিএনপি রুহুল আমিন-পারভেজ-সাফওয়ান-সামাদ ওদের থামাবে কে?
রেডিও সিলেটঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এবং সামাদ নামের আওয়ামী দোসরদের পরিচয় নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। তারা আগে আওয়ামীলীগের ডেবিল থাকলেও এখন বিএনপি সেজে বিভিন্ন অনুষ্টানে অংশগ্রহণ করছেন। আসলে তাদের মূল উদ্দেশ্য কি বুঝা বড়ই মুসকিল। তবে তারা অতীত কর্মকান্ডে প্রমাণিত তারা সবাই আওয়ামী দোসর। তাদের আস্থা ভাজন নেতা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী শাফি এলিম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল এবং নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
আওয়ামী দোসর রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এবং সামাদ বিভিন্ন সময় ফেসবুক লাইভে বিএনপির বিভিন্ন স্থরের নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করে, দালাল বলে আখ্যা দেয়। অথচ তারা নিজেরাই একেকজন দালাল। তাদের নিজের দালালী দামাচাপা দিতে অন্য বিএনপি নেতাদের নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে।
আওয়ামীলীগের সাথে আঁতাত করে সব সময় আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে প্রত্যেক নির্বাচনে আওয়ামী প্রার্থীর হয়ে এলাকা লিজ নিতেন মহান দুই ব্যাক্তিত্ব সাফওয়ান ও রুহুল। উনারা এখন বি এন পি এর বড় নেতা দাবি করেন।
রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এরা যুবদল বলে দাবী করলেও এরা হলো আসল ডেবিল । ছাএলীগ নেতা সামাদ ডেবিল রুহুল আমিনের নেতৃত্বে গোলাপগঞ্জে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে।
রুহুল আমিন ও সামাদ এর ফেসবুক ঘুরে দেখা যায় তারা আওয়ামীলীগ এর একজন সক্রিয় কর্মী। এই দালালদের চিনে রাখা বিএনপির জন্য জরুরী। নয়তো আবারও বিএনপি বিপদগ্রস্থ হবে।
#রেডিও #সিলেট